Advertisement
২৩ এপ্রিল ২০২৪
Highest Paid Actors

এক নম্বরে ‘দ্য রক’, ফোর্বসের ধনীতম নায়কদের তালিকায় একমাত্র ভারতীয় অক্ষয়কুমার!

প্রতি বছরের মতো এ বারও ফোর্বস ম্যাগাজিন সবচেয়ে বেশি উপার্জনকারী ১০ অভিনেতার তালিকা প্রকাশ করেছে। অগস্টের মাঝামাঝি এই তালিকা প্রকাশ করেছে ফোর্বস। সেই তালিকায় এ বার বলিউডেরও এক জন রয়েছেন। দেখে নেওয়া যাক এই তালিকায় কোন কোন অভিনেতা আছেন।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২০ ১৪:৫৪
Share: Save:
০১ ১১
প্রতি বছরের মতো এ বারও ফোর্বস ম্যাগাজিন সবচেয়ে বেশি উপার্জনকারী ১০ অভিনেতার তালিকা প্রকাশ করেছে। অগস্টের মাঝামাঝি এই তালিকা প্রকাশ করেছে ফোর্বস। সেই তালিকায় এ বার বলিউডেরও এক জন রয়েছেন। দেখে নেওয়া যাক এই তালিকায় কোন কোন অভিনেতা আছেন।

প্রতি বছরের মতো এ বারও ফোর্বস ম্যাগাজিন সবচেয়ে বেশি উপার্জনকারী ১০ অভিনেতার তালিকা প্রকাশ করেছে। অগস্টের মাঝামাঝি এই তালিকা প্রকাশ করেছে ফোর্বস। সেই তালিকায় এ বার বলিউডেরও এক জন রয়েছেন। দেখে নেওয়া যাক এই তালিকায় কোন কোন অভিনেতা আছেন।

০২ ১১
জ্যাকি চ্যান: ফোর্বস-এর তালিকার দশম স্থানে রয়েছেন তিনি। তাঁর বাৎসরিক আয় ৪০ মিলিয়ন ডলার (২৯৯ কোটি টাকা)।

জ্যাকি চ্যান: ফোর্বস-এর তালিকার দশম স্থানে রয়েছেন তিনি। তাঁর বাৎসরিক আয় ৪০ মিলিয়ন ডলার (২৯৯ কোটি টাকা)।

০৩ ১১
অ্যাডাম স্যান্ডলার: মার্কিন অভিনেতা, কমেডিয়ান, স্ক্রিনরাইটার অ্যাডাম স্যান্ডলার রয়েছেন নবম স্থানে। তাঁর আয় ৪১ মিলিয়ন ডলার(৩০৬ কোটি টাকা)।

অ্যাডাম স্যান্ডলার: মার্কিন অভিনেতা, কমেডিয়ান, স্ক্রিনরাইটার অ্যাডাম স্যান্ডলার রয়েছেন নবম স্থানে। তাঁর আয় ৪১ মিলিয়ন ডলার(৩০৬ কোটি টাকা)।

০৪ ১১
উইল স্মিথ: আয়ের নিরিখে অষ্টম স্থানে রয়েছেন। তাঁর আয় ৪৪.৫ মিলিয়ন ডলার(৩৩২ কোটি টাকা)।

উইল স্মিথ: আয়ের নিরিখে অষ্টম স্থানে রয়েছেন। তাঁর আয় ৪৪.৫ মিলিয়ন ডলার(৩৩২ কোটি টাকা)।

০৫ ১১
ম্যানুয়েল মিরান্ডা: ‘ইন দ্য হাইটস’, ‘হ্যামিলটন’ খ্যাত এই মার্কিন সুরকার, নাট্যকার, অভিনেতা রয়েছেন সপ্তম স্থানে। তাঁর আয় ৪৫.৫ মিলিয়ন ডলার (৩৪০ কোটি টাকা)।

ম্যানুয়েল মিরান্ডা: ‘ইন দ্য হাইটস’, ‘হ্যামিলটন’ খ্যাত এই মার্কিন সুরকার, নাট্যকার, অভিনেতা রয়েছেন সপ্তম স্থানে। তাঁর আয় ৪৫.৫ মিলিয়ন ডলার (৩৪০ কোটি টাকা)।

০৬ ১১
অক্ষয় কুমার: ২০২০-তে অক্ষয় কুমারের উপার্জন ৪৮.৫ মিলিয়ন ডলার (৩৬২ কোটি টাকা)। ফোর্বসের তালিকায় তাঁর স্থান ষষ্ঠ। ২০১৯-এ চতুর্থ স্থানে ছিলেন তিনি।

অক্ষয় কুমার: ২০২০-তে অক্ষয় কুমারের উপার্জন ৪৮.৫ মিলিয়ন ডলার (৩৬২ কোটি টাকা)। ফোর্বসের তালিকায় তাঁর স্থান ষষ্ঠ। ২০১৯-এ চতুর্থ স্থানে ছিলেন তিনি।

০৭ ১১
ভিন ডিজেল: নেটফ্লিক্সে ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস স্পাই রেসার্স’ নামে সিরিজের প্রযোজনা করে উপার্জন করেছেন ৫৪ মিলিয়ন ডলার (৪০৩ কোটি টাকা)। তিনি রয়েছেন পঞ্চম স্থানে।

ভিন ডিজেল: নেটফ্লিক্সে ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস স্পাই রেসার্স’ নামে সিরিজের প্রযোজনা করে উপার্জন করেছেন ৫৪ মিলিয়ন ডলার (৪০৩ কোটি টাকা)। তিনি রয়েছেন পঞ্চম স্থানে।

০৮ ১১
বেন অ্যাফ্লেক: ৫৫ মিলিয়ন ডলার (৪১১ কোটি টাকা) উপার্জন করে চতুর্থ স্থানে রয়েছেন এই মার্কিন অভিনেতা, পরিচালক, প্রযোজক।

বেন অ্যাফ্লেক: ৫৫ মিলিয়ন ডলার (৪১১ কোটি টাকা) উপার্জন করে চতুর্থ স্থানে রয়েছেন এই মার্কিন অভিনেতা, পরিচালক, প্রযোজক।

০৯ ১১
মার্ক ওয়ালবার্গ: ৫৮ মিলিয়ন ডলার (৪৩৩ কোটি টাকা) আয়ের নিরিখে তৃতীয় স্থানে রয়েছেন এই মার্কিন অভিনেতা।

মার্ক ওয়ালবার্গ: ৫৮ মিলিয়ন ডলার (৪৩৩ কোটি টাকা) আয়ের নিরিখে তৃতীয় স্থানে রয়েছেন এই মার্কিন অভিনেতা।

১০ ১১
রায়ান রেনল্ডস: ‘রেড নোটিস’ ছবি থেকে তাঁর আয় হয়েছে ২০ মিলিয়ন ডলার। নেটফ্লিক্সের ছবি ‘সিক্স আন্ডারগ্রাউন্ড’ থেকেও ২০ মিলিয়ন ডলার আয় করায় তাঁর মোট আয় ৭১.৫ মিলিয়ন ডলার (৫৩৪ কোটি টাকা)।

রায়ান রেনল্ডস: ‘রেড নোটিস’ ছবি থেকে তাঁর আয় হয়েছে ২০ মিলিয়ন ডলার। নেটফ্লিক্সের ছবি ‘সিক্স আন্ডারগ্রাউন্ড’ থেকেও ২০ মিলিয়ন ডলার আয় করায় তাঁর মোট আয় ৭১.৫ মিলিয়ন ডলার (৫৩৪ কোটি টাকা)।

১১ ১১
ডোয়েন জনসন: ‘দ্য রক’ নামে খ্যাত ডোয়েনের এ বছরের আয় ৮৭.৫ মিলিয়ন ডলার(৬৫৪ কোটি টাকা)। ফোর্বসের তালিকায় শীর্ষ স্থানে রয়েছেন তিনি।

ডোয়েন জনসন: ‘দ্য রক’ নামে খ্যাত ডোয়েনের এ বছরের আয় ৮৭.৫ মিলিয়ন ডলার(৬৫৪ কোটি টাকা)। ফোর্বসের তালিকায় শীর্ষ স্থানে রয়েছেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE