Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Entertainment News

দেখুন তো এই ভৌতিক শো-গুলো আপনি দেখতেন? 

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০১৮ ১৩:৫৯
Share: Save:
০১ ০৮
ভৌতিক ধারাবাহিক কোনও না কোনও সময় আপনি নিশ্চয়ই টিভিতে দেখেছেন? বিশেষত ৯০এর দশকে বহু ভৌতিক ধারাবাহিক টিআরপি-র বিচারে প্রথম সারিতে ছিল। দেখুন তো এই গুলোর মধ্যে কোনটা আপনার পছন্দের ছিল? 

ভৌতিক ধারাবাহিক কোনও না কোনও সময় আপনি নিশ্চয়ই টিভিতে দেখেছেন? বিশেষত ৯০এর দশকে বহু ভৌতিক ধারাবাহিক টিআরপি-র বিচারে প্রথম সারিতে ছিল। দেখুন তো এই গুলোর মধ্যে কোনটা আপনার পছন্দের ছিল? 

০২ ০৮
১৯৯৫ থেকে ২০১৫ পর্যন্ত চলেছিল ধারাবাহিক ‘আহট’। প্রথমে থ্রিলার হিসেবে শুরু হলেও পরে প্রতিটি এপিসোডে ভৌতিক গল্প দেখানো হত।

১৯৯৫ থেকে ২০১৫ পর্যন্ত চলেছিল ধারাবাহিক ‘আহট’। প্রথমে থ্রিলার হিসেবে শুরু হলেও পরে প্রতিটি এপিসোডে ভৌতিক গল্প দেখানো হত।

০৩ ০৮
২০০১ থেকে ২০১০ পর্যন্ত টিভির পর্দায় দর্শক দেখেছেন ‘শশশশ... কোই হ্যায়’। বহু শিশির রাতের ঘুম কেড়ে নিত এই ধারাবাহিক।

২০০১ থেকে ২০১০ পর্যন্ত টিভির পর্দায় দর্শক দেখেছেন ‘শশশশ... কোই হ্যায়’। বহু শিশির রাতের ঘুম কেড়ে নিত এই ধারাবাহিক।

০৪ ০৮
১৯৯৮ থেকে ২০০২ ছিল ‘এক্স জোন’-এর সময়কাল। ইরফান খান, কে কে মেনন, আশুতোষ রানার মতো অভিনেতারা অভিনয় করেছিলেন এই ভৌতিক ধারাবাহিকে।

১৯৯৮ থেকে ২০০২ ছিল ‘এক্স জোন’-এর সময়কাল। ইরফান খান, কে কে মেনন, আশুতোষ রানার মতো অভিনেতারা অভিনয় করেছিলেন এই ভৌতিক ধারাবাহিকে।

০৭ ০৮
‘ক্যায়া হাদসা ক্যায়া হাকিকত’-এর সঙ্গে বাস্তবের অনেক মিল খুঁজে পেয়েছিলেন দর্শক। গীতাঞ্জলি টিকেকর নামে এক মহিলার জীবনের রহস্য, ট্র্যাজেডি নিয়ে এগিয়েছিল গল্প।

‘ক্যায়া হাদসা ক্যায়া হাকিকত’-এর সঙ্গে বাস্তবের অনেক মিল খুঁজে পেয়েছিলেন দর্শক। গীতাঞ্জলি টিকেকর নামে এক মহিলার জীবনের রহস্য, ট্র্যাজেডি নিয়ে এগিয়েছিল গল্প।

০৮ ০৮
‘মানো ইয়া না মানো’ নাকি সত্যি ঘটনা নির্ভর কাহিনি নিয়ে তৈরি হয়েছিল। ইরফান খানের ভয়েজ ওভার অদ্ভুত ভাবে কাজে লাগিয়েছিলেন কর্তৃপক্ষ।

‘মানো ইয়া না মানো’ নাকি সত্যি ঘটনা নির্ভর কাহিনি নিয়ে তৈরি হয়েছিল। ইরফান খানের ভয়েজ ওভার অদ্ভুত ভাবে কাজে লাগিয়েছিলেন কর্তৃপক্ষ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE