Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Bollywood

এই বলি অভিনেতারা কত ভারী পোশাক পরে পারফর্ম করেছিলেন জানেন?

চরিত্রের সঙ্গে খাপ খাইয়ে বলি অভিনেতাদের প্রতিটি পোশাক তৈরি করেন ডিজাইনাররা। কোনও কোনও পোশাকে যেমন থাকে নিখুঁত শিল্প-নৈপুন্য, তেমনই আভিজাত্যের ছোঁয়া। আবার এক একটি পোশাক ওজনেও হয় বিশাল।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৪ জুন ২০১৮ ১৫:১৭
Share: Save:
০১ ১১
চরিত্রের সঙ্গে খাপ খাইয়ে বলি অভিনেতাদের প্রতিটি পোশাক তৈরি করেন ডিজাইনাররা। কোনও কোনও পোশাকে যেমন থাকে নিখুঁত শিল্প-নৈপুন্য, তেমনই আভিজাত্যের ছোঁয়া। আবার এক একটি পোশাক ওজনেও হয় বিশাল। গ্যালারির পাতায় দেখুন কত ওজনদার পোশাক পরে পারফর্ম করেছিলেন এই বলি অভিনেতারা।

চরিত্রের সঙ্গে খাপ খাইয়ে বলি অভিনেতাদের প্রতিটি পোশাক তৈরি করেন ডিজাইনাররা। কোনও কোনও পোশাকে যেমন থাকে নিখুঁত শিল্প-নৈপুন্য, তেমনই আভিজাত্যের ছোঁয়া। আবার এক একটি পোশাক ওজনেও হয় বিশাল। গ্যালারির পাতায় দেখুন কত ওজনদার পোশাক পরে পারফর্ম করেছিলেন এই বলি অভিনেতারা।

০২ ১১
মাধুরী দীক্ষিত: ‘দেবদাস’ ছবিতে ‘কাহে ছেড় মোহে’ গানের সঙ্গে একটি লাল লেহেঙ্গা পরে কত্থক নেচেছিলেন মাধুরী। সোনালী জড়ি ও পুঁতির কাজ করা লেহেঙ্গাটির ওজন ছিল ৩০ কিলোগ্রাম। নায়িকার কথায়, ‘‘ওই ঘাঘরা পরে নাচ করা ছিল প্রায় অসম্ভব। এতটাই ওজন ছিল সেটাকে ঠিকমতো তুলে ধরাই মুশকিল হচ্ছিল।’’

মাধুরী দীক্ষিত: ‘দেবদাস’ ছবিতে ‘কাহে ছেড় মোহে’ গানের সঙ্গে একটি লাল লেহেঙ্গা পরে কত্থক নেচেছিলেন মাধুরী। সোনালী জড়ি ও পুঁতির কাজ করা লেহেঙ্গাটির ওজন ছিল ৩০ কিলোগ্রাম। নায়িকার কথায়, ‘‘ওই ঘাঘরা পরে নাচ করা ছিল প্রায় অসম্ভব। এতটাই ওজন ছিল সেটাকে ঠিকমতো তুলে ধরাই মুশকিল হচ্ছিল।’’

০৩ ১১
শ্রীদেবী: ‘রূপ কি রানি চোরো কা রাজা’ ছবিতে ‘দুশমন দিল কা ওহ হ্যায়’ গানের সঙ্গে একটি সোনালী পোশাক পরে নেচেছিলেন শ্রীদেবী। নীতা লুলার ডিজাইন করা পোশাকটির ওজন ছিল ২৫ কিলোগ্রাম। টানা ১৫ দিন ওই পোশাক পরে গানের দৃশ্যটি শুট করতে হয়েছিল শ্রীদেবীকে।

শ্রীদেবী: ‘রূপ কি রানি চোরো কা রাজা’ ছবিতে ‘দুশমন দিল কা ওহ হ্যায়’ গানের সঙ্গে একটি সোনালী পোশাক পরে নেচেছিলেন শ্রীদেবী। নীতা লুলার ডিজাইন করা পোশাকটির ওজন ছিল ২৫ কিলোগ্রাম। টানা ১৫ দিন ওই পোশাক পরে গানের দৃশ্যটি শুট করতে হয়েছিল শ্রীদেবীকে।

০৪ ১১
অমিতাভ বচ্চন: ‘শাহেনশা’ ছবিতে অমিতাভের সেই যোদ্ধার পোশাক মনে আছে? নানা ধাতব অস্ত্রের সাজে পোশাকটির ওজন ছিল ১৪ কিলোগ্রামের কাছাকাছি। তবে অত ভারী পোশাক পরেই সাবলীল ভাবে নিজের অভিনয় ফুটিয়ে তুলেছেন বলিউডের ‘শাহেনশা’।

অমিতাভ বচ্চন: ‘শাহেনশা’ ছবিতে অমিতাভের সেই যোদ্ধার পোশাক মনে আছে? নানা ধাতব অস্ত্রের সাজে পোশাকটির ওজন ছিল ১৪ কিলোগ্রামের কাছাকাছি। তবে অত ভারী পোশাক পরেই সাবলীল ভাবে নিজের অভিনয় ফুটিয়ে তুলেছেন বলিউডের ‘শাহেনশা’।

০৫ ১১
ঐশ্বর্য রাই: আশুতোষ গোয়ারিকরের ‘যোধা আকবর’ ছবিতে ঐশ্বর্য রাইয়ের পোশাকের ওজনও ছিল বেশ বেশি। ৪০০ কিলোগ্রাম সোনা এবং নানা রকম দামি পাথর গিয়ে ডিজাইন করা লেহঙ্গাগুলিতে মোগল যুগের বৈশিষ্ট্য ফুটিয়ে তোলা হয়েছিল। দু’শ জন কর্মী ৬০০ দিন ধরে ডিজাইন করেছিলেন পোশাকগুলো।

ঐশ্বর্য রাই: আশুতোষ গোয়ারিকরের ‘যোধা আকবর’ ছবিতে ঐশ্বর্য রাইয়ের পোশাকের ওজনও ছিল বেশ বেশি। ৪০০ কিলোগ্রাম সোনা এবং নানা রকম দামি পাথর গিয়ে ডিজাইন করা লেহঙ্গাগুলিতে মোগল যুগের বৈশিষ্ট্য ফুটিয়ে তোলা হয়েছিল। দু’শ জন কর্মী ৬০০ দিন ধরে ডিজাইন করেছিলেন পোশাকগুলো।

০৬ ১১
অনুষ্কা শর্মা: সোনালী কাজ করা সবুজ রঙের বড় ঘেরওয়ালা গাউন পরে স্টেজে এন্ট্রি নিয়েছিলেন অনুষ্কা শর্মা। ‘বম্বে ভেলভেট’ ছবিতে অনুষ্কার ওই স্টেজ পারফরম্যান্স বেশ জনপ্রিয় হয়েছিল। নিহারিকা বাসিন খানের ডিজাইন করা ওই গাউনটির ওজন ছিল ৩৫ কিলোগ্রাম। প্রায় আড়াই ঘণ্টা লেগেছিল অনুষ্কাকে ওই পোশাকে সাজাতে।

অনুষ্কা শর্মা: সোনালী কাজ করা সবুজ রঙের বড় ঘেরওয়ালা গাউন পরে স্টেজে এন্ট্রি নিয়েছিলেন অনুষ্কা শর্মা। ‘বম্বে ভেলভেট’ ছবিতে অনুষ্কার ওই স্টেজ পারফরম্যান্স বেশ জনপ্রিয় হয়েছিল। নিহারিকা বাসিন খানের ডিজাইন করা ওই গাউনটির ওজন ছিল ৩৫ কিলোগ্রাম। প্রায় আড়াই ঘণ্টা লেগেছিল অনুষ্কাকে ওই পোশাকে সাজাতে।

০৭ ১১
অনুষ্কা শর্মা: ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিতে বিয়ের সাজে ১৭ কিলোগ্রাম ওজনের লেহেঙ্গা পরানো হয়েছিল অনুষ্কাকে। শুটিংয়ের পর অনুষ্কা বলেছিলেন, ‘‘লেহেঙ্গা ছাড়াও ভারী গয়না পরানো হয়েছিল আমাকে। সব মিলিয়ে মনে হচ্ছিল আর হাঁটাচলা করতেই পারব না।’’

অনুষ্কা শর্মা: ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিতে বিয়ের সাজে ১৭ কিলোগ্রাম ওজনের লেহেঙ্গা পরানো হয়েছিল অনুষ্কাকে। শুটিংয়ের পর অনুষ্কা বলেছিলেন, ‘‘লেহেঙ্গা ছাড়াও ভারী গয়না পরানো হয়েছিল আমাকে। সব মিলিয়ে মনে হচ্ছিল আর হাঁটাচলা করতেই পারব না।’’

০৮ ১১
বিবেক ওবেরয়: ‘কৃশ ৩’ ছবিতে রোবটের মতো একটি পোশাক পরেছিলেন বিবেক ওবেরয়। ধাতব কাজ করা পোশাকটির ওজন ছিল ২৮ কিলোগ্রাম।

বিবেক ওবেরয়: ‘কৃশ ৩’ ছবিতে রোবটের মতো একটি পোশাক পরেছিলেন বিবেক ওবেরয়। ধাতব কাজ করা পোশাকটির ওজন ছিল ২৮ কিলোগ্রাম।

০৯ ১১
দীপিকা পাড়ুকোন: ‘রাম লীলা’ ছবিতে অঞ্জু মোদীর ডিজাইন করা লেহঙ্গা পরে ‘নাগাড়া’ গানের সঙ্গে পারফর্ম করেছিলেন দীপিকা। লালের সঙ্গে নানা রঙের মিশ্রণে কাজ করা লেহঙ্গাটির ওজন ছিল ৩০ কিলোগ্রাম।

দীপিকা পাড়ুকোন: ‘রাম লীলা’ ছবিতে অঞ্জু মোদীর ডিজাইন করা লেহঙ্গা পরে ‘নাগাড়া’ গানের সঙ্গে পারফর্ম করেছিলেন দীপিকা। লালের সঙ্গে নানা রঙের মিশ্রণে কাজ করা লেহঙ্গাটির ওজন ছিল ৩০ কিলোগ্রাম।

১০ ১১
দীপিকা পাড়ুকোন: ‘বাজিরাও মস্তানি’ ছবিতে দীপিকার কস্টিউমের জন্যই খরচ হয়েছিল প্রায় পাঁচ কোটি টাকা। ছবিটিতে একবার যোদ্ধার পোশাকে সেজেছিলেন দীপিকা। সেই পোশাকটির ওজন ছিল প্রায় ২০ কিলোগ্রামের কাছাকাছি।

দীপিকা পাড়ুকোন: ‘বাজিরাও মস্তানি’ ছবিতে দীপিকার কস্টিউমের জন্যই খরচ হয়েছিল প্রায় পাঁচ কোটি টাকা। ছবিটিতে একবার যোদ্ধার পোশাকে সেজেছিলেন দীপিকা। সেই পোশাকটির ওজন ছিল প্রায় ২০ কিলোগ্রামের কাছাকাছি।

১১ ১১
দীপিকা পাড়ুকোন: সঞ্জয় লীলা ভন্সালীর ‘পদ্মাবত’ ছবিতে রানি পদ্মাবতীর সাজে দীপিকাকে রাজপুত ঘরানার লেহেঙ্গা ও ভারী গয়না পরানো হয়েছিল। প্রায় ৪০০ কিলোগ্রাম সোনা ও পাথর দিয়ে তৈরি পোশাকগুলির ওজন ছিল ৩০ কিলোগ্রাম। প্রায় দু’বছর ধরে তৈরি করা হয়েছিল দীপিকার সমস্ত কস্টিউম।

দীপিকা পাড়ুকোন: সঞ্জয় লীলা ভন্সালীর ‘পদ্মাবত’ ছবিতে রানি পদ্মাবতীর সাজে দীপিকাকে রাজপুত ঘরানার লেহেঙ্গা ও ভারী গয়না পরানো হয়েছিল। প্রায় ৪০০ কিলোগ্রাম সোনা ও পাথর দিয়ে তৈরি পোশাকগুলির ওজন ছিল ৩০ কিলোগ্রাম। প্রায় দু’বছর ধরে তৈরি করা হয়েছিল দীপিকার সমস্ত কস্টিউম।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE