Advertisement
১৮ এপ্রিল ২০২৪
Entertainment News

মিস্টার ইন্ডিয়া: সেই অভিনেতারা এখন কে কেমন দেখতে

তিরিশ বছর আগে মুক্তি পেয়েছিল শ্রীদেবী-অনিল কপূরের ‘মিস্টার ইন্ডিয়া’। বম্বে ফিল্মের সেই জেনারেশনের দরশকের কাছে এটা ছিল একদম নতুন ধরণের এক অভিজ্ঞতা। ‘মিস্টার ইন্ডিয়া’র মতো সাই-ফাই ফিল্মের জনপ্রিয়তা কিন্তু আজও একই রকম রয়েছে। বুধবার ছবির পরিচালক শেখর কপূরের জন্মদিনও বটে। গ্যালারির পাতায় ফিরে দেখা সেই ছবির অভিনেতারা এখন কেমন দেখতে হয়েছেন।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০১৭ ১৫:৩৫
Share: Save:
০১ ১৩
তিরিশ বছর আগে মুক্তি পেয়েছিল শ্রীদেবী-অনিল কপূরের ‘মিস্টার ইন্ডিয়া’। বম্বে ফিল্মের সেই জেনারেশনের দরশকের কাছে এটা ছিল একদম নতুন ধরণের এক অভিজ্ঞতা। ‘মিস্টার ইন্ডিয়া’র মতো সাই-ফাই ফিল্মের জনপ্রিয়তা কিন্তু আজও একই রকম রয়েছে। বুধবার ছবির পরিচালক শেখর কপূরের জন্মদিনও বটে। গ্যালারির পাতায় ফিরে দেখা সেই ছবির অভিনেতারা এখন কেমন দেখতে হয়েছেন।

তিরিশ বছর আগে মুক্তি পেয়েছিল শ্রীদেবী-অনিল কপূরের ‘মিস্টার ইন্ডিয়া’। বম্বে ফিল্মের সেই জেনারেশনের দরশকের কাছে এটা ছিল একদম নতুন ধরণের এক অভিজ্ঞতা। ‘মিস্টার ইন্ডিয়া’র মতো সাই-ফাই ফিল্মের জনপ্রিয়তা কিন্তু আজও একই রকম রয়েছে। বুধবার ছবির পরিচালক শেখর কপূরের জন্মদিনও বটে। গ্যালারির পাতায় ফিরে দেখা সেই ছবির অভিনেতারা এখন কেমন দেখতে হয়েছেন।

০২ ১৩
মোগ্যাম্বো খুশ হুয়া! এই ছবির বিখ্যাত ডায়ালগ আজও লোকের মুখে মুখে ফেরে। মোগ্যাম্বো অর্থাত্ অমরিশ পুরী প্রয়াত হয়েছেন। ছবিতে তাঁর পাশাপাশি অরুণ ভার্মার (অনিল কপূর) ভাড়া বাড়িতে যে অনাথ বাচ্চারা থাকত, তাদের মধ্যে নজর কেড়েছিলেন কয়েকজন। ইনি কর্ণ নাথ। ওই ছোট্ট ছেলেটি এখন এমন দেখতে হয়েছেন। ছবিতে অনাথ শিশুর ভূমিকায় ছিলেন কর্ণ। এখন তিনি মডেলিংয়ের দুনিয়ায় কর্মরত।

মোগ্যাম্বো খুশ হুয়া! এই ছবির বিখ্যাত ডায়ালগ আজও লোকের মুখে মুখে ফেরে। মোগ্যাম্বো অর্থাত্ অমরিশ পুরী প্রয়াত হয়েছেন। ছবিতে তাঁর পাশাপাশি অরুণ ভার্মার (অনিল কপূর) ভাড়া বাড়িতে যে অনাথ বাচ্চারা থাকত, তাদের মধ্যে নজর কেড়েছিলেন কয়েকজন। ইনি কর্ণ নাথ। ওই ছোট্ট ছেলেটি এখন এমন দেখতে হয়েছেন। ছবিতে অনাথ শিশুর ভূমিকায় ছিলেন কর্ণ। এখন তিনি মডেলিংয়ের দুনিয়ায় কর্মরত।

০৩ ১৩
ইনি আহমেদ খান। বর্তমানে বলিউডের একজন বিখ্যাত ডান্স ডিরেক্টর। মিস্টার ইন্ডিয়াতে এক জন অনাথের ভূমিকায় অভিনয় করেছিলেন আহমেদ।

ইনি আহমেদ খান। বর্তমানে বলিউডের একজন বিখ্যাত ডান্স ডিরেক্টর। মিস্টার ইন্ডিয়াতে এক জন অনাথের ভূমিকায় অভিনয় করেছিলেন আহমেদ।

০৪ ১৩
ডান দিনের এই ছোট্ট শিশুটি কে জানেন? ইনি আফতাব শিবদিশানি। হ্যাঁ, মিস্টার ইন্ডিয়ার ওই ছোট ছেলেমেয়েদের দলে আফতাবও ছিলেন।

ডান দিনের এই ছোট্ট শিশুটি কে জানেন? ইনি আফতাব শিবদিশানি। হ্যাঁ, মিস্টার ইন্ডিয়ার ওই ছোট ছেলেমেয়েদের দলে আফতাবও ছিলেন।

০৫ ১৩
ছোট্ট টিনাকে মনে পড়ছে। এখন তিনি এমনই দেখতে। তাঁর আসল নাম হোজান খোদাজি।  যদিও পরবর্তীতে হোজান অভিনয় জগতে ফিরে আসেননি। তিনি বিজ্ঞাপন কোম্পানির সঙ্গে যুক্ত।

ছোট্ট টিনাকে মনে পড়ছে। এখন তিনি এমনই দেখতে। তাঁর আসল নাম হোজান খোদাজি। যদিও পরবর্তীতে হোজান অভিনয় জগতে ফিরে আসেননি। তিনি বিজ্ঞাপন কোম্পানির সঙ্গে যুক্ত।

০৬ ১৩
‘ক্যাপ্টেন জোরো’র ভূমিকায় নজর কেড়েছিলেন গুরবচ্চন সিংহ। এখনও অভিনয় করছেন।

‘ক্যাপ্টেন জোরো’র ভূমিকায় নজর কেড়েছিলেন গুরবচ্চন সিংহ। এখনও অভিনয় করছেন।

০৭ ১৩
দোকানদার ‘রূপচন্দ’। যার দোকান থেকে বাকিতে চাল-ডান কিনতেন অরুণ। রূপচন্দের ভূমিকায় নজর কেড়েছিলেন হরিশ পটেল। ইনিও অভিনয় করেন।

দোকানদার ‘রূপচন্দ’। যার দোকান থেকে বাকিতে চাল-ডান কিনতেন অরুণ। রূপচন্দের ভূমিকায় নজর কেড়েছিলেন হরিশ পটেল। ইনিও অভিনয় করেন।

০৮ ১৩
সিবিআই-এর চিফ অফিসার। মিস্টার ইন্ডিয়াতে অভিনয় করে নজর কেড়েছিলেন সিদ্ধার্থ কাক। অভিনয়ের সঙ্গেই যুক্ত, তবে খুব একটা দেখা যায় না তাঁকে।

সিবিআই-এর চিফ অফিসার। মিস্টার ইন্ডিয়াতে অভিনয় করে নজর কেড়েছিলেন সিদ্ধার্থ কাক। অভিনয়ের সঙ্গেই যুক্ত, তবে খুব একটা দেখা যায় না তাঁকে।

০৯ ১৩
‘ক্যালেন্ডার’। অরুণদের বাড়িতে কুকের কাজ করতেন ক্যালেন্ডার। সতীশ কৌশিকের ক্যালেন্ডারের চরিত্র আজও লোকের মুখে মুখে ফেরে। বর্তমানে অভিনয়ের সঙ্গে পরিচালনাও করেন।

‘ক্যালেন্ডার’। অরুণদের বাড়িতে কুকের কাজ করতেন ক্যালেন্ডার। সতীশ কৌশিকের ক্যালেন্ডারের চরিত্র আজও লোকের মুখে মুখে ফেরে। বর্তমানে অভিনয়ের সঙ্গে পরিচালনাও করেন।

১০ ১৩
শরদ সাক্সেনা বলিউডের বহু ছবিতে অভিনয় করেছেন। মিস্টার ইন্ডিয়াতে ‘দাগা’ চরিত্রে তিনি তাক লাগিয়ে দিয়েছিলেন। এখনও অভিনয় করেন।

শরদ সাক্সেনা বলিউডের বহু ছবিতে অভিনয় করেছেন। মিস্টার ইন্ডিয়াতে ‘দাগা’ চরিত্রে তিনি তাক লাগিয়ে দিয়েছিলেন। এখনও অভিনয় করেন।

১১ ১৩
অনু কপূরের ‘মিস্টার গাইতোন্ডে’র চরিত্রও ভোলার নয়। অভিনয় এবং সঞ্চালনার কাজ করে চলেছেন অনু।

অনু কপূরের ‘মিস্টার গাইতোন্ডে’র চরিত্রও ভোলার নয়। অভিনয় এবং সঞ্চালনার কাজ করে চলেছেন অনু।

১২ ১৩
মিস্টার ইন্ডিয়া ছবির নায়িকা। শ্রীদেবীর কেরিয়ারের অন্যতম সেরা অভিনয়। ছবিতে শ্রী’র নাম ছিল সীমা সোহনী। এখনও সমান ভাবে অভিনয় করছেন।

মিস্টার ইন্ডিয়া ছবির নায়িকা। শ্রীদেবীর কেরিয়ারের অন্যতম সেরা অভিনয়। ছবিতে শ্রী’র নাম ছিল সীমা সোহনী। এখনও সমান ভাবে অভিনয় করছেন।

১৩ ১৩
সেই ১৯৮৭ সালে বলিউডে ‘সুপারহিরো’র চরিত্রে অভিনয় করেছিলেন অনিল কপূর। তাঁর চরিত্রের নাম ছিল অরুণ। অনিলের জীবনেরও এটি সেরা অভিনয়গুলির একটি। বর্তমানেও দাপিয়ে অভিনয় করছেন অনিল।

সেই ১৯৮৭ সালে বলিউডে ‘সুপারহিরো’র চরিত্রে অভিনয় করেছিলেন অনিল কপূর। তাঁর চরিত্রের নাম ছিল অরুণ। অনিলের জীবনেরও এটি সেরা অভিনয়গুলির একটি। বর্তমানেও দাপিয়ে অভিনয় করছেন অনিল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE