Advertisement
২০ এপ্রিল ২০২৪
Photo Gallery

অভিনয় করাকে ঘেন্না করতেন কিশোর!

১৩ অক্টোবর, ১৯৮৭। থেমে গিয়েছিল কিশোর কুমারের কন্ঠ। কিন্তু কিশোর আজও জেগে আছেন শ্রোতার হৃদয়ে। বেঁচে আছেন দর্শকের মনে। জেনে নেওয়া যাক এই কিংবদন্তী সম্পর্কে কিছু অজানা তথ্য।

শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০১৬ ১১:৪৬
Share: Save:
০১ ০৮
কিশোর কুমারের আসল নাম আভাস কুমার গঙ্গোপাধ্যায়। (ছবিতে হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে)।

কিশোর কুমারের আসল নাম আভাস কুমার গঙ্গোপাধ্যায়। (ছবিতে হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে)।

০২ ০৮
সে সময় বম্বে টকিজে কাজ করতেন কিশোরের দাদা অশোক কুমার। সেখানে প্রথম কোরাসে গাওয়ার সময় নিজের নাম আভাস থেকে কিশোর করে নেন গায়ক। (ছবিতে লতা মঙ্গেশকরের সঙ্গে)।

সে সময় বম্বে টকিজে কাজ করতেন কিশোরের দাদা অশোক কুমার। সেখানে প্রথম কোরাসে গাওয়ার সময় নিজের নাম আভাস থেকে কিশোর করে নেন গায়ক। (ছবিতে লতা মঙ্গেশকরের সঙ্গে)।

০৩ ০৮
কে এল সায়গলকে নিজের গুরু মানতেন কিশোর। (ছবিতে যোগীতা বালির সঙ্গে)।

কে এল সায়গলকে নিজের গুরু মানতেন কিশোর। (ছবিতে যোগীতা বালির সঙ্গে)।

০৪ ০৮
কোনওদিন গান শেখার কোনও প্রথাগত ট্রেনিং ছিল না কিশোরের। (ছবিতে ছেলে অমিতের সঙ্গে গান রেকর্ড করছেন)।

কোনওদিন গান শেখার কোনও প্রথাগত ট্রেনিং ছিল না কিশোরের। (ছবিতে ছেলে অমিতের সঙ্গে গান রেকর্ড করছেন)।

০৫ ০৮
কে এল সায়গল, রবীন্দ্রনাথ ঠাকুর এবং ড্যানি কে-এর পোর্টেটের সামনে প্রতিদিন সকালে প্রণাম করে বাড়ি থেকে বেরোতেন কিশোর। (ছবিতে সঙ্গী রাহুল দেব বর্মণ)।

কে এল সায়গল, রবীন্দ্রনাথ ঠাকুর এবং ড্যানি কে-এর পোর্টেটের সামনে প্রতিদিন সকালে প্রণাম করে বাড়ি থেকে বেরোতেন কিশোর। (ছবিতে সঙ্গী রাহুল দেব বর্মণ)।

০৬ ০৮
শুধু গান গাইতেই চেয়েছিলেন কিশোর, কখনওই অভিনয় করতে চাননি। বরং অভিনয়ের জন্য নিজেকে মেনটেন করতে বিরক্তই হতেন তিনি। (ছবিতে রুমা গুহঠাকুরতা এবং অমিত কুমারের সঙ্গে কিশোর)।

শুধু গান গাইতেই চেয়েছিলেন কিশোর, কখনওই অভিনয় করতে চাননি। বরং অভিনয়ের জন্য নিজেকে মেনটেন করতে বিরক্তই হতেন তিনি। (ছবিতে রুমা গুহঠাকুরতা এবং অমিত কুমারের সঙ্গে কিশোর)।

০৭ ০৮
নিজের মনে গাছের সঙ্গে কথা বলতে ভালবাসতেন কিশোর। (এক পার্টিতে হেলেনের সঙ্গে কিশোর)।

নিজের মনে গাছের সঙ্গে কথা বলতে ভালবাসতেন কিশোর। (এক পার্টিতে হেলেনের সঙ্গে কিশোর)।

০৮ ০৮
অভিনয় করতে পছন্দ না করলেও জনপ্রিয়তার নিরিখে অভিনেতা কিশোর কুমার ছিলেন দিলীপ কুমারের পরেই। (ছবিতে সত্যজিত্ রায়ের সঙ্গে কিশোর)।

অভিনয় করতে পছন্দ না করলেও জনপ্রিয়তার নিরিখে অভিনেতা কিশোর কুমার ছিলেন দিলীপ কুমারের পরেই। (ছবিতে সত্যজিত্ রায়ের সঙ্গে কিশোর)।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE