Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Business news

নাইকি থেকে পেপসি, জনপ্রিয় এই ব্র্যান্ডগুলির নামকরণের রহস্য জানেন?

নাইকি থেকে পেপসি, অ্যাডিডাস থেকে আমাজন, প্রতিটা ব্র্যান্ডের নামেরই একটা আলাদা গল্প আছে। কখনও ভেবে দেখেছেন নাইকির নাম হঠাৎ নাইকি বা পেপসির নাম পেপসি রাখা হল কেন? কী ভেবে সেই নামগুলি রাখা হয়েছিল দেখে নেওয়া যাক।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০১৮ ১৩:৩২
Share: Save:
০১ ১০
নাইকি থেকে পেপসি, অ্যাডিডাস থেকে আমাজন, প্রতিটা ব্র্যান্ডের নামেরই একটা আলাদা গল্প আছে। কখনও ভেবে দেখেছেন নাইকির নাম হঠাৎ নাইকি বা পেপসির নাম পেপসি রাখা হল কেন? কী ভেবে সেই নামগুলি রাখা হয়েছিল দেখে নেওয়া যাক।

নাইকি থেকে পেপসি, অ্যাডিডাস থেকে আমাজন, প্রতিটা ব্র্যান্ডের নামেরই একটা আলাদা গল্প আছে। কখনও ভেবে দেখেছেন নাইকির নাম হঠাৎ নাইকি বা পেপসির নাম পেপসি রাখা হল কেন? কী ভেবে সেই নামগুলি রাখা হয়েছিল দেখে নেওয়া যাক।

০২ ১০
নাইকি: প্রাচীন গ্রিসে জয়ের দেবতার নাম ছিল নাইকি। সেই হিসেবেই ব্রান্ডের নামকরণ। নামকরণ যে স্বার্থক তা বোঝাই যায়।

নাইকি: প্রাচীন গ্রিসে জয়ের দেবতার নাম ছিল নাইকি। সেই হিসেবেই ব্রান্ডের নামকরণ। নামকরণ যে স্বার্থক তা বোঝাই যায়।

০৩ ১০
কোকাকোলা: এই পাণীয়ের মূল উপাদান কোকা পাতা এবং কোলা বেরি। আর দুই উপাদানের উপরে ভর করেই ব্র্যান্ডের নামকরণ হয় কোকাকোলা।

কোকাকোলা: এই পাণীয়ের মূল উপাদান কোকা পাতা এবং কোলা বেরি। আর দুই উপাদানের উপরে ভর করেই ব্র্যান্ডের নামকরণ হয় কোকাকোলা।

০৪ ১০
পেপসি: পাকস্থলীতে উৎপন্ন উৎসেচক পেপসিন। খাদ্যের প্রোটিন কণাকে ভেঙে ছোট ছোট পেপটাইডে পরিণত করে এই উৎসেচক।পেপসিন থেকে পেপসি নামটি এসেছে। যদিও পেপসিতে বিন্দুমাত্র পেপসিন নেই।

পেপসি: পাকস্থলীতে উৎপন্ন উৎসেচক পেপসিন। খাদ্যের প্রোটিন কণাকে ভেঙে ছোট ছোট পেপটাইডে পরিণত করে এই উৎসেচক।পেপসিন থেকে পেপসি নামটি এসেছে। যদিও পেপসিতে বিন্দুমাত্র পেপসিন নেই।

০৫ ১০
অ্যাডিডাস: মালিক অ্যাডলফ ডাসলের নাম থেকেই অ্যাডিডাস শব্দটি এসেছে। অ্যাডলফ-এর ডাক নাম অ্যাডি। অ্যাডি এবং পদবী ডাসলরের থেকে ডাস— এই দুটো মিলিয়ে ব্র্যান্ডের নাম হয়ে যায় অ্যাডিডাস।

অ্যাডিডাস: মালিক অ্যাডলফ ডাসলের নাম থেকেই অ্যাডিডাস শব্দটি এসেছে। অ্যাডলফ-এর ডাক নাম অ্যাডি। অ্যাডি এবং পদবী ডাসলরের থেকে ডাস— এই দুটো মিলিয়ে ব্র্যান্ডের নাম হয়ে যায় অ্যাডিডাস।

০৬ ১০
ক্যানন: বৌদ্ধিক বোধিসত্ত্বকে জাপানি ভাষায় বলা হত ক্যাওনন। প্রথমে ওই সংস্থার নাম রাখা হয়েছিল ক্যাওনন। উচ্চারণের সুবিধার জন্য পরে সেটাই হয়ে যায় ক্যানন।

ক্যানন: বৌদ্ধিক বোধিসত্ত্বকে জাপানি ভাষায় বলা হত ক্যাওনন। প্রথমে ওই সংস্থার নাম রাখা হয়েছিল ক্যাওনন। উচ্চারণের সুবিধার জন্য পরে সেটাই হয়ে যায় ক্যানন।

০৭ ১০
আমাজন: সিইও জেফ বেজোস চাইছিলেন সংস্থার নাম এমন কিছু রাখতে যা ইংরাজির প্রথম অক্ষর ‘এ’ দিয়ে শুরু। তিনি আমাজন নাম রাখেন কারণ, আমাজন বিশ্বের অন্যতম বড় নদী।ব্যবসাক্ষেত্রে নিজের সংস্থাকে সেই বিশালতায় দেখতে চেয়েছিলেন তিনি।

আমাজন: সিইও জেফ বেজোস চাইছিলেন সংস্থার নাম এমন কিছু রাখতে যা ইংরাজির প্রথম অক্ষর ‘এ’ দিয়ে শুরু। তিনি আমাজন নাম রাখেন কারণ, আমাজন বিশ্বের অন্যতম বড় নদী।ব্যবসাক্ষেত্রে নিজের সংস্থাকে সেই বিশালতায় দেখতে চেয়েছিলেন তিনি।

০৮ ১০
স্কাইপে: স্কাই পিয়ার টু পিয়ার— যার অর্থ একটা পয়েন্ট থেকে আর একটাপয়েন্টের যোগাযোগ। এই যোগাযোগ বায়ু মাধ্যমে হয় বোঝাতে পিয়ার টু পিয়ারের সামনে স্কাই শব্দটি যোগ করা হয়েছিল। সেখান থেকেই সংস্থার নাম রাখা হয় স্কাইপার। পরে আরও ছোট হয়ে ব্র্যান্ডের নাম হয়ে যায় স্কাইপে।

স্কাইপে: স্কাই পিয়ার টু পিয়ার— যার অর্থ একটা পয়েন্ট থেকে আর একটাপয়েন্টের যোগাযোগ। এই যোগাযোগ বায়ু মাধ্যমে হয় বোঝাতে পিয়ার টু পিয়ারের সামনে স্কাই শব্দটি যোগ করা হয়েছিল। সেখান থেকেই সংস্থার নাম রাখা হয় স্কাইপার। পরে আরও ছোট হয়ে ব্র্যান্ডের নাম হয়ে যায় স্কাইপে।

০৯ ১০
ভোডাফোন এবং ডিউরেক্স: ভয়েস (Vo), ডেটা (da)আর টেলিফোন (fone)। এই তিন মিলে নাম হয় ভোডাফোন (Vodafone)। ঠিক একইভাবে ডিউরাবেল, রিলায়াবল এবং এক্সিল্যান্স এই তিন মিলে নাম হয় ডিউরেক্স।

ভোডাফোন এবং ডিউরেক্স: ভয়েস (Vo), ডেটা (da)আর টেলিফোন (fone)। এই তিন মিলে নাম হয় ভোডাফোন (Vodafone)। ঠিক একইভাবে ডিউরাবেল, রিলায়াবল এবং এক্সিল্যান্স এই তিন মিলে নাম হয় ডিউরেক্স।

১০ ১০
ফ্যান্টা: জার্মান কোকাকোলা টিমের কর্তা সংস্থার কর্মীদেরই ব্র্যান্ডের নামকরণের দায়িত্ব দিয়ে দেন। এর জন্য নিজেদের কল্পনাশক্তিকে কাজে লাগাতে বলেন। ব্যস! নাম হয়ে যায় ফ্যান্টা। ফ্যান্টাসি থেকেই ফ্যান্টা শব্দের উদ্ভব।

ফ্যান্টা: জার্মান কোকাকোলা টিমের কর্তা সংস্থার কর্মীদেরই ব্র্যান্ডের নামকরণের দায়িত্ব দিয়ে দেন। এর জন্য নিজেদের কল্পনাশক্তিকে কাজে লাগাতে বলেন। ব্যস! নাম হয়ে যায় ফ্যান্টা। ফ্যান্টাসি থেকেই ফ্যান্টা শব্দের উদ্ভব।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE