Advertisement
১৮ এপ্রিল ২০২৪
Hyundai

২০ বছর পর ন’টি নতুন মডেল নিয়ে ফিরল স্যান্ট্রো, দেখে নিন দাম ও ফিচার

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০১৮ ১২:৫৮
Share: Save:
০১ ১০
দাম সাধ্যের মধ্যে। আবার আকারেও বেশি বড় নয়। ১৯৯৮ সালে এভাবেই ভারতে আত্মপ্রকাশ ঘটে হুন্ডাই স্যান্ট্রোর। এ বছর তাদের ২০ বছর পূর্তি। সেই উপলক্ষে ৯টি ভ্যারিয়েন্ট নিয়ে এল হুন্ডাই। দাম ৩.৮৯ লক্ষ থেকে ৫.৬৫ লক্ষ পর্যন্ত। ৭টি রঙের মধ্যে বেছে নিতে পারবেন ক্রেতারা। রয়েছে পেট্রল এবং সিএনজি—দু’-রকম জ্বালানির সুবিধাও।

দাম সাধ্যের মধ্যে। আবার আকারেও বেশি বড় নয়। ১৯৯৮ সালে এভাবেই ভারতে আত্মপ্রকাশ ঘটে হুন্ডাই স্যান্ট্রোর। এ বছর তাদের ২০ বছর পূর্তি। সেই উপলক্ষে ৯টি ভ্যারিয়েন্ট নিয়ে এল হুন্ডাই। দাম ৩.৮৯ লক্ষ থেকে ৫.৬৫ লক্ষ পর্যন্ত। ৭টি রঙের মধ্যে বেছে নিতে পারবেন ক্রেতারা। রয়েছে পেট্রল এবং সিএনজি—দু’-রকম জ্বালানির সুবিধাও।

০২ ১০
স্যান্ট্রো ডি-লাইট
স্যান্ট্রো ডি-লাইট মডেলটির দাম ৩ লক্ষ ৮৯ হাজার ৯০০ টাকা। এটি পেট্রল চালিত গাড়ি। লিটার প্রতি মাইলেজ পাবেন ২০.৩ কিলোমিটার। চালক-সহ মোট ৫ জন বসতে পারবেন গাড়িতে। ইঞ্জিনের ক্ষমতা ১০৮৬ সিসি।

স্যান্ট্রো ডি-লাইট স্যান্ট্রো ডি-লাইট মডেলটির দাম ৩ লক্ষ ৮৯ হাজার ৯০০ টাকা। এটি পেট্রল চালিত গাড়ি। লিটার প্রতি মাইলেজ পাবেন ২০.৩ কিলোমিটার। চালক-সহ মোট ৫ জন বসতে পারবেন গাড়িতে। ইঞ্জিনের ক্ষমতা ১০৮৬ সিসি।

০৩ ১০
স্যান্ট্রো এরা
স্যান্ট্রো এরার দাম ৪ লক্ষ ২৫ হাজার টাকা। পেট্রল চালিত গাড়ি এটি। লিটার প্রতি ২০.৩ কিলোমিটার মাইেলেজ মিলবে। মোট ৫টি গিয়ার রয়েছে। চালক-সহ ৫ জন বসতে পারবেন। ইঞ্জিনের ক্ষমতা ডি-লাইটের মতোই ১০৮৬ সিসি।

স্যান্ট্রো এরা স্যান্ট্রো এরার দাম ৪ লক্ষ ২৫ হাজার টাকা। পেট্রল চালিত গাড়ি এটি। লিটার প্রতি ২০.৩ কিলোমিটার মাইেলেজ মিলবে। মোট ৫টি গিয়ার রয়েছে। চালক-সহ ৫ জন বসতে পারবেন। ইঞ্জিনের ক্ষমতা ডি-লাইটের মতোই ১০৮৬ সিসি।

০৪ ১০
স্যান্ট্রো ম্যাগনা
স্যান্ট্রো ম্যাগনার দাম ৪ লক্ষ ৫৮ লক্ষ টাকা। পেট্রল চালিত। চালক সহ মোট ৫ জন বসতে পারবেন। ইঞ্জিনের ক্ষমতা ১০৮৬ সিসি। মাইলেজ মিলবে লিটার প্রতি ২০.৩ কিলোমিটার। গিয়ার রয়েছে ৫টি। শুধুমাত্র চালকের জন্য একটি এয়ারব্যাগ রয়েছে।

স্যান্ট্রো ম্যাগনা স্যান্ট্রো ম্যাগনার দাম ৪ লক্ষ ৫৮ লক্ষ টাকা। পেট্রল চালিত। চালক সহ মোট ৫ জন বসতে পারবেন। ইঞ্জিনের ক্ষমতা ১০৮৬ সিসি। মাইলেজ মিলবে লিটার প্রতি ২০.৩ কিলোমিটার। গিয়ার রয়েছে ৫টি। শুধুমাত্র চালকের জন্য একটি এয়ারব্যাগ রয়েছে।

০৫ ১০
স্যান্ট্রো ম্যাগনা এএমটি
স্যান্ট্রো ম্যাগনা এএমটির দাম ৫ লক্ষ ১৯ হাজার টাকা। পেট্রল চালিত গাড়ি এটি। লিটার প্রতি মাইলেজ পাবেন ২০.৩ কিলোমিটার। ইঞ্জিনের ক্ষমতা ১০৮৬ সিসি। চালক-সহ মোট ৫ জন বসতে পারেবন। অটোম্যাটিক ট্রান্সমিশন প্রযুক্তি রয়েছে।

স্যান্ট্রো ম্যাগনা এএমটি স্যান্ট্রো ম্যাগনা এএমটির দাম ৫ লক্ষ ১৯ হাজার টাকা। পেট্রল চালিত গাড়ি এটি। লিটার প্রতি মাইলেজ পাবেন ২০.৩ কিলোমিটার। ইঞ্জিনের ক্ষমতা ১০৮৬ সিসি। চালক-সহ মোট ৫ জন বসতে পারেবন। অটোম্যাটিক ট্রান্সমিশন প্রযুক্তি রয়েছে।

০৬ ১০
স্যান্ট্রো ম্যাগনা সিএনজি
স্যান্ট্রো ম্যাগনা সিএনজির দাম ৫ লক্ষ ২৪ হাজার টাকা। এটি সিএনজি চালিত গাড়ি। ইঞ্জিনের ক্ষমতা ১০৮৬ সিসি। শুধুমাত্র চালকের জন্য একটি এয়ারব্যাগ রয়েছে। রয়েছে অ্যান্টি লক ব্রেকিং প্রযুক্তি। চালক সহ মোট ৫ জন বসতে পারবেন।

স্যান্ট্রো ম্যাগনা সিএনজি স্যান্ট্রো ম্যাগনা সিএনজির দাম ৫ লক্ষ ২৪ হাজার টাকা। এটি সিএনজি চালিত গাড়ি। ইঞ্জিনের ক্ষমতা ১০৮৬ সিসি। শুধুমাত্র চালকের জন্য একটি এয়ারব্যাগ রয়েছে। রয়েছে অ্যান্টি লক ব্রেকিং প্রযুক্তি। চালক সহ মোট ৫ জন বসতে পারবেন।

০৭ ১০
স্যান্ট্রো স্পোর্টস
স্যান্ট্রো স্পোর্টসের দাম ৪ লক্ষ ৯৯ হাজার টাকা। পেট্রল চালিত গাড়ি এটি। লিটার প্রতি মাইলেজ মিলবে ২০.৩ কিলোমিটার। ইঞ্জিনের ক্ষমতা ১০৮৬ সিসি। মোট ৪টি সিলিন্ডার রয়েছে।

স্যান্ট্রো স্পোর্টস স্যান্ট্রো স্পোর্টসের দাম ৪ লক্ষ ৯৯ হাজার টাকা। পেট্রল চালিত গাড়ি এটি। লিটার প্রতি মাইলেজ মিলবে ২০.৩ কিলোমিটার। ইঞ্জিনের ক্ষমতা ১০৮৬ সিসি। মোট ৪টি সিলিন্ডার রয়েছে।

০৮ ১০
স্যান্ট্রো স্পোর্টস এএমটি
স্যান্ট্রো স্পোর্টস এএমটির দাম ৫ লক্ষ ৪৭ হাজার টাকা। ৫ টি গিয়ার রয়েছে। ট্রান্সমিশন অটোম্যাটিক। পেট্রল চালিত গাড়ি এটি। লিটার প্রতি মাইলেজ পাওয়া যাবে ২০.৩ কিলোমিটার। চালক সহ ৫ জন বসতে পারবেন। এয়ারব্যাগ রয়েছে শুধুমাত্র চালকের জন্যই।

স্যান্ট্রো স্পোর্টস এএমটি স্যান্ট্রো স্পোর্টস এএমটির দাম ৫ লক্ষ ৪৭ হাজার টাকা। ৫ টি গিয়ার রয়েছে। ট্রান্সমিশন অটোম্যাটিক। পেট্রল চালিত গাড়ি এটি। লিটার প্রতি মাইলেজ পাওয়া যাবে ২০.৩ কিলোমিটার। চালক সহ ৫ জন বসতে পারবেন। এয়ারব্যাগ রয়েছে শুধুমাত্র চালকের জন্যই।

০৯ ১০
স্যান্ট্রো স্পোর্টস সিএনজি
স্যান্ট্রো স্পোর্টস সিএনজির দাম ৫ লক্ষ ৬৫ হাজার টাকা। সিএনজি চালিত গাড়ি এটি। তবে পেট্রলও ব্যবহার করা যাবে। ইঞ্জিনের ক্ষমতা ১০৮৬ সিসি। মোট ৫টি গিয়ার রয়েছে। বসতে পারবেন ৫ জন।

স্যান্ট্রো স্পোর্টস সিএনজি স্যান্ট্রো স্পোর্টস সিএনজির দাম ৫ লক্ষ ৬৫ হাজার টাকা। সিএনজি চালিত গাড়ি এটি। তবে পেট্রলও ব্যবহার করা যাবে। ইঞ্জিনের ক্ষমতা ১০৮৬ সিসি। মোট ৫টি গিয়ার রয়েছে। বসতে পারবেন ৫ জন।

১০ ১০
স্যান্ট্রো অ্যাস্টা
স্যান্ট্রো অ্যাস্টার দাম ৫ লক্ষ ৪৬ হাজার টাকা। ইঞ্জিনের ক্ষমতা ১০৮৬ সিসি। পেট্রল চালিত গাড়ি এটি। লিটার প্রতি মাইলেজ পাবেন ১০৮৬ সিসি। মোট ৫ জন বসতে পারবেন। তবে চালক এবং সহ চালকের জন্য দু’টি এয়ারব্যাগ রয়েছে।

স্যান্ট্রো অ্যাস্টা স্যান্ট্রো অ্যাস্টার দাম ৫ লক্ষ ৪৬ হাজার টাকা। ইঞ্জিনের ক্ষমতা ১০৮৬ সিসি। পেট্রল চালিত গাড়ি এটি। লিটার প্রতি মাইলেজ পাবেন ১০৮৬ সিসি। মোট ৫ জন বসতে পারবেন। তবে চালক এবং সহ চালকের জন্য দু’টি এয়ারব্যাগ রয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE