Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Business news

১৯৯ টাকায় আনলিমিটেড পোস্টপেড অফার আনল জিও

প্রিপেডের পাশাপাশি এ বার পোস্টপেডেও আমূল পরিবর্তন হতে চলেছে ‘জিরো টাচ’-এর মাধ্যমে। সৌজন্যে রিলায়্যান্স জিও।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১২ মে ২০১৮ ১২:১৫
Share: Save:
০১ ০৬
জিও ফোনে এবার  হোয়াটসঅ্যাপ

জিও ফোনে এবার হোয়াটসঅ্যাপ

০২ ০৬
‘জিরো টাচ’ জিও-র নতুন পোস্টপেড প্ল্যান। যাতে মাত্র ১৯৯ টাকায় আপনি পেয়ে যাবেন দুর্দান্ত অফার।

‘জিরো টাচ’ জিও-র নতুন পোস্টপেড প্ল্যান। যাতে মাত্র ১৯৯ টাকায় আপনি পেয়ে যাবেন দুর্দান্ত অফার।

০৩ ০৬
কী কী সুযোগ থাকছে এই পোস্টপেড-এ? ভয়েস কল, ইন্টারনেট, এসএমএস এমনকী ইন্টারন্যাশনাল কলিং-এরও সুবিধা পাওয়া যাবে। দেশের ভিতরে আনলিমিটেড ভয়েস কলের সুবিধা পাবেন।

কী কী সুযোগ থাকছে এই পোস্টপেড-এ? ভয়েস কল, ইন্টারনেট, এসএমএস এমনকী ইন্টারন্যাশনাল কলিং-এরও সুবিধা পাওয়া যাবে। দেশের ভিতরে আনলিমিটেড ভয়েস কলের সুবিধা পাবেন।

০৪ ০৬
ইন্টারন্যাশনাল কলিং-এর জন্য প্রতি মিনিটে ৫০ পয়সা এবং ভয়েস-ডেটা-এসএমএসের জন্য ইন্টারন্যাশনাল রোমিং চার্জ ২ টাকা। অর্থাৎ ভয়েস কলের জন্য ২টাকা/মিনিট, ডেটার জন্য ২টাকা/এমবি এবং প্রতি এসএমএস ২টাকা চার্জ নেবে।

ইন্টারন্যাশনাল কলিং-এর জন্য প্রতি মিনিটে ৫০ পয়সা এবং ভয়েস-ডেটা-এসএমএসের জন্য ইন্টারন্যাশনাল রোমিং চার্জ ২ টাকা। অর্থাৎ ভয়েস কলের জন্য ২টাকা/মিনিট, ডেটার জন্য ২টাকা/এমবি এবং প্রতি এসএমএস ২টাকা চার্জ নেবে।

০৫ ০৬
এ ছাড়াও আরও বেশ কিছু সুবিধা থাকছে। সবচেয়ে বড় বিষয় অকারণে অত্যধিক বিল গুনতে হবে না গ্রাহককে। এ বিষয়ে কড়া নজর থাকবে, প্রতিশ্রুতি জিও-র।

এ ছাড়াও আরও বেশ কিছু সুবিধা থাকছে। সবচেয়ে বড় বিষয় অকারণে অত্যধিক বিল গুনতে হবে না গ্রাহককে। এ বিষয়ে কড়া নজর থাকবে, প্রতিশ্রুতি জিও-র।

০৬ ০৬
১৫ মে থেকে গ্রাহকেরা জিরো টাচ পোস্টপেডের সুবিধা নিতে পারবেন।

১৫ মে থেকে গ্রাহকেরা জিরো টাচ পোস্টপেডের সুবিধা নিতে পারবেন।

Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE