Advertisement
২৪ এপ্রিল ২০২৪
Car

এ বছরই বাজারে আসতে চলেছে নতুন গাড়িগুলো

দিন দিনই বাড়ছে আধুনিক গাড়ির চাহিদা। আধুনিক গাড়ির প্রতি বাড়ছে আমজনতার আগ্রহ। গাড়ি প্রেমীদের সেই আগ্রহ আরও বাড়িয়ে দেওয়ার মতো খবর শুনিয়েছে গাড়ি প্রস্তুতকারক সংস্থাগুলি। খবর, আগামী ছয় মাসে বেশ কিছু আধুনিক গাড়ি আসতে চলেছে ভারতের বাজারে।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১২ জুলাই ২০১৮ ১৫:৩৮
Share: Save:
০১ ০৯
দিন দিনই বাড়ছে আধুনিক গাড়ির চাহিদা। আধুনিক গাড়ির প্রতি বাড়ছে আমজনতার আগ্রহ। গাড়ি প্রেমীদের সেই আগ্রহ আরও বাড়িয়ে দেওয়ার মতো খবর শুনিয়েছে গাড়ি প্রস্তুতকারক সংস্থাগুলি। খবর, আগামী ছয় মাসে বেশ কিছু আধুনিক গাড়ি আসতে চলেছে ভারতের বাজারে।

দিন দিনই বাড়ছে আধুনিক গাড়ির চাহিদা। আধুনিক গাড়ির প্রতি বাড়ছে আমজনতার আগ্রহ। গাড়ি প্রেমীদের সেই আগ্রহ আরও বাড়িয়ে দেওয়ার মতো খবর শুনিয়েছে গাড়ি প্রস্তুতকারক সংস্থাগুলি। খবর, আগামী ছয় মাসে বেশ কিছু আধুনিক গাড়ি আসতে চলেছে ভারতের বাজারে।

০২ ০৯
মারুতি সুজুকি ওয়াগন আর: ‘মারুতি সুজুকি ওয়াগনর আর’-কে উন্নত ভাবে বাজারে আনছে সংস্থা। আগের থেকে এই গাড়িতে থাকছে আরও উন্নত ফিচার। সংস্থার খবর, এ বছরের পুজোর পর বাজারে আসতে পারে এই নতুন গাড়ি।

মারুতি সুজুকি ওয়াগন আর: ‘মারুতি সুজুকি ওয়াগনর আর’-কে উন্নত ভাবে বাজারে আনছে সংস্থা। আগের থেকে এই গাড়িতে থাকছে আরও উন্নত ফিচার। সংস্থার খবর, এ বছরের পুজোর পর বাজারে আসতে পারে এই নতুন গাড়ি।

০৩ ০৯
হুন্ডাই স্যান্ট্রো: প্রথম যখন বাজারে এসেছিল, তখনই বিপুল জনপ্রিয়তা অর্জন করেছিল। সেই স্যান্ট্রোকে আরও আধুনিক ভাবে বাজারে আনছে সংস্থা। সব কিছু ঠিক থাকলে আগামী মাসে ভারতের বাজারে আসতে পারে।

হুন্ডাই স্যান্ট্রো: প্রথম যখন বাজারে এসেছিল, তখনই বিপুল জনপ্রিয়তা অর্জন করেছিল। সেই স্যান্ট্রোকে আরও আধুনিক ভাবে বাজারে আনছে সংস্থা। সব কিছু ঠিক থাকলে আগামী মাসে ভারতের বাজারে আসতে পারে।

০৪ ০৯
টাটা টিয়াগো জেটিপি: টাটার এই মডেল বাজার কাঁপাবে, আশা সংস্থার। সংস্থার দাবি, অন্যান্য গাড়ির থেকে এর ইঞ্জিন বেশি শক্তিশালী।

টাটা টিয়াগো জেটিপি: টাটার এই মডেল বাজার কাঁপাবে, আশা সংস্থার। সংস্থার দাবি, অন্যান্য গাড়ির থেকে এর ইঞ্জিন বেশি শক্তিশালী।

০৫ ০৯
টাটা টিয়াগো ইভি: টিয়াগোর আরও একটি মডেল খুব তাড়াতাড়ি বাজারে আসতে চলেছে। নতুন মডেলের এই গাড়ির দাম ছ’লাখের কাছাকাছি।

টাটা টিয়াগো ইভি: টিয়াগোর আরও একটি মডেল খুব তাড়াতাড়ি বাজারে আসতে চলেছে। নতুন মডেলের এই গাড়ির দাম ছ’লাখের কাছাকাছি।

০৬ ০৯
মারুতি কিয়াজ: আগামী মাসে বাজারে আসতে পারে মারুতির এই মডেল। নতুন মডেলের এই গাড়ির দাম সাত লাখের বেশি।

মারুতি কিয়াজ: আগামী মাসে বাজারে আসতে পারে মারুতির এই মডেল। নতুন মডেলের এই গাড়ির দাম সাত লাখের বেশি।

০৭ ০৯
মারুতি আর্টিগা: দেওয়ালির সময় গাড়ি প্রেমীরা এই নতুন গাড়ির স্বাদ পেতে পারেন। আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে এই গাড়িটিতে। বর্তমানে ১.৪ লিটার ইঞ্জিনের বদলে থাকছে ১.৫ লিটার।

মারুতি আর্টিগা: দেওয়ালির সময় গাড়ি প্রেমীরা এই নতুন গাড়ির স্বাদ পেতে পারেন। আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে এই গাড়িটিতে। বর্তমানে ১.৪ লিটার ইঞ্জিনের বদলে থাকছে ১.৫ লিটার।

০৮ ০৯
হোন্ডা সিআর-ভি: এ বছরের ডিসেম্বরে এই নতুন মডেলের গাড়ি বাজারে আসার সম্ভাবনা রয়েছে। সাত সিটের এই গাড়িটিতে ডিজেল এবং পেট্রোল দু’ ধরনের ইঞ্জিনের পরিষেবা পাওয়া যাবে।

হোন্ডা সিআর-ভি: এ বছরের ডিসেম্বরে এই নতুন মডেলের গাড়ি বাজারে আসার সম্ভাবনা রয়েছে। সাত সিটের এই গাড়িটিতে ডিজেল এবং পেট্রোল দু’ ধরনের ইঞ্জিনের পরিষেবা পাওয়া যাবে।

০৯ ০৯
ফোর্ড অ্যাসপায়ার: সব কিছু ঠিক ঠাক চললে খুব শীঘ্রই এই গাড়ি বাজারে আসবে। ন্যূনতম ছ’লাখের কাছাকাছি এই মডেলের গাড়িতে কম করে পাঁচ জন বসতে পারবেন বলে দাবি সংস্থার।

ফোর্ড অ্যাসপায়ার: সব কিছু ঠিক ঠাক চললে খুব শীঘ্রই এই গাড়ি বাজারে আসবে। ন্যূনতম ছ’লাখের কাছাকাছি এই মডেলের গাড়িতে কম করে পাঁচ জন বসতে পারবেন বলে দাবি সংস্থার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE