Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Bengali news

জিও বনাম এয়ারটেল বনাম ভোডাফোন, ৫০০ টাকার নীচে পোস্ট পেডে কে কী সুবিধা দিচ্ছে দেখে নিন

জিও থেকে ভোডাফোন, এয়ারটেল থেকে আইডিয়া— বাজার ধরে রাখতে বিভিন্ন অফার দিচ্ছে সার্ভিস প্রোভাইডাররা। এই মুহূর্তে ৫০০ টাকার মধ্যে পোস্ট পেড প্ল্যানে কে কেমন অফার দিচ্ছে? দেখে নেওয়া যাক।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০১৮ ০৯:৪৭
Share: Save:
০১ ০৮
জিও থেকে ভোডাফোন, এয়ারটেল থেকে আইডিয়া— বাজার ধরে রাখতে বিভিন্ন অফার দিচ্ছে সার্ভিস প্রোভাইডাররা। এই মুহূর্তে ৫০০ টাকার মধ্যে পোস্ট পেড প্ল্যানে কে কেমন অফার দিচ্ছে? দেখে নেওয়া যাক।

জিও থেকে ভোডাফোন, এয়ারটেল থেকে আইডিয়া— বাজার ধরে রাখতে বিভিন্ন অফার দিচ্ছে সার্ভিস প্রোভাইডাররা। এই মুহূর্তে ৫০০ টাকার মধ্যে পোস্ট পেড প্ল্যানে কে কেমন অফার দিচ্ছে? দেখে নেওয়া যাক।

০২ ০৮
এয়ারটেল: মাসিক ৩৯৯ টাকার পোস্ট পেড প্ল্যানে এই সংস্থা দিচ্ছে চল্লিশ জিবি থ্রি জি বা ফোর জি ডেটা। সঙ্গে আনলিমিটেড ফোন করার সুযোগ। ডেটা এক মাসে শেষ না হলে তা পরের মাসে যুক্ত হয়ে যাবে।

এয়ারটেল: মাসিক ৩৯৯ টাকার পোস্ট পেড প্ল্যানে এই সংস্থা দিচ্ছে চল্লিশ জিবি থ্রি জি বা ফোর জি ডেটা। সঙ্গে আনলিমিটেড ফোন করার সুযোগ। ডেটা এক মাসে শেষ না হলে তা পরের মাসে যুক্ত হয়ে যাবে।

০৩ ০৮
এয়ারটেল: মাসিক ৪৯৯ টাকা প্ল্যানে আনলিমিটেড ফোনের সুবিধা তো থাকছেই, সঙ্গে ডেটা ৭৫ জিবি। এর সঙ্গে বাড়তি সুবিধা তো রয়েইছে।

এয়ারটেল: মাসিক ৪৯৯ টাকা প্ল্যানে আনলিমিটেড ফোনের সুবিধা তো থাকছেই, সঙ্গে ডেটা ৭৫ জিবি। এর সঙ্গে বাড়তি সুবিধা তো রয়েইছে।

০৪ ০৮
ভোডাফোন: পিছিয়ে নেই এরাও। ৩৯৯ টাকার এখানেও এয়ারটেলের মতো সুবিধা। ৪০ জিবি ডেটার সঙ্গে থাকছে ২০০ জিবি পর্যন্ত ক্যারি ফরোয়ার্ডের সুযোগও। আছে অ্যামাজন প্রাইম-সহ বেশ কিছুতে সাবক্রিবশন পাওয়ার সুবিধাও।

ভোডাফোন: পিছিয়ে নেই এরাও। ৩৯৯ টাকার এখানেও এয়ারটেলের মতো সুবিধা। ৪০ জিবি ডেটার সঙ্গে থাকছে ২০০ জিবি পর্যন্ত ক্যারি ফরোয়ার্ডের সুযোগও। আছে অ্যামাজন প্রাইম-সহ বেশ কিছুতে সাবক্রিবশন পাওয়ার সুবিধাও।

০৫ ০৮
ভোডাফোন: মাসিক ৪৯৯ টাকা প্ল্যানে এখানেও ডেটা ৭৫ জিবি। সঙ্গে আনলিমিটেড ফোনের সুবিধা। গ্রাহকরা এখানেও ভোডাফোন প্লে বা অ্যামাজন প্রাইমে এক বছরের জন্য ফ্রি সাবক্রিবশন করতে পারবেন।

ভোডাফোন: মাসিক ৪৯৯ টাকা প্ল্যানে এখানেও ডেটা ৭৫ জিবি। সঙ্গে আনলিমিটেড ফোনের সুবিধা। গ্রাহকরা এখানেও ভোডাফোন প্লে বা অ্যামাজন প্রাইমে এক বছরের জন্য ফ্রি সাবক্রিবশন করতে পারবেন।

০৬ ০৮
রিলায়্যান্স জিও: প্রতিযোগিতার বাজারে চমকের আর এক নাম জিও। ১৯৯ টাকার প্ল্যানে ২৫ জিবি ডেটা মিলবে। সঙ্গে আনলিমিটেড ফোন। ডেটা শেষ হলে প্রতি জিবি কুড়ি টাকায় পাওয়া যাবে।

রিলায়্যান্স জিও: প্রতিযোগিতার বাজারে চমকের আর এক নাম জিও। ১৯৯ টাকার প্ল্যানে ২৫ জিবি ডেটা মিলবে। সঙ্গে আনলিমিটেড ফোন। ডেটা শেষ হলে প্রতি জিবি কুড়ি টাকায় পাওয়া যাবে।

০৭ ০৮
আইডিয়া: ৩৯৯ টাকার মাসিক খরচে ফোনের সুবিধা তো পাবেনই। সঙ্গে রয়েছে চল্লিশ জিবি ডেটা। ১০০টি লোকাল ও রোমিং এসএমএস-এর সুবিধা।

আইডিয়া: ৩৯৯ টাকার মাসিক খরচে ফোনের সুবিধা তো পাবেনই। সঙ্গে রয়েছে চল্লিশ জিবি ডেটা। ১০০টি লোকাল ও রোমিং এসএমএস-এর সুবিধা।

০৮ ০৮
আইডিয়া: ৩৯৯ টাকায় যে সুবিধাগুলি পাবেন সবই পাবেন ৪৯৯ টাকায়, সঙ্গে বাড়তি নেট ৭৫জিবি।

আইডিয়া: ৩৯৯ টাকায় যে সুবিধাগুলি পাবেন সবই পাবেন ৪৯৯ টাকায়, সঙ্গে বাড়তি নেট ৭৫জিবি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE