Advertisement
২৩ এপ্রিল ২০২৪
Reliance Jio

ডাউনলোডের গতিতে দেশের এক নম্বরে জিও, আপলোডে আইডিয়া

ফোর জি নেটওয়ার্কে একের পর এক অফারে শুরু থেকেই প্রতিদ্বন্দ্বীদের পিছনে ফেলেছিল জিও। এ বার ফোর জি’র গতিতে দেশের বাকি টেলিকম সংস্থাগুলিকে অনেকটাই পেছনে ফেলে দিল এই সংস্থা। আসুন জেনে নেওয়া যাক এই সংক্রান্ত খুঁটিনাটি।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ৩০ মার্চ ২০১৮ ১৩:২৯
Share: Save:
০১ ০৬
ফোর জি’র গতিতে এ বার দেশের বাকি টেলিকম সংস্থাগুলিকে অনেকটাই পেছনে ফেলে দিল রিলায়েন্স জিও। আসুন জেনে নেওয়া যাক এই সংক্রান্ত খুঁটিনাটি।

ফোর জি’র গতিতে এ বার দেশের বাকি টেলিকম সংস্থাগুলিকে অনেকটাই পেছনে ফেলে দিল রিলায়েন্স জিও। আসুন জেনে নেওয়া যাক এই সংক্রান্ত খুঁটিনাটি।

০২ ০৬
ট্রাইয়ের সদ্য প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, জানুয়ারি মাসে জিও-র গড় ডাউনলোড স্পিড ছিল ২১.৩ মেগাবাইট প্রতি সেকেন্ডে বা ২১.৩ এমবিপিএস। যা ভোডাফোন, ভারতী এয়ারটেল বা আইডিয়ার তুলনায় অনেকটাই বেশি।

ট্রাইয়ের সদ্য প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, জানুয়ারি মাসে জিও-র গড় ডাউনলোড স্পিড ছিল ২১.৩ মেগাবাইট প্রতি সেকেন্ডে বা ২১.৩ এমবিপিএস। যা ভোডাফোন, ভারতী এয়ারটেল বা আইডিয়ার তুলনায় অনেকটাই বেশি।

০৩ ০৬
ট্রাইয়ের মাই-স্পিড পোর্টাল-এর রিপোর্ট অনুযায়ী, জানুয়ারি মাসে ভারতী এয়ারটেলের গড় ডাউনলোড স্পিড ছিল ৮.৮ এমবিপিএস।

ট্রাইয়ের মাই-স্পিড পোর্টাল-এর রিপোর্ট অনুযায়ী, জানুয়ারি মাসে ভারতী এয়ারটেলের গড় ডাউনলোড স্পিড ছিল ৮.৮ এমবিপিএস।

০৪ ০৬
ট্রাইয়ের এই মাই-স্পিড পোর্টাল-এর রিপোর্ট অনুযায়ী, জানুয়ারি মাসে ভোডাফোন ও আইডিয়ার ডাউনলোড স্পিড যথাক্রমে ৭.২ ও ৬.৮ এমবিপিএস।

ট্রাইয়ের এই মাই-স্পিড পোর্টাল-এর রিপোর্ট অনুযায়ী, জানুয়ারি মাসে ভোডাফোন ও আইডিয়ার ডাউনলোড স্পিড যথাক্রমে ৭.২ ও ৬.৮ এমবিপিএস।

০৫ ০৬
ফোর জি’র আপলোডিং স্পিডে জিও, এয়ারটেল ও ভোডাফোনকে ছাপিয়ে এক নম্বরে জায়গা করে নিয়েছে আইডিয়া সেলুলার।

ফোর জি’র আপলোডিং স্পিডে জিও, এয়ারটেল ও ভোডাফোনকে ছাপিয়ে এক নম্বরে জায়গা করে নিয়েছে আইডিয়া সেলুলার।

০৬ ০৬
মাই-স্পিড পোর্টাল-এর রিপোর্ট অনুযায়ী, আইডিয়া সেলুলারে গড় আপলোড স্পিড ছিল ৬.৯ এমবিপিএস। ভোডাফোনের আপলোড স্পিড ৫.৫ জিওর ৪.৫ এবং এয়ারটেলের ৩.৯ এমবিপিএস।

মাই-স্পিড পোর্টাল-এর রিপোর্ট অনুযায়ী, আইডিয়া সেলুলারে গড় আপলোড স্পিড ছিল ৬.৯ এমবিপিএস। ভোডাফোনের আপলোড স্পিড ৫.৫ জিওর ৪.৫ এবং এয়ারটেলের ৩.৯ এমবিপিএস।

Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE