Advertisement
১৯ এপ্রিল ২০২৪
bollywood actress

বলিউডের এই অভিনেত্রীরা রাজ পরিবারের সদস্য, জানতেন!

বলিউডের এই অভিনেত্রীরা কিন্তু রাজকন্যাই

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ৩১ অগস্ট ২০১৮ ০৯:১৫
Share: Save:
০১ ০৯
বলিউডের বেশ কয়েক জন অভিনেত্রীর সঙ্গে রাজপরিবারের সম্পর্ক রয়েছে। কেউ বা নবাব পরিবারের মেয়ে, কেউ বা জন্মেছেন অভিজাত কোনও রাজপরিবারে। জেনে নিন তাঁদের সম্পর্কে।

বলিউডের বেশ কয়েক জন অভিনেত্রীর সঙ্গে রাজপরিবারের সম্পর্ক রয়েছে। কেউ বা নবাব পরিবারের মেয়ে, কেউ বা জন্মেছেন অভিজাত কোনও রাজপরিবারে। জেনে নিন তাঁদের সম্পর্কে।

০২ ০৯
সোহা আলি খান: পতৌডীর নবাব পরিবারের মেয়ে সোহা। তাঁর বাবা ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ক্যাপ্টেন মনসুর আলি খান পতৌডী ১৯৫১ সাল থেকে ১৯৭১ সাল পর্যন্ত নবাবের পদে ছিলেন পরিবারের রীতি অনুযায়ী। বর্তমানে যে পদে রয়েছেন সইফ আলি খান।

সোহা আলি খান: পতৌডীর নবাব পরিবারের মেয়ে সোহা। তাঁর বাবা ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ক্যাপ্টেন মনসুর আলি খান পতৌডী ১৯৫১ সাল থেকে ১৯৭১ সাল পর্যন্ত নবাবের পদে ছিলেন পরিবারের রীতি অনুযায়ী। বর্তমানে যে পদে রয়েছেন সইফ আলি খান।

০৩ ০৯
রাইমা ও রিয়া সেন: রাইমা সেনের বাবা ভরত দেববর্মা ত্রিপুরার রাজ পরিবারের সদস্য। ভরতের মা ইলা দেবী ছিলেন কোচবিহারের রাজকুমারী, যার ছোট বোন গায়ত্রী দেবী জয়পুরের মহারানি। ভরতের ঠাকুমা ইন্দিরা ছিলেন ভদোদরার মহারাজা তৃতীয় সাওয়াজি রাও গায়কোয়াড়ের একমাত্র কন্যা।

রাইমা ও রিয়া সেন: রাইমা সেনের বাবা ভরত দেববর্মা ত্রিপুরার রাজ পরিবারের সদস্য। ভরতের মা ইলা দেবী ছিলেন কোচবিহারের রাজকুমারী, যার ছোট বোন গায়ত্রী দেবী জয়পুরের মহারানি। ভরতের ঠাকুমা ইন্দিরা ছিলেন ভদোদরার মহারাজা তৃতীয় সাওয়াজি রাও গায়কোয়াড়ের একমাত্র কন্যা।

০৪ ০৯
সাগরিকা ঘাটগে: চাক দে ইন্ডিয়া গার্ল কিন্তু কোলাপুরের রাজপরিবারের সদস্যা। তাঁর বাবা বিজয় সিংহ ঘাটগে কোলাপুরের কাহাল রাজপরিবারের প্রধান উত্তরসূরি। কাজেই ক্রিকেটার জাহির খানের স্ত্রী সাগরিকাকে রাজকন্যা বলতে ক্ষতি নেই।

সাগরিকা ঘাটগে: চাক দে ইন্ডিয়া গার্ল কিন্তু কোলাপুরের রাজপরিবারের সদস্যা। তাঁর বাবা বিজয় সিংহ ঘাটগে কোলাপুরের কাহাল রাজপরিবারের প্রধান উত্তরসূরি। কাজেই ক্রিকেটার জাহির খানের স্ত্রী সাগরিকাকে রাজকন্যা বলতে ক্ষতি নেই।

০৫ ০৯
সোনাল চৌহান: এই অভিনেত্রী রাজপুত রাজপরিবারের সদস্যা। উত্তরপ্রদেশের রাজপুত পরিবারের মেয়ে সোনাল বলিউডে ‘জন্নত’ ছবির জন্য লাইমলাইটে আসেন।

সোনাল চৌহান: এই অভিনেত্রী রাজপুত রাজপরিবারের সদস্যা। উত্তরপ্রদেশের রাজপুত পরিবারের মেয়ে সোনাল বলিউডে ‘জন্নত’ ছবির জন্য লাইমলাইটে আসেন।

০৬ ০৯
ভাগ্যশ্রী: ম্যায়নে পেয়ার কিয়ার নায়িকা কিন্তু বাস্তবেও একজন রাজকুমারী। তাঁর বাবা বিজয় সিংহ রাও পটবর্ধন মহারাষ্ট্রের সাঙ্গলি রাজ্যের রাজপরিবারের প্রধান উত্তরসূরি।

ভাগ্যশ্রী: ম্যায়নে পেয়ার কিয়ার নায়িকা কিন্তু বাস্তবেও একজন রাজকুমারী। তাঁর বাবা বিজয় সিংহ রাও পটবর্ধন মহারাষ্ট্রের সাঙ্গলি রাজ্যের রাজপরিবারের প্রধান উত্তরসূরি।

০৭ ০৯
কিরণ রাও: আমির খানের স্ত্রী ও পরিচালক কিরণ তেলঙ্গানার অভিজাত ওয়ানাপার্থি পরিবারের মেয়ে। ওয়ানাপার্থির নামকরণ এই পরিবারের সূত্রেই। রাজা জে রামেশ্বর রাওয়ের বংশধর তিনি।

কিরণ রাও: আমির খানের স্ত্রী ও পরিচালক কিরণ তেলঙ্গানার অভিজাত ওয়ানাপার্থি পরিবারের মেয়ে। ওয়ানাপার্থির নামকরণ এই পরিবারের সূত্রেই। রাজা জে রামেশ্বর রাওয়ের বংশধর তিনি।

০৮ ০৯
অদিতি রাও হায়দারি: অদিতি কিরণ রাওয়ের তুতো বোন। তিনিও তেলঙ্গানার ওয়ানাপার্থি পরিবারের মেয়ে।

অদিতি রাও হায়দারি: অদিতি কিরণ রাওয়ের তুতো বোন। তিনিও তেলঙ্গানার ওয়ানাপার্থি পরিবারের মেয়ে।

০৯ ০৯
আলিশা খান: বলিউড ছবিতে নাম করতে পারেননি। বরং জড়িয়েছেন নানা বিতর্কে। পয়সার অভাবে ফুটপাথে থাকার কথাও স্বীকার করেছিলেন। এই অভিনেত্রী কিন্তু মহম্মদ নবাব গাজিয়াউদ্দিন খান পরিবারের সদস্য। এই গাজিয়াউদ্দিনের নামেই গাজিয়াবাদ শহরের নামকরণ।

আলিশা খান: বলিউড ছবিতে নাম করতে পারেননি। বরং জড়িয়েছেন নানা বিতর্কে। পয়সার অভাবে ফুটপাথে থাকার কথাও স্বীকার করেছিলেন। এই অভিনেত্রী কিন্তু মহম্মদ নবাব গাজিয়াউদ্দিন খান পরিবারের সদস্য। এই গাজিয়াউদ্দিনের নামেই গাজিয়াবাদ শহরের নামকরণ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE