Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Bollywood

এই টিভি তারকাদের পড়াশোনা কদ্দুর জানেন?

এই টিভি তারকাদের পড়াশোনা কদ্দুর জানেন?

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১২ অগস্ট ২০১৮ ১৫:৩৩
Share: Save:
০১ ১৮
রুপোলি পর্দার এই তারকারা প্রত্যেকেরই পছন্দের। তবে শুধু অভিনয় নয়, পড়াশোনাতেও বেশ ভালই ছিলেন তাঁরা। কেউ ইঞ্জিনিয়ার, কেউ বা হোটেল ম্যানেজমেন্টের ছাত্র। কেউ বা ইংরেজি সাহিত্যের ছাত্রী।

রুপোলি পর্দার এই তারকারা প্রত্যেকেরই পছন্দের। তবে শুধু অভিনয় নয়, পড়াশোনাতেও বেশ ভালই ছিলেন তাঁরা। কেউ ইঞ্জিনিয়ার, কেউ বা হোটেল ম্যানেজমেন্টের ছাত্র। কেউ বা ইংরেজি সাহিত্যের ছাত্রী।

০২ ১৮
রাগিনী খন্না: ‘ভাস্কর ভারতী’-র ভারতী মুম্বই বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্যে স্নাতকোত্তর করেছেন।

রাগিনী খন্না: ‘ভাস্কর ভারতী’-র ভারতী মুম্বই বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্যে স্নাতকোত্তর করেছেন।

০৩ ১৮
কর্ণ সিংহ গ্রোভার: হ্যান্ডসাম হাঙ্ক কর্ণ মুম্বইয়ের হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের গ্র্যাজুয়েট।

কর্ণ সিংহ গ্রোভার: হ্যান্ডসাম হাঙ্ক কর্ণ মুম্বইয়ের হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের গ্র্যাজুয়েট।

০৪ ১৮
দীপিকা সিং: ‘দিয়া অউর বাতি হাম’ তারকা পঞ্জাবের একটি বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিংয়ে এমবিএ করেছেন।

দীপিকা সিং: ‘দিয়া অউর বাতি হাম’ তারকা পঞ্জাবের একটি বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিংয়ে এমবিএ করেছেন।

০৫ ১৮
মৌনী রায়: জনপ্রিয় তারকা মৌনী দিল্লির মিরান্ডা হাউস থেকে প্রথমে ইংরেজিতে স্নাতক করেন। পরবর্তীতে জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয় থেকে মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা করেন মৌনী।

মৌনী রায়: জনপ্রিয় তারকা মৌনী দিল্লির মিরান্ডা হাউস থেকে প্রথমে ইংরেজিতে স্নাতক করেন। পরবর্তীতে জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয় থেকে মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা করেন মৌনী।

০৬ ১৮
রাম কপূর: দেশ থেকে গ্র্যাজুয়েট হওয়ার পর লস অ্যাঞ্জেলস থেকে অভিনয়ে স্নাতকোত্তর স্তরের পড়াশোনা করেছেন রাম।

রাম কপূর: দেশ থেকে গ্র্যাজুয়েট হওয়ার পর লস অ্যাঞ্জেলস থেকে অভিনয়ে স্নাতকোত্তর স্তরের পড়াশোনা করেছেন রাম।

০৭ ১৮
সুরভি জ্যোতি: ‘কবুল হ্যায়’ তারকা জালন্ধরের এপিজে কলেজ অব ফাইন আর্টস থেকে ইংরেজিতে স্নাতকোত্তর পাস করেছেন।

সুরভি জ্যোতি: ‘কবুল হ্যায়’ তারকা জালন্ধরের এপিজে কলেজ অব ফাইন আর্টস থেকে ইংরেজিতে স্নাতকোত্তর পাস করেছেন।

০৮ ১৮
আনাস রশিদ: ‘ধরতি কা বীরযোদ্ধা পৃথ্বীরাজ চৌহান’ খ্যাত আনাস সাইকোলজি নিয়ে স্নাতকোত্তর স্তর পর্যন্ত পড়াশোনা করেছেন। উর্দু, আরবি, ফারসিও বলতে, পড়তে, লিখতে পারেন।

আনাস রশিদ: ‘ধরতি কা বীরযোদ্ধা পৃথ্বীরাজ চৌহান’ খ্যাত আনাস সাইকোলজি নিয়ে স্নাতকোত্তর স্তর পর্যন্ত পড়াশোনা করেছেন। উর্দু, আরবি, ফারসিও বলতে, পড়তে, লিখতে পারেন।

০৯ ১৮
সাক্ষী তনওয়ার: দিল্লির বিখ্যাত প্রতিষ্ঠান লেডি শ্রীরাম কলেজের গ্র্যাজুয়েট তিনি।

সাক্ষী তনওয়ার: দিল্লির বিখ্যাত প্রতিষ্ঠান লেডি শ্রীরাম কলেজের গ্র্যাজুয়েট তিনি।

১০ ১৮
শরোদ কেলকার: গ্বালিয়রের একটি বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিংয়ে এমবিএ করেছেন শরোদ।

শরোদ কেলকার: গ্বালিয়রের একটি বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিংয়ে এমবিএ করেছেন শরোদ।

১১ ১৮
প্রীতিকা রাও: মুম্বই বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট প্রীতিকা বিজ্ঞাপন ও সাংবাদিকতায় ডিপ্লোমাও করেছেন।

প্রীতিকা রাও: মুম্বই বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট প্রীতিকা বিজ্ঞাপন ও সাংবাদিকতায় ডিপ্লোমাও করেছেন।

১২ ১৮
কপিল শর্মা: অমৃতসরের একটি কলেজের স্নাতক এই কৌতুকাভিনেতা।

কপিল শর্মা: অমৃতসরের একটি কলেজের স্নাতক এই কৌতুকাভিনেতা।

১৩ ১৮
দিব্যাঙ্কা ত্রিপাঠী: সিভিল সার্ভিস পরীক্ষায় বসার ঠিক আগেই রুপোলি পর্দায় প্রবেশ করেন এই অভিনেত্রী।

দিব্যাঙ্কা ত্রিপাঠী: সিভিল সার্ভিস পরীক্ষায় বসার ঠিক আগেই রুপোলি পর্দায় প্রবেশ করেন এই অভিনেত্রী।

১৪ ১৮
রণিত রায়: হোটেল ম্যানেজমেন্টের ছাত্র ছিলেন রণিত।

রণিত রায়: হোটেল ম্যানেজমেন্টের ছাত্র ছিলেন রণিত।

১৫ ১৮
দেবলীনা ভট্টাচার্য: দিল্লির এনআইএফটি-র ফ্যাশন ডিজাইনিংয়ের ছাত্রী ছিলেন দেবলীনা।

দেবলীনা ভট্টাচার্য: দিল্লির এনআইএফটি-র ফ্যাশন ডিজাইনিংয়ের ছাত্রী ছিলেন দেবলীনা।

১৬ ১৮
কর্ণ পটেল: ‘ইয়ে হ্যায় মহব্বতেঁ’ তারকা লন্ডন স্কুল অব আর্টসের স্নাতক।

কর্ণ পটেল: ‘ইয়ে হ্যায় মহব্বতেঁ’ তারকা লন্ডন স্কুল অব আর্টসের স্নাতক।

১৭ ১৮
রাশামি দেশাই: অসম বিশ্ববিদ্যালয় থেকেই স্নাতক স্তরের পড়াশোনা করেছেন রাশামি।

রাশামি দেশাই: অসম বিশ্ববিদ্যালয় থেকেই স্নাতক স্তরের পড়াশোনা করেছেন রাশামি।

১৮ ১৮
ভিভিয়ান ডি’সেনা: ইঞ্জিনিয়ারিং পাশ করেছেন এই অভিনেতা।

ভিভিয়ান ডি’সেনা: ইঞ্জিনিয়ারিং পাশ করেছেন এই অভিনেতা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE