Advertisement
২০ এপ্রিল ২০২৪
Entertainment news

মিঠুনের জন্য তাঁকে ফিরিয়ে দিয়েছিলেন জুহি, সাড়ে তিন দশক পর ‘বদলা’ নিলেন সলমন!

সলমনের চরিত্রের আরও একটা দিক রয়েছে। কোনও কিছু সহজে ভুলতে পারেন না তিনি।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২০ ০৯:০০
Share: Save:
০১ ১৬
সলমনের হৃদয় সোনার তৈরি। ভক্ত বা ইন্ডাস্ট্রির বন্ধুরা সলমনের সম্বন্ধে সব সময়ই এমনই মন্তব্য করে থাকেন। তবে সলমনের চরিত্রের আরও একটা দিক রয়েছে। কোনও কিছু সহজে ভুলতে পারেন না তিনি।

সলমনের হৃদয় সোনার তৈরি। ভক্ত বা ইন্ডাস্ট্রির বন্ধুরা সলমনের সম্বন্ধে সব সময়ই এমনই মন্তব্য করে থাকেন। তবে সলমনের চরিত্রের আরও একটা দিক রয়েছে। কোনও কিছু সহজে ভুলতে পারেন না তিনি।

০২ ১৬
আশির দশকে তাঁর সঙ্গে ঘটে যাওয়া একটা খারাপ ঘটনার বদলা তিনি নিলেন ২০১৫ সালে এসে! তাও আবার প্রকাশ্য মঞ্চে।

আশির দশকে তাঁর সঙ্গে ঘটে যাওয়া একটা খারাপ ঘটনার বদলা তিনি নিলেন ২০১৫ সালে এসে! তাও আবার প্রকাশ্য মঞ্চে।

০৩ ১৬
বদলাটা ছিল জুহি চাওলার প্রতি। আসলে সে সময়ে জুহি প্রত্যাখ্যান করেছিলেন সলমন খানকে। তার পরিবর্তে মিঠুন চক্রবর্তীর সঙ্গে ফিল্মে স্ক্রিন শেয়ার করতে অনেক বেশি আগ্রহী ছিলেন। সেই অপমানই ভুলতে পারেননি সলমন।

বদলাটা ছিল জুহি চাওলার প্রতি। আসলে সে সময়ে জুহি প্রত্যাখ্যান করেছিলেন সলমন খানকে। তার পরিবর্তে মিঠুন চক্রবর্তীর সঙ্গে ফিল্মে স্ক্রিন শেয়ার করতে অনেক বেশি আগ্রহী ছিলেন। সেই অপমানই ভুলতে পারেননি সলমন।

০৪ ১৬
ঘটনাটি ঘটেছিল একটি ফিল্মকে ঘিরে। পরিচালক দীপক বাহারি আশির দশকে ‘নম্বর ওয়ান’ নামে একটি ফিল্ম বানাচ্ছিলেন।

ঘটনাটি ঘটেছিল একটি ফিল্মকে ঘিরে। পরিচালক দীপক বাহারি আশির দশকে ‘নম্বর ওয়ান’ নামে একটি ফিল্ম বানাচ্ছিলেন।

০৫ ১৬
এই ফিল্মে মিঠুন চক্রবর্তীর সঙ্গে ডিম্পল কপাডিয়া, অনিতা রাজ, রঞ্জিত-সহ নামজাদা অভিনেতা-অভিনেত্রীরা ছিলেন।

এই ফিল্মে মিঠুন চক্রবর্তীর সঙ্গে ডিম্পল কপাডিয়া, অনিতা রাজ, রঞ্জিত-সহ নামজাদা অভিনেতা-অভিনেত্রীরা ছিলেন।

০৬ ১৬
আশির দশকে মিঠুনের কী জনপ্রিয়তা ছিল, তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। সমস্ত নায়িকাই তাঁর সঙ্গে কাজ করতে চাইতেন।

আশির দশকে মিঠুনের কী জনপ্রিয়তা ছিল, তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। সমস্ত নায়িকাই তাঁর সঙ্গে কাজ করতে চাইতেন।

০৭ ১৬
আর জুহিও তখন ইন্ডাস্ট্রিতে সদ্য পা দিয়েছেন। এমন একটা ফিল্ম আসতে চলেছে জানতে পেরে তিনি সোজা পরিচালকের কাছে চলে যান। ওই ফিল্মে মিঠুনের বিপরীতে তাঁকে নেওয়ার জন্য অনুরোধ করেন।

আর জুহিও তখন ইন্ডাস্ট্রিতে সদ্য পা দিয়েছেন। এমন একটা ফিল্ম আসতে চলেছে জানতে পেরে তিনি সোজা পরিচালকের কাছে চলে যান। ওই ফিল্মে মিঠুনের বিপরীতে তাঁকে নেওয়ার জন্য অনুরোধ করেন।

০৮ ১৬
কিন্তু সমস্ত কাস্টিং আগে থেকেই হয়ে যাওয়ায় জুহিকে নেওয়া সম্ভব নয় বলেই জানিয়ে দেন পরিচালক।

কিন্তু সমস্ত কাস্টিং আগে থেকেই হয়ে যাওয়ায় জুহিকে নেওয়া সম্ভব নয় বলেই জানিয়ে দেন পরিচালক।

০৯ ১৬
আর্থিক সমস্যার জন্য ফিল্মটা অবশ্য মাঝ পথেই বন্ধ হয়ে যায়।

আর্থিক সমস্যার জন্য ফিল্মটা অবশ্য মাঝ পথেই বন্ধ হয়ে যায়।

১০ ১৬
ফের ওই ফিল্মের শুটিং শুরু করার জন্য পরিচালক এ বার অন্য এক প্রযোজকের খোঁজ করতে থাকেন। স্থির হয় ববি কেন্ট এই ফিল্মের নতুন প্রযোজক হবেন।

ফের ওই ফিল্মের শুটিং শুরু করার জন্য পরিচালক এ বার অন্য এক প্রযোজকের খোঁজ করতে থাকেন। স্থির হয় ববি কেন্ট এই ফিল্মের নতুন প্রযোজক হবেন।

১১ ১৬
কিন্তু যত দিনে ফিল্মের শুটিং নতুন করে শুরু হয়, বেশির ভাগ অভিনেতা-অভিনেত্রীই অন্য ফিল্মের শুটিং নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলেন।

কিন্তু যত দিনে ফিল্মের শুটিং নতুন করে শুরু হয়, বেশির ভাগ অভিনেতা-অভিনেত্রীই অন্য ফিল্মের শুটিং নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলেন।

১২ ১৬
ফলে কাস্টিং পরিবর্তনের প্রয়োজন ছিল। পরিচালক তখন ফিল্মের অফার নিয়ে জুহি চাওলার সঙ্গে যোগাযোগ করেন। এই ফিল্মে মিঠুন থাকায় জুহি চাওলা প্রথম থেকেই এতে কাজ করতে চাইছিলেন।

ফলে কাস্টিং পরিবর্তনের প্রয়োজন ছিল। পরিচালক তখন ফিল্মের অফার নিয়ে জুহি চাওলার সঙ্গে যোগাযোগ করেন। এই ফিল্মে মিঠুন থাকায় জুহি চাওলা প্রথম থেকেই এতে কাজ করতে চাইছিলেন।

১৩ ১৬
কিন্তু তিনি যখন শোনেন যে, এই ফিল্মে মিঠুন আর কাজ করতে পারবেন না, কারণ মিঠুন তত দিনে অন্য ফিল্ম নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলেন এবং মিঠুনের পরিবর্তে এই ফিল্মে সলমন খানকে নেওয়া হবে, সঙ্গে সঙ্গেই ফিল্মটা প্রত্যাখ্যান করে দেন জুহি।

কিন্তু তিনি যখন শোনেন যে, এই ফিল্মে মিঠুন আর কাজ করতে পারবেন না, কারণ মিঠুন তত দিনে অন্য ফিল্ম নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলেন এবং মিঠুনের পরিবর্তে এই ফিল্মে সলমন খানকে নেওয়া হবে, সঙ্গে সঙ্গেই ফিল্মটা প্রত্যাখ্যান করে দেন জুহি।

১৪ ১৬
সলমন তখন সবে মাত্র কেরিয়ার শুরু করেছিলেন। মিঠুনের মতো স্টারডম তাঁর ছিল না। সে কারণেই জুহি সলমনকে প্রত্যাখ্যান করেছিলেন। তার পর থেকে কোনও ফিল্মেই দু’জনকে স্ক্রিন শেয়ার করতে দেখা যায়নি।

সলমন তখন সবে মাত্র কেরিয়ার শুরু করেছিলেন। মিঠুনের মতো স্টারডম তাঁর ছিল না। সে কারণেই জুহি সলমনকে প্রত্যাখ্যান করেছিলেন। তার পর থেকে কোনও ফিল্মেই দু’জনকে স্ক্রিন শেয়ার করতে দেখা যায়নি।

১৫ ১৬
সেই ঘটনার পর এমনকি দু’জনকে এক মঞ্চেও দেখা যায়নি। দেখা গেল তার অনেক দিন পর ২০১৫ সালে। বিগ বস সিজন ৯-এর মঞ্চে বিশেষ অতিথি হয়ে এসেছিলেন জুহি।

সেই ঘটনার পর এমনকি দু’জনকে এক মঞ্চেও দেখা যায়নি। দেখা গেল তার অনেক দিন পর ২০১৫ সালে। বিগ বস সিজন ৯-এর মঞ্চে বিশেষ অতিথি হয়ে এসেছিলেন জুহি।

১৬ ১৬
ওই মঞ্চে সলমনের সঙ্গে জুহি একই ফিল্মে অভিনয় করার ইচ্ছা প্রকাশ করেন। কিছুটা হাল্কা সুরে হলেও তার জবাবে জুহিকে এখন তাঁর মায়ের ভূমিকায় অভিনয় করার প্রস্তাব দেন সলমন। প্রায় সাড়ে তিন দশকের পুরনো ঘটনার বদলা যেন এ ভাবেই নিলেন সলমন।

ওই মঞ্চে সলমনের সঙ্গে জুহি একই ফিল্মে অভিনয় করার ইচ্ছা প্রকাশ করেন। কিছুটা হাল্কা সুরে হলেও তার জবাবে জুহিকে এখন তাঁর মায়ের ভূমিকায় অভিনয় করার প্রস্তাব দেন সলমন। প্রায় সাড়ে তিন দশকের পুরনো ঘটনার বদলা যেন এ ভাবেই নিলেন সলমন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE