Advertisement
২৩ এপ্রিল ২০২৪
Friendship Day 2017

ফ্রেন্ডশিপ ডে-তে এই ফিল্মগুলো মিস করবেন না...

রবিবার। তবে আজকের দিনটা অন্য পাঁচটা ছুটির দিনের থেকে কিছুটা আলাদা। আজ ফ্রেন্ডশিপ ডে। নিজের মতো প্ল্যান নিশ্চয়ই রয়েছে। তবে নেহাতই বাড়িতে বন্ধুত্বের সঙ্গে আড্ডা দিতে চাইলে আপনার জন্য রইল পাঁচটি ছবির অপশন। বলিউডে অন্য রকম বন্ধুত্বের গল্প বলেছে যে ছবিটি আজ তা দেখতে দেখতেই সেলিব্রেশন জমে যাক।

শেষ আপডেট: ০৬ অগস্ট ২০১৭ ১১:০৫
Share: Save:
০১ ০৫
রাহুল-অঞ্জলি। সিনে দুনিয়ায় বন্ধুত্বের সেরা জুটির মধ্যে একটি। ঝগড়া, মারপিট তো বন্ধুর সঙ্গেই হবে। তার পর অজান্তেই হয়ে যায় প্রেমও। ফ্রেন্ডশিপ ডে সেলিব্রেট করতে দেখতে পারেন ‘কুছ কুছ হোতা হ্যায়’।

রাহুল-অঞ্জলি। সিনে দুনিয়ায় বন্ধুত্বের সেরা জুটির মধ্যে একটি। ঝগড়া, মারপিট তো বন্ধুর সঙ্গেই হবে। তার পর অজান্তেই হয়ে যায় প্রেমও। ফ্রেন্ডশিপ ডে সেলিব্রেট করতে দেখতে পারেন ‘কুছ কুছ হোতা হ্যায়’।

০২ ০৫
র‌্যাঞ্চো, রাজু ও ফারহানের গল্প ‘থ্রি ইডিয়টস’। কলেজের বন্ধুত্বকে অনস্ক্রিন ঝালিয়ে নিতে পারেন এই ছবিটি দেখে।

র‌্যাঞ্চো, রাজু ও ফারহানের গল্প ‘থ্রি ইডিয়টস’। কলেজের বন্ধুত্বকে অনস্ক্রিন ঝালিয়ে নিতে পারেন এই ছবিটি দেখে।

০৩ ০৫
পরিচালক জোয়া আখতার এই ছবিতে বন্ধুত্বের আমেজে দেখিয়েছেন ইউরোপের মজা। ফারহান, হৃতিক ও অভয় খুব সহজ অভিনয় দিয়ে সত্যিটা বলতে পেরেছেন, জিন্দেগি না মিলেগি দোবারা’।

পরিচালক জোয়া আখতার এই ছবিতে বন্ধুত্বের আমেজে দেখিয়েছেন ইউরোপের মজা। ফারহান, হৃতিক ও অভয় খুব সহজ অভিনয় দিয়ে সত্যিটা বলতে পেরেছেন, জিন্দেগি না মিলেগি দোবারা’।

০৪ ০৫
তিন বন্ধু। আমির, অক্ষয় ও সইফের গল্পকে ফ্রেমবন্দি করেছিলেন পরিচালক ফারহান আখতার। রোড ট্রিপের গল্প ঝালিয়ে নিতে চাইলে দেখুন ‘দিল চাহতা হ্যায়’।

তিন বন্ধু। আমির, অক্ষয় ও সইফের গল্পকে ফ্রেমবন্দি করেছিলেন পরিচালক ফারহান আখতার। রোড ট্রিপের গল্প ঝালিয়ে নিতে চাইলে দেখুন ‘দিল চাহতা হ্যায়’।

Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE