Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Entertainment News

সিনিয়র বচ্চনের এই ছবিগুলি বোধ হয় আগে দেখেননি!

তাঁর এক ঝলক দেখবেন বলে উতলা হয়ে থাকেন ভক্তকূল। আজ তাঁর জন্মদিন। ৭৬-এ পা দিচ্ছেন বলিউডের শাহেনশা। সেই ১৯৬৯ সালে ‘সাত হিন্দুস্তানী’ ছবিটি দিয়ে বলিউডে পথচলা শুরু করেন বিগ বি। তার পর এক নাগাড়ে সিনেমা করে গিয়েছেন। আজ জন্মদিনে অমিতাভ বচ্চনের জীবনের কিছু সেরা মুহূর্তের ছবি দেখে নেওয়া যাক একনজরে।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১১ অক্টোবর ২০১৮ ১৩:১৭
Share: Save:
০১ ১১
তাঁর এক ঝলক দেখবেন বলে উতলা হয়ে থাকেন ভক্তকূল। আজ তাঁর জন্মদিন। ৭৬-এ পা দিচ্ছেন বলিউডের শাহেনশা। সেই ১৯৬৯ সালে ‘সাত হিন্দুস্তানী’ ছবিটি দিয়ে বলিউডে পথচলা শুরু করেন বিগ বি। তার পর এক নাগাড়ে সিনেমা করে গিয়েছেন। আজ জন্মদিনে অমিতাভ বচ্চনের জীবনের কিছু সেরা মুহূর্তের ছবি দেখে নেওয়া যাক একনজরে।

তাঁর এক ঝলক দেখবেন বলে উতলা হয়ে থাকেন ভক্তকূল। আজ তাঁর জন্মদিন। ৭৬-এ পা দিচ্ছেন বলিউডের শাহেনশা। সেই ১৯৬৯ সালে ‘সাত হিন্দুস্তানী’ ছবিটি দিয়ে বলিউডে পথচলা শুরু করেন বিগ বি। তার পর এক নাগাড়ে সিনেমা করে গিয়েছেন। আজ জন্মদিনে অমিতাভ বচ্চনের জীবনের কিছু সেরা মুহূর্তের ছবি দেখে নেওয়া যাক একনজরে।

০২ ১১
হাজার কাজ থাকুক। তবু পরিবারের জন্য আলাদা করে সময় বার করবেনই বিগ বি। তা সে শুরুর দিনগুলোর কথাই হোকবা আজ। জনপ্রিয়তার এতটা শিখরে ওঠার পরেও আজ তিনি প্রকৃত অর্থেই ফ্যামিলি ম্যান।

হাজার কাজ থাকুক। তবু পরিবারের জন্য আলাদা করে সময় বার করবেনই বিগ বি। তা সে শুরুর দিনগুলোর কথাই হোকবা আজ। জনপ্রিয়তার এতটা শিখরে ওঠার পরেও আজ তিনি প্রকৃত অর্থেই ফ্যামিলি ম্যান।

০৩ ১১
ছেলে আর মেয়েকে চোখে হারান সিনিয়র বচ্চন। ছোট বেলায় তো নিয়ে যেতেনই, আজও বলিউডের কোনও পার্টি হোক বা ইন্ডাস্ট্রির কোনও বিশেষ অনুষ্ঠান— শ্বেতা আর অভিষেককে কিন্তু মিস্টার বচ্চনের দুই পাশেই দেখা যায়।

ছেলে আর মেয়েকে চোখে হারান সিনিয়র বচ্চন। ছোট বেলায় তো নিয়ে যেতেনই, আজও বলিউডের কোনও পার্টি হোক বা ইন্ডাস্ট্রির কোনও বিশেষ অনুষ্ঠান— শ্বেতা আর অভিষেককে কিন্তু মিস্টার বচ্চনের দুই পাশেই দেখা যায়।

০৪ ১১
এক সময়ে বলিউডে জোর গুঞ্জনছিল, সিনিয়র বচ্চনকেই কপি করেন জুনিয়র বচ্চন। আর তাতে অভিষেকের সোজা প্রতিক্রিয়া ছিল, ‘বাপ কা বেটা।’ তবে খোদ বিগ বি ‘গুরু’ ছবিতে অভিষেকের অভিনয়ের প্রশংসা করেছিলেন। ‘সরকার রাজ’, ‘বান্টি অউর বাবলি’, ‘পা’— ইত্যাদি বেশ কিছু ছবিতে এক সঙ্গে দেখা গিয়েছে দু’জনকে।

এক সময়ে বলিউডে জোর গুঞ্জনছিল, সিনিয়র বচ্চনকেই কপি করেন জুনিয়র বচ্চন। আর তাতে অভিষেকের সোজা প্রতিক্রিয়া ছিল, ‘বাপ কা বেটা।’ তবে খোদ বিগ বি ‘গুরু’ ছবিতে অভিষেকের অভিনয়ের প্রশংসা করেছিলেন। ‘সরকার রাজ’, ‘বান্টি অউর বাবলি’, ‘পা’— ইত্যাদি বেশ কিছু ছবিতে এক সঙ্গে দেখা গিয়েছে দু’জনকে।

০৫ ১১
শুধু পরিবার নয়। সহ-অভিনেতাদের সঙ্গেও সব সময়েই সুসম্পর্ক বজায় রাখেন সিনিয়র বচ্চন। শত্রুঘ্ন সিন্‌হার সঙ্গে তাঁর বন্ধুত্বের কাহিনি বলিউডে কান পাতলেই শোনা যায়। শুধু তা-ই নয়। ইন্ডাস্ট্রির যে কেউ বিপদের দিনে অমিতাভকে পাশে পান।

শুধু পরিবার নয়। সহ-অভিনেতাদের সঙ্গেও সব সময়েই সুসম্পর্ক বজায় রাখেন সিনিয়র বচ্চন। শত্রুঘ্ন সিন্‌হার সঙ্গে তাঁর বন্ধুত্বের কাহিনি বলিউডে কান পাতলেই শোনা যায়। শুধু তা-ই নয়। ইন্ডাস্ট্রির যে কেউ বিপদের দিনে অমিতাভকে পাশে পান।

০৬ ১১
৫. দূর থেকে যতটা গুরুগম্ভীর তাঁকে দেখায়, আদতে অমিতাভ বচ্চন মানুষটা কিন্তু এক্কেবারেই ওরকম নন। সেটে সহ-অভিনেতাদের সঙ্গে সবসময়েই খুনসুটির মেজাজে থাকেন বিগ বি। তা সে বয়সে ছোট কেউ হোক বা সমবয়সী কেউ। ‘পিঙ্ক’ ছবির সেটে যে রকম তাপসী পান্নুর সঙ্গে হাসি ঠাট্টা করতে দেখা যাচ্ছে বিগ বি-কে।

৫. দূর থেকে যতটা গুরুগম্ভীর তাঁকে দেখায়, আদতে অমিতাভ বচ্চন মানুষটা কিন্তু এক্কেবারেই ওরকম নন। সেটে সহ-অভিনেতাদের সঙ্গে সবসময়েই খুনসুটির মেজাজে থাকেন বিগ বি। তা সে বয়সে ছোট কেউ হোক বা সমবয়সী কেউ। ‘পিঙ্ক’ ছবির সেটে যে রকম তাপসী পান্নুর সঙ্গে হাসি ঠাট্টা করতে দেখা যাচ্ছে বিগ বি-কে।

০৭ ১১
পুত্রবধূ ঐশ্বর্যা যেন তাঁর নয়নের মণি। যেখানেই যান ঐশ্বর্যাকে সঙ্গে করে নিয়ে যাওয়ার চেষ্টা করেন সিনিয়র বচ্চন।

পুত্রবধূ ঐশ্বর্যা যেন তাঁর নয়নের মণি। যেখানেই যান ঐশ্বর্যাকে সঙ্গে করে নিয়ে যাওয়ার চেষ্টা করেন সিনিয়র বচ্চন।

০৮ ১১
তবে মেয়ে শ্বেতার ভালবাসায় বহু দিন আগেই ভাগ বসিয়েছেন তাঁরই পুত্র আর কন্যা। নব্যা নভেলি নন্দা এবং অগস্ত্যা নন্দা।

তবে মেয়ে শ্বেতার ভালবাসায় বহু দিন আগেই ভাগ বসিয়েছেন তাঁরই পুত্র আর কন্যা। নব্যা নভেলি নন্দা এবং অগস্ত্যা নন্দা।

০৯ ১১
শ্বেতার পু্ত্র-কন্যা তো আছেই। অমিতাভের রোজকার রুটিনে কিন্তু আরাধ্যার জন্য আলাদা সময় থাকেই। আরাধ্যা মানে অভিষেক আর ঐশ্বর্যার কন্যা।

শ্বেতার পু্ত্র-কন্যা তো আছেই। অমিতাভের রোজকার রুটিনে কিন্তু আরাধ্যার জন্য আলাদা সময় থাকেই। আরাধ্যা মানে অভিষেক আর ঐশ্বর্যার কন্যা।

১০ ১১
বাবা হরিবংশ রাই বচ্চন আর মা তেজি বচ্চনের খুব কাছের ছিলেন কনিষ্ঠ পুত্র অমিতাভ। হরিবংশ রাই বচ্চন ছেলের নাম রাখতে চেয়েছিলেন ইনকিলাব। কিন্তু তেজি বচ্চনের আপত্তির কারণে তাঁর নাম রাখতে হয় অমিতাভ।

বাবা হরিবংশ রাই বচ্চন আর মা তেজি বচ্চনের খুব কাছের ছিলেন কনিষ্ঠ পুত্র অমিতাভ। হরিবংশ রাই বচ্চন ছেলের নাম রাখতে চেয়েছিলেন ইনকিলাব। কিন্তু তেজি বচ্চনের আপত্তির কারণে তাঁর নাম রাখতে হয় অমিতাভ।

১১ ১১
স্ত্রী জয়ার সঙ্গে পুণে ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটেই প্রথম দেখা হয় অমিতাভের। পরে হৃষিকেশ মুখোপাধ্যায়ের ‘গুড্ডি’ ছবিটির সেটে জয়ার সঙ্গে আবার দেখা হয় অমিতাভের।

স্ত্রী জয়ার সঙ্গে পুণে ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটেই প্রথম দেখা হয় অমিতাভের। পরে হৃষিকেশ মুখোপাধ্যায়ের ‘গুড্ডি’ ছবিটির সেটে জয়ার সঙ্গে আবার দেখা হয় অমিতাভের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE