Advertisement
২৫ এপ্রিল ২০২৪

ডেবিউ ছবিতে আমির, হৃত্বিকদের পারিশ্রমিক কত ছিল জানেন?

আজ বলি সেলেবদের পারিশ্রমিকের পরিমাণ শুনে চমকে উঠি আমরা। কিন্তু শুরুর দিনগুলোতেই কি এত টাকা পারিশ্রমিক পেতেন আজকের সেলেবরা? বলিউডে পথ চলা শুরু করার সময়ে আমির, হৃত্বিকরা কত টাকা পারিশ্রমিক পেতেন তা-ই দেখে নেওয়া যাক একনজরে।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০১৮ ১৮:৩০
Share: Save:
০১ ১০
আজ বলি সেলেবদের পারিশ্রমিকের পরিমাণ শুনে চমকে উঠি আমরা। কিন্তু শুরুর দিনগুলোতেই কি এত টাকা পারিশ্রমিক পেতেন আজকের সেলেবরা? বলিউডে পথ চলা শুরু করার সময়ে আমির, হৃত্বিকরা কত টাকা পারিশ্রমিক পেতেন তা-ই দেখে নেওয়া যাক একনজরে।

আজ বলি সেলেবদের পারিশ্রমিকের পরিমাণ শুনে চমকে উঠি আমরা। কিন্তু শুরুর দিনগুলোতেই কি এত টাকা পারিশ্রমিক পেতেন আজকের সেলেবরা? বলিউডে পথ চলা শুরু করার সময়ে আমির, হৃত্বিকরা কত টাকা পারিশ্রমিক পেতেন তা-ই দেখে নেওয়া যাক একনজরে।

০২ ১০
আমির খান- ‘মিস্টার পারফেকশনিস্ট’ নামেই তিনি অধিক খ্যাত। তবে তাঁকে ‘মিস্টার প্যাশনেট’ বললেই বেশি খুশি হন আমির খান। ডেবিউ ছবি ‘কায়ামত সে কায়ামত তক’ ছবিটির সুবাদেই জনপ্রিয়তার শিখরে উঠেছিলেন আমির। আর প্রথম ছবির জন্য আমির পারিশ্রমিক হিসেবে পেয়েছিলেন ১১,০০০ টাকা।

আমির খান- ‘মিস্টার পারফেকশনিস্ট’ নামেই তিনি অধিক খ্যাত। তবে তাঁকে ‘মিস্টার প্যাশনেট’ বললেই বেশি খুশি হন আমির খান। ডেবিউ ছবি ‘কায়ামত সে কায়ামত তক’ ছবিটির সুবাদেই জনপ্রিয়তার শিখরে উঠেছিলেন আমির। আর প্রথম ছবির জন্য আমির পারিশ্রমিক হিসেবে পেয়েছিলেন ১১,০০০ টাকা।

০৩ ১০
আয়ুষ্মান খুরানা- ভিডিও জকি হিসেবেই কেরিয়ারের শুরুটা করেছিলেন আয়ুষ্মান খুরানা। ‘রোডিজ়’-এও চ্যাম্পিয়ন হয়েছিলেন আয়ুষ্মান। তবে তাঁর প্রথম ছবি ‘ভিকি ডোনর’-এর জন্য আড়াই লক্ষ টাকা পেমেন্ট পেয়েছিলেন আয়ুষ্মান। 

আয়ুষ্মান খুরানা- ভিডিও জকি হিসেবেই কেরিয়ারের শুরুটা করেছিলেন আয়ুষ্মান খুরানা। ‘রোডিজ়’-এও চ্যাম্পিয়ন হয়েছিলেন আয়ুষ্মান। তবে তাঁর প্রথম ছবি ‘ভিকি ডোনর’-এর জন্য আড়াই লক্ষ টাকা পেমেন্ট পেয়েছিলেন আয়ুষ্মান। 

০৪ ১০
ঈশান খট্টর- সহকারী পরিচালক হিসেবেই কেরিয়ারের শুরুটা করেছিলেন শাহিদ কপূরের ভাই ঈশান খট্টর। দাদার ছবি ‘উড়তা পঞ্জাব’-এও ছোট্ট একটা ক্যামিও করেছিলেন ঈশান। তবে বলিউডে তাঁর ডেবিউ ছবি ‘ধড়ক’। আর এই ‘ধড়ক’-এর জন্য প্রায় ৬০ লক্ষ টাকা পেয়েছিলেন ঈশান।

ঈশান খট্টর- সহকারী পরিচালক হিসেবেই কেরিয়ারের শুরুটা করেছিলেন শাহিদ কপূরের ভাই ঈশান খট্টর। দাদার ছবি ‘উড়তা পঞ্জাব’-এও ছোট্ট একটা ক্যামিও করেছিলেন ঈশান। তবে বলিউডে তাঁর ডেবিউ ছবি ‘ধড়ক’। আর এই ‘ধড়ক’-এর জন্য প্রায় ৬০ লক্ষ টাকা পেয়েছিলেন ঈশান।

০৫ ১০
দর্শিল সাফারি- ‘তারে জমিন পর’ ছবির সেই ছোট্ট ঈশান, যাঁর অভিনয়ে মুগ্ধ হয়ে গিয়েছিলেন দর্শক। আর প্রথম ছবির জন্যই দর্শিল সাফারি ৩ লক্ষ টাকা পেমেন্ট পেয়েছিলেন।

দর্শিল সাফারি- ‘তারে জমিন পর’ ছবির সেই ছোট্ট ঈশান, যাঁর অভিনয়ে মুগ্ধ হয়ে গিয়েছিলেন দর্শক। আর প্রথম ছবির জন্যই দর্শিল সাফারি ৩ লক্ষ টাকা পেমেন্ট পেয়েছিলেন।

০৬ ১০
জাহ্নবী কপূর- ‘ধড়ক’ ছবিটি দিয়ে বলিউড জার্নি শুরু করেছিলেন জাহ্নবী কপূরও। আর পারিশ্রমিক পেয়েছিলেন ৬০ লক্ষ টাকা। যে অঙ্কটা এক্কেবারে ঈশান খট্টরেরই সমান।

জাহ্নবী কপূর- ‘ধড়ক’ ছবিটি দিয়ে বলিউড জার্নি শুরু করেছিলেন জাহ্নবী কপূরও। আর পারিশ্রমিক পেয়েছিলেন ৬০ লক্ষ টাকা। যে অঙ্কটা এক্কেবারে ঈশান খট্টরেরই সমান।

০৭ ১০
হৃত্বিক রোশন- ‘কহো না প্যায়ার হ্যয়’ নয়। হৃত্বিক রোশনের বলিউড ডেবিউ হয়েছিল শিশু অভিনেতা হিসেবেই। আর সেই ছবির নাম ‘আশা’। এই ছবির জন্য পারিশ্রমিক মাত্র ১০০ টাকা পেয়েছিলেন হৃত্বিক।

হৃত্বিক রোশন- ‘কহো না প্যায়ার হ্যয়’ নয়। হৃত্বিক রোশনের বলিউড ডেবিউ হয়েছিল শিশু অভিনেতা হিসেবেই। আর সেই ছবির নাম ‘আশা’। এই ছবির জন্য পারিশ্রমিক মাত্র ১০০ টাকা পেয়েছিলেন হৃত্বিক।

০৮ ১০
অমিতাভ বচ্চন- তিনি বলিউডের শাহেনশা। আজ আমরা তাঁর পারিশ্রমিকের অঙ্কটা শুনলে চমকে যাই। কিন্তু শুরুর দিনগুলো এতটা সহজ ছিল না অমিতাভ বচ্চনের জন্য। তাঁর প্রথম ছবি ‘সাত হিন্দুস্তান’-এ অভিনয় করে ৫০০০ টাকা রোজগার করেছিলেন অমিতাভ বচ্চন।

অমিতাভ বচ্চন- তিনি বলিউডের শাহেনশা। আজ আমরা তাঁর পারিশ্রমিকের অঙ্কটা শুনলে চমকে যাই। কিন্তু শুরুর দিনগুলো এতটা সহজ ছিল না অমিতাভ বচ্চনের জন্য। তাঁর প্রথম ছবি ‘সাত হিন্দুস্তান’-এ অভিনয় করে ৫০০০ টাকা রোজগার করেছিলেন অমিতাভ বচ্চন।

০৯ ১০
অক্ষয় কুমার- এই সময়ের সব থেকে বড়লোক অভিনেতাদের তালিকায় প্রথমের দিকেই রয়েছেন অক্ষয় কুমার। বছরে বহু ছবিই মুক্তি পায় মিস্টার খিলাড়ির। আর তাদের বেশির ভাগই রমরমা ব্যবসা করে। তবে অক্ষয় কুমার তাঁর প্রথম ছবি ‘সৌগন্ধ’-এর জন্য ৫০০০ টাকা পেয়েছিলেন।

অক্ষয় কুমার- এই সময়ের সব থেকে বড়লোক অভিনেতাদের তালিকায় প্রথমের দিকেই রয়েছেন অক্ষয় কুমার। বছরে বহু ছবিই মুক্তি পায় মিস্টার খিলাড়ির। আর তাদের বেশির ভাগই রমরমা ব্যবসা করে। তবে অক্ষয় কুমার তাঁর প্রথম ছবি ‘সৌগন্ধ’-এর জন্য ৫০০০ টাকা পেয়েছিলেন।

১০ ১০
সিদ্ধার্থ মলহোত্র- ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ ছবিটি দিয়ে বলিউডে পা রেখেছিলেন অভিনেতা সিদ্ধার্থ মলহোত্র। এখন একটা ছবি করতে কোটি টাকা চেয়ে থাকেন সিদ্ধার্থ। তবে প্রথম ছবির জন্য ১ লক্ষ ১০ হাজার টাকা পেমেন্ট পেয়েছিলেন সিদ্ধার্থ মলহোত্র।

সিদ্ধার্থ মলহোত্র- ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ ছবিটি দিয়ে বলিউডে পা রেখেছিলেন অভিনেতা সিদ্ধার্থ মলহোত্র। এখন একটা ছবি করতে কোটি টাকা চেয়ে থাকেন সিদ্ধার্থ। তবে প্রথম ছবির জন্য ১ লক্ষ ১০ হাজার টাকা পেমেন্ট পেয়েছিলেন সিদ্ধার্থ মলহোত্র।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE