Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Mercedes-Benz

১০ মিনিট চার্জে ১০০ কিলোমিটার চলবে এই গাড়ি!

এ বার দূষণমুক্ত ব্যাটারিচালিত গাড়ি বাজারে আনছে মার্সেডিজ বেঞ্জ, নাম ‘কনসেপ্ট ইকিউ’। আসুন জেনে নেওয়া যাক অত্যাধুনিক, বিলাসবহুল এই গাড়িটির খুঁটিনাটি।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০১৮ ১১:৪৫
Share: Save:
০১ ০৮
এ বার দূষণমুক্ত ব্যাটারিচালিত গাড়ি বাজারে আনছে মার্সেডিজ বেঞ্জ, নাম ‘কনসেপ্ট ইকিউ’। আসুন জেনে নেওয়া যাক অত্যাধুনিক, বিলাসবহুল এই গাড়িটির খুঁটিনাটি।

এ বার দূষণমুক্ত ব্যাটারিচালিত গাড়ি বাজারে আনছে মার্সেডিজ বেঞ্জ, নাম ‘কনসেপ্ট ইকিউ’। আসুন জেনে নেওয়া যাক অত্যাধুনিক, বিলাসবহুল এই গাড়িটির খুঁটিনাটি।

০২ ০৮
গ্রেটার নয়ডায় সদ্যসমাপ্ত অটো এক্সপো ২০১৮-এ দেখানো হয়েছে মার্সেডিজ বেঞ্জের ‘কনসেপ্ট ইকিউ’ গাড়িটি। প্যারিস মোটর শো ২০১৭-এ প্রথম দেখানো হয় ‘কনসেপ্ট ইকিউ’।

গ্রেটার নয়ডায় সদ্যসমাপ্ত অটো এক্সপো ২০১৮-এ দেখানো হয়েছে মার্সেডিজ বেঞ্জের ‘কনসেপ্ট ইকিউ’ গাড়িটি। প্যারিস মোটর শো ২০১৭-এ প্রথম দেখানো হয় ‘কনসেপ্ট ইকিউ’।

০৩ ০৮
ব্রাস্‌ড অ্যালুমিনিয়াম এবং উজ্জ্বল নীল রঙের মিশেল গাড়িটিকে অত্যন্ত আকর্ষণীয় করে তুলেছে। গায়ের নীল রঙের এলইডির ‘হাইলাইট ডিজাইন’ গাড়িটিকে অন্ধকারেও দৃশ্যমান করে তুলবে সহজেই।

ব্রাস্‌ড অ্যালুমিনিয়াম এবং উজ্জ্বল নীল রঙের মিশেল গাড়িটিকে অত্যন্ত আকর্ষণীয় করে তুলেছে। গায়ের নীল রঙের এলইডির ‘হাইলাইট ডিজাইন’ গাড়িটিকে অন্ধকারেও দৃশ্যমান করে তুলবে সহজেই।

০৪ ০৮
চার আসন বিশিষ্ট ‘কনসেপ্ট ইকিউ’র ইন্টিরিয়রেও রয়েছে নতুনত্বের ছোঁয়া। গাড়ির সিট অ্যাডজাস্টমেন্ট, তাপমাত্রা নিয়ন্ত্রণ, ডোর লক— সব কিছুই একটি ‘স্মার্ট টাচ’-এর মাধ্যমে নিয়ন্ত্রিত হয়।

চার আসন বিশিষ্ট ‘কনসেপ্ট ইকিউ’র ইন্টিরিয়রেও রয়েছে নতুনত্বের ছোঁয়া। গাড়ির সিট অ্যাডজাস্টমেন্ট, তাপমাত্রা নিয়ন্ত্রণ, ডোর লক— সব কিছুই একটি ‘স্মার্ট টাচ’-এর মাধ্যমে নিয়ন্ত্রিত হয়।

০৫ ০৮
চালকের আসনের সামনে রয়েছে একটি ২৪ ইঞ্চি ফ্ল্যাট টিএফটি ‘স্মার্ট টাচ’ নিয়ন্ত্রিত ডিসপ্লে। যেখানে গাড়ির গতি, ব্যাটারির চার্জের পরিমাণ, জিপিএস ন্যাভিগেশন, গুগল ম্যাপ— প্রয়োজনীয় সবকিছুই দেখা যাবে।

চালকের আসনের সামনে রয়েছে একটি ২৪ ইঞ্চি ফ্ল্যাট টিএফটি ‘স্মার্ট টাচ’ নিয়ন্ত্রিত ডিসপ্লে। যেখানে গাড়ির গতি, ব্যাটারির চার্জের পরিমাণ, জিপিএস ন্যাভিগেশন, গুগল ম্যাপ— প্রয়োজনীয় সবকিছুই দেখা যাবে।

০৬ ০৮
ফুল চার্জড ব্যাটারিতে এই গাড়ি প্রায় ৫০০ কিলোমিটার চলবে বলে দাবি সংস্থার। শুধু তাই নয়, সংস্থার পক্ষ থেকে দাবি করা হয়েছে, ব্যাটারিতে ১০ মিনিট চার্জ দিলে অন্তত ১০০ কিলোমিটার চলবে ‘কনসেপ্ট ইকিউ’।

ফুল চার্জড ব্যাটারিতে এই গাড়ি প্রায় ৫০০ কিলোমিটার চলবে বলে দাবি সংস্থার। শুধু তাই নয়, সংস্থার পক্ষ থেকে দাবি করা হয়েছে, ব্যাটারিতে ১০ মিনিট চার্জ দিলে অন্তত ১০০ কিলোমিটার চলবে ‘কনসেপ্ট ইকিউ’।

০৭ ০৮
সংস্থার দাবি, ব্যাটারি চালিত গাড়ির গতি বা এক্সিলারেশন সংক্রান্ত ধারণা বদলে দেবে এই গাড়িটি। ০ থেকে ১০০ কিলোমিটার প্রতি ঘণ্টার গতিতে পৌঁছতে ‘কনসেপ্ট ইকিউ’র সময় লাগে ৫ সেকেন্ডেরও কম।

সংস্থার দাবি, ব্যাটারি চালিত গাড়ির গতি বা এক্সিলারেশন সংক্রান্ত ধারণা বদলে দেবে এই গাড়িটি। ০ থেকে ১০০ কিলোমিটার প্রতি ঘণ্টার গতিতে পৌঁছতে ‘কনসেপ্ট ইকিউ’র সময় লাগে ৫ সেকেন্ডেরও কম।

০৮ ০৮
আগামী বছর বিশ্ববাজারে লঞ্চ করার কথা মার্সেডিজ বেঞ্জের ‘কনসেপ্ট ইকিউ’-এর।

আগামী বছর বিশ্ববাজারে লঞ্চ করার কথা মার্সেডিজ বেঞ্জের ‘কনসেপ্ট ইকিউ’-এর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE