Advertisement
২০ এপ্রিল ২০২৪
Technology

এক নজরে জিও ফোনের সুবিধা-অসুবিধা

গ্রাহকরা রিলায়্যান্স জিও’র নতুন ফিচার ফোনটি প্রি-বুক করতে পারবেন ২৪ অগস্ট থেকে। জেনে নেওয়া যাক এই ফোনের কিছু সুবিধা-অসুবিধা।

শেষ আপডেট: ২৬ জুলাই ২০১৭ ১৩:২৫
Share: Save:
০১ ০৬
জিও’র নতুন ফিচার ফোনটিতে ফোর-জির সমস্ত সুযোগ সুবিধা মিললেও এটি একটি সিঙ্গল সিম ফোন।

জিও’র নতুন ফিচার ফোনটিতে ফোর-জির সমস্ত সুযোগ সুবিধা মিললেও এটি একটি সিঙ্গল সিম ফোন।

০২ ০৬
একটি নতুন জিও নম্বরের সঙ্গেই মিলবে এই জিও ফোন। তবে আপনার কাছে আগে থেকেই জিও সিম থাকলে সেটি এই ফোনেও ব্যবহার করা যাবে।

একটি নতুন জিও নম্বরের সঙ্গেই মিলবে এই জিও ফোন। তবে আপনার কাছে আগে থেকেই জিও সিম থাকলে সেটি এই ফোনেও ব্যবহার করা যাবে।

০৩ ০৬
শুধুমাত্র জিও সিমই ব্যবহার করা যাবে এই ফোনে। অন্য কোনও টেলিকম সংস্থার সিম এই ফোনে ব্যবহার করা যাবে না।

শুধুমাত্র জিও সিমই ব্যবহার করা যাবে এই ফোনে। অন্য কোনও টেলিকম সংস্থার সিম এই ফোনে ব্যবহার করা যাবে না।

০৪ ০৬
নতুন জিও ফোনে শুধুমাত্র ফোর-জি নেটওয়ার্কই কাজ করবে। টু-জি বা থ্রি-জি ব্যান্ডউইথ এই ফোনে কাজ করবে না।

নতুন জিও ফোনে শুধুমাত্র ফোর-জি নেটওয়ার্কই কাজ করবে। টু-জি বা থ্রি-জি ব্যান্ডউইথ এই ফোনে কাজ করবে না।

০৫ ০৬
হোয়াটসঅ্যাপের পরিবর্তে থাকছে জিও চ্যাট। তবে, ইউটিউব, ফেসবুকের মতো জনপ্রিয় অ্যাপগুলিও থাকবে বলে জানা গিয়েছে।

হোয়াটসঅ্যাপের পরিবর্তে থাকছে জিও চ্যাট। তবে, ইউটিউব, ফেসবুকের মতো জনপ্রিয় অ্যাপগুলিও থাকবে বলে জানা গিয়েছে।

০৬ ০৬
রিলায়্যান্স জিও ফোনের অন্যতম আকর্ষণীয় ফিচার জিও টিভি। তবে এই বিশেষ পরিষেবা পেতে ৩০৯ টাকার রিচার্জ করতে হবে। এই ২৮ দিনের এই রিচার্জে মিলবে ১ জিবি ডেটা প্রতি দিন।

রিলায়্যান্স জিও ফোনের অন্যতম আকর্ষণীয় ফিচার জিও টিভি। তবে এই বিশেষ পরিষেবা পেতে ৩০৯ টাকার রিচার্জ করতে হবে। এই ২৮ দিনের এই রিচার্জে মিলবে ১ জিবি ডেটা প্রতি দিন।

Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE