Advertisement
১৮ এপ্রিল ২০২৪
Entertainment News

সিআইডি অভিনেতাদের প্রতি এপিসোড রোজগার কত জানেন?

৯৭ সালে শুরু হওয়া সিআইডির, গত ১২ নভেম্বর এক হাজার চারশো তিয়াত্তরতম এপিসোডের শুটিং হয়েছে। এই সিরিয়ালটি খুবই জনপ্রিয়। এক ঝলকে দেখে নিন টেলিভিশনের ‘সিআইডি’দের প্রতি পর্বের রোজগার।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৭ নভেম্বর ২০১৭ ১৪:৪৯
Share: Save:
০১ ০৮
ভারতীয় টেলিভিশনের বেশ কিছু ধারাবাহিক রয়েছে, যেগুলির নাম বললে আপনার মাথায় প্রথমেই আসবে, ‘এই সিরিয়ালটা কবে থেকে চলছে তো চলছেই’। হিন্দি ধারাবাহিকের মধ্যে এমনই একটি নাম ‘সিআইডি’। ৯৭ সালে শুরু হওয়া সিআইডির, গত ১২ নভেম্বর এক হাজার চারশো তিয়াত্তরতম এপিসোডের শুটিং হয়েছে। এই সিরিয়ালটি খুবই জনপ্রিয়। এক ঝলকে দেখে নিন টেলিভিশনের ‘সিআইডি’দের প্রতি পর্বের রোজগার।

ভারতীয় টেলিভিশনের বেশ কিছু ধারাবাহিক রয়েছে, যেগুলির নাম বললে আপনার মাথায় প্রথমেই আসবে, ‘এই সিরিয়ালটা কবে থেকে চলছে তো চলছেই’। হিন্দি ধারাবাহিকের মধ্যে এমনই একটি নাম ‘সিআইডি’। ৯৭ সালে শুরু হওয়া সিআইডির, গত ১২ নভেম্বর এক হাজার চারশো তিয়াত্তরতম এপিসোডের শুটিং হয়েছে। এই সিরিয়ালটি খুবই জনপ্রিয়। এক ঝলকে দেখে নিন টেলিভিশনের ‘সিআইডি’দের প্রতি পর্বের রোজগার।

০২ ০৮
এসিপি প্রদ্যুম্ন। ‘সিআইডি’ ধারাবাহিক যতটা জনপ্রিয়, ততটাই শিবাজি সতমের চরিত্র ও অভিনয়। বেশ কয়েকটি বলিউড ছবিতেও অভিনয় করেছেন শিবাজি। ইন্ডাস্ট্রি সূত্রে খবর, এই ধারাবাহিকের প্রতি এপিসোডে অভিনয়ের জন্য শিবাজির পারিশ্রমিক ৫ লক্ষ টাকা।

এসিপি প্রদ্যুম্ন। ‘সিআইডি’ ধারাবাহিক যতটা জনপ্রিয়, ততটাই শিবাজি সতমের চরিত্র ও অভিনয়। বেশ কয়েকটি বলিউড ছবিতেও অভিনয় করেছেন শিবাজি। ইন্ডাস্ট্রি সূত্রে খবর, এই ধারাবাহিকের প্রতি এপিসোডে অভিনয়ের জন্য শিবাজির পারিশ্রমিক ৫ লক্ষ টাকা।

০৩ ০৮
আদিত্য ওরফে ইন্সপেক্টর অভিজিত। তাঁর ব্যক্তিত্ব কিন্তু টেলিভিশনের দুনিয়ায় ট্রেডমার্ক। মাঝে মাঝে তিনি খুব রাগী, আবার কখনও কখনও খুবই মজার। প্রতি এপিসোডে অভিনয় করতে আদিত্য শ্রীবাস্তব নেন ৮০ হাজার থেকে ১ লক্ষ টাকা।

আদিত্য ওরফে ইন্সপেক্টর অভিজিত। তাঁর ব্যক্তিত্ব কিন্তু টেলিভিশনের দুনিয়ায় ট্রেডমার্ক। মাঝে মাঝে তিনি খুব রাগী, আবার কখনও কখনও খুবই মজার। প্রতি এপিসোডে অভিনয় করতে আদিত্য শ্রীবাস্তব নেন ৮০ হাজার থেকে ১ লক্ষ টাকা।

০৪ ০৮
দয়ানন্দ শেট্টি। সিআইডি-তে এসিপি প্রদ্যুম্নর ডান হাত। এই অভিনেতা ‘দয়া’ নামেই জনপ্রিয়। তাঁর দরজা ভাঙার কায়দা ভারতীয় টেলিভিশনের ট্রেডমার্ক তৈরি করেছে। এই অভিনেতা প্রতি এপিসোডে অভিনয় করতে ১ লক্ষ টাকা নেন।

দয়ানন্দ শেট্টি। সিআইডি-তে এসিপি প্রদ্যুম্নর ডান হাত। এই অভিনেতা ‘দয়া’ নামেই জনপ্রিয়। তাঁর দরজা ভাঙার কায়দা ভারতীয় টেলিভিশনের ট্রেডমার্ক তৈরি করেছে। এই অভিনেতা প্রতি এপিসোডে অভিনয় করতে ১ লক্ষ টাকা নেন।

০৫ ০৮
জাহ্নবী ছেড্ডা ২০১২ সাল থেকে ‘সিআইডি’র সদস্য। বহু ক্রিটিকাল কেসে জাহ্নবী এসিপি প্রদ্যুম্নদের সাহায্য করেছেন। এই অভিনেত্রী প্রতি পর্বের অভিনয়ের জন্য নেন ৪৫ হাজার টাকা।

জাহ্নবী ছেড্ডা ২০১২ সাল থেকে ‘সিআইডি’র সদস্য। বহু ক্রিটিকাল কেসে জাহ্নবী এসিপি প্রদ্যুম্নদের সাহায্য করেছেন। এই অভিনেত্রী প্রতি পর্বের অভিনয়ের জন্য নেন ৪৫ হাজার টাকা।

০৬ ০৮
দীনেশ ফড়নীশ। ‘সিআইডি’র গম্ভীর সদস্যদের মধ্যে এক জন কমিক রিলিফ। তাঁর মজার ব্যক্তিত্ব বরাবরই স্ট্রেস রিলিভার। দীনেশ প্রতি পর্বের জন্য নেন ৭০-৮০ হাজার টাকা।

দীনেশ ফড়নীশ। ‘সিআইডি’র গম্ভীর সদস্যদের মধ্যে এক জন কমিক রিলিফ। তাঁর মজার ব্যক্তিত্ব বরাবরই স্ট্রেস রিলিভার। দীনেশ প্রতি পর্বের জন্য নেন ৭০-৮০ হাজার টাকা।

০৭ ০৮
‘সিআইডি’র কঠোর অফিসার আশা সইদ প্রতি পর্বে রোজগার করেন ৪০ হাজার টাকা।

‘সিআইডি’র কঠোর অফিসার আশা সইদ প্রতি পর্বে রোজগার করেন ৪০ হাজার টাকা।

০৮ ০৮
ধারাবাহিকের অন্যতম জনপ্রিয় অফিসার বৈষ্ণবী ধনরাজও প্রতি পর্বে নেন ৪০ হাজার টাকা।

ধারাবাহিকের অন্যতম জনপ্রিয় অফিসার বৈষ্ণবী ধনরাজও প্রতি পর্বে নেন ৪০ হাজার টাকা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE