Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Bollywood

জেলে সলমন, অনিশ্চিত যে ছবিগুলির ভবিষ্যত্

হরিণ মেরে ‘ভাইজান’ তো গেলেন জেলে। এ দিকে ত্রাহি ত্রাহি রব বলিউডে। ফসকে যেতে বসেছে কোটি কোটি টাকার লগ্নি। জানেন কী, সলমনের কোন কোন ছবি ছিল মুক্তির অপেক্ষায়?

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০১৮ ০৯:৩৭
Share: Save:
০১ ০৮
হরিণ মেরে ‘ভাইজান’ তো গেলেন জেলে। এ দিকে ত্রাহি ত্রাহি রব বলিউডে। ফসকে যেতে বসেছে কোটি কোটি টাকার লগ্নি। জানেন কী, সলমনের কোন কোন ছবি ছিল মুক্তির অপেক্ষায়, কোন কোন ছবিতেই বা নাম লিখিয়েছিলেন ‘ভাইজান’? কত টাকারই বা ছিল বাজেট?

হরিণ মেরে ‘ভাইজান’ তো গেলেন জেলে। এ দিকে ত্রাহি ত্রাহি রব বলিউডে। ফসকে যেতে বসেছে কোটি কোটি টাকার লগ্নি। জানেন কী, সলমনের কোন কোন ছবি ছিল মুক্তির অপেক্ষায়, কোন কোন ছবিতেই বা নাম লিখিয়েছিলেন ‘ভাইজান’? কত টাকারই বা ছিল বাজেট?

০২ ০৮
সলমন মানেই বিগ বাজেট। সলমন মানেই ইদ বা দিওয়ালিতে বক্স-অফিসে ঝড়। বলিউডের এই ‘ভাইজান’-এর নতুন ঠিকানা এখন জোধপুরের কেন্দ্রীয় সংশোধনাগার। তাই ভাল রকমই বিপাকে পড়েছে বলিউড। জানেন কী, বি-টাউনে সলমনের পিছনে এই মুহূর্তে লগ্নির পরিমাণ কত? প্রায় ৪০০ থেকে ৬০০ কোটি টাকা।

সলমন মানেই বিগ বাজেট। সলমন মানেই ইদ বা দিওয়ালিতে বক্স-অফিসে ঝড়। বলিউডের এই ‘ভাইজান’-এর নতুন ঠিকানা এখন জোধপুরের কেন্দ্রীয় সংশোধনাগার। তাই ভাল রকমই বিপাকে পড়েছে বলিউড। জানেন কী, বি-টাউনে সলমনের পিছনে এই মুহূর্তে লগ্নির পরিমাণ কত? প্রায় ৪০০ থেকে ৬০০ কোটি টাকা।

০৩ ০৮
ট্রেড অ্যানালিস্ট গিরিশ ওয়াংখেড়ের কথায়, ‘সলমন মানেই ব্লকবাস্টার, লাভজনক ব্র্যান্ড।’ তাঁর ছবি মানে কম করেও হলেও ২০০ কোটি টাকার বাজেট। আগামী ইদেই মুক্তি পাওয়ার কথা সলমন অভিনীত ‘রেস ৩’-এর। তা ছাড়া, কাজ শুরুর মুখে ছিল আরও তিনটি বড় ব্যানারের ছবি। বলিউড বিশেষজ্ঞ কোমল নাহাতা জানিয়েছেন, তিনটি ছবির ঘোষণা হলেও কাজ শুরু হয়নি। কোমল জানিয়েছেন, সম্ভবত এই রায়ের অপেক্ষাতেই ছিলেন সলমনও। সময় নিচ্ছিলেন কাজ শুরুর আগে।

ট্রেড অ্যানালিস্ট গিরিশ ওয়াংখেড়ের কথায়, ‘সলমন মানেই ব্লকবাস্টার, লাভজনক ব্র্যান্ড।’ তাঁর ছবি মানে কম করেও হলেও ২০০ কোটি টাকার বাজেট। আগামী ইদেই মুক্তি পাওয়ার কথা সলমন অভিনীত ‘রেস ৩’-এর। তা ছাড়া, কাজ শুরুর মুখে ছিল আরও তিনটি বড় ব্যানারের ছবি। বলিউড বিশেষজ্ঞ কোমল নাহাতা জানিয়েছেন, তিনটি ছবির ঘোষণা হলেও কাজ শুরু হয়নি। কোমল জানিয়েছেন, সম্ভবত এই রায়ের অপেক্ষাতেই ছিলেন সলমনও। সময় নিচ্ছিলেন কাজ শুরুর আগে।

০৪ ০৮
‘রেস ১’ ও ‘রেস ২’-এর সাফল্যের পর মুক্তির অপেক্ষায় দিন গুনছিল ‘রেস’ সিরিজের পরবর্তী ছবি রেমো ডি-সুজার ‘রেস ৩’। ১৫০ কোটি বাজেটের এই ছবিতে খলনায়কের চরিত্রে অভিনয় করেছেন সলমন। তা ছাড়াও রয়েছেন জ্যাকলিন ফার্নান্ডেজ, অনিল কপূর, ববি দেওল, সাকিব সালিম এবং ডেইজি শাহ। আবু ধাবি ও ব্যাঙ্ককে পালা করে হয়েছে ছবির শুটিং। তবে ছবির প্রযোজক সংস্থা জানিয়েছে, এখনও শুটিংয়ের কাজ কিছু বাকি আছে, সেই সঙ্গে বাকি ডাবিং।

‘রেস ১’ ও ‘রেস ২’-এর সাফল্যের পর মুক্তির অপেক্ষায় দিন গুনছিল ‘রেস’ সিরিজের পরবর্তী ছবি রেমো ডি-সুজার ‘রেস ৩’। ১৫০ কোটি বাজেটের এই ছবিতে খলনায়কের চরিত্রে অভিনয় করেছেন সলমন। তা ছাড়াও রয়েছেন জ্যাকলিন ফার্নান্ডেজ, অনিল কপূর, ববি দেওল, সাকিব সালিম এবং ডেইজি শাহ। আবু ধাবি ও ব্যাঙ্ককে পালা করে হয়েছে ছবির শুটিং। তবে ছবির প্রযোজক সংস্থা জানিয়েছে, এখনও শুটিংয়ের কাজ কিছু বাকি আছে, সেই সঙ্গে বাকি ডাবিং।

০৫ ০৮
বক্স-অফিস হিট ‘টাইগার জিন্দা হ্যায়’-এর পর আলি আব্বাস জাফরের ‘ভারত’ ছবিতে একজন ইতিহাসবিদের চরিত্রে অভিনয় করার কথা ছিল সলমনের। ‘ভারত’ কোরিয়ান ছবি ‘ওড টু মাই ফাদার’-এর রিমেক। সব ঠিক থাকলে আগামী বছর ইদেই মুক্তি পেত ‘টি-সিরিজ’ ব্যানারের এই ছবিটি।

বক্স-অফিস হিট ‘টাইগার জিন্দা হ্যায়’-এর পর আলি আব্বাস জাফরের ‘ভারত’ ছবিতে একজন ইতিহাসবিদের চরিত্রে অভিনয় করার কথা ছিল সলমনের। ‘ভারত’ কোরিয়ান ছবি ‘ওড টু মাই ফাদার’-এর রিমেক। সব ঠিক থাকলে আগামী বছর ইদেই মুক্তি পেত ‘টি-সিরিজ’ ব্যানারের এই ছবিটি।

০৬ ০৮
‘দাবাং ১’ এবং ‘দাবাং ২’ বক্স-অফিসে অভাবনীয় হিট। ভক্তদের চমক দিতে ফের চুলবুল পান্ডেকে দেখা যেত ‘দাবাং’ সিরিজের পরের ছবি ‘দাবাং ৩’-এ। তবে প্রভু দেবা এবং আরবাজ খানের প্রযোজনার ছবিটির ঘোষণা হলেও কাজ শুরু করেননি সলমন।

‘দাবাং ১’ এবং ‘দাবাং ২’ বক্স-অফিসে অভাবনীয় হিট। ভক্তদের চমক দিতে ফের চুলবুল পান্ডেকে দেখা যেত ‘দাবাং’ সিরিজের পরের ছবি ‘দাবাং ৩’-এ। তবে প্রভু দেবা এবং আরবাজ খানের প্রযোজনার ছবিটির ঘোষণা হলেও কাজ শুরু করেননি সলমন।

০৭ ০৮
বলিউডের বিখ্যাত প্রযোজক-পরিচালক সাজিদ নাদিয়াওয়ালা টুইটারে জানিয়েছিলেন ভক্তদের জন্য ফের ‘কিক টু’-তে মুখ দেখাবেন সলমন। ২০১৪-এ মুক্তি পাওয়া বলিউড অ্যাকশন-থ্রিলার ‘কিক’-এর সিক্যুয়েল ছিল ‘কিক টু’। সব ঠিক থাকলে ২০১৯-এর বড়দিনেই মুক্তি পাওয়ার কথা ছিল ‘কিক টু’-র।

বলিউডের বিখ্যাত প্রযোজক-পরিচালক সাজিদ নাদিয়াওয়ালা টুইটারে জানিয়েছিলেন ভক্তদের জন্য ফের ‘কিক টু’-তে মুখ দেখাবেন সলমন। ২০১৪-এ মুক্তি পাওয়া বলিউড অ্যাকশন-থ্রিলার ‘কিক’-এর সিক্যুয়েল ছিল ‘কিক টু’। সব ঠিক থাকলে ২০১৯-এর বড়দিনেই মুক্তি পাওয়ার কথা ছিল ‘কিক টু’-র।

০৮ ০৮
‘বিগ বস’-এর পর ফের জনপ্রিয় টিভি গেম শো ‘দশ কা দম’-এ ফিরতে চলেছিলেন সলমন। শো-টির প্রোমো আগেই বাজারে ছেড়েছিল সোনি। শোনা গিয়েছে, টিজারের জন্য নাকি শুটিংও শুরু করেছিলেন সলমন।

‘বিগ বস’-এর পর ফের জনপ্রিয় টিভি গেম শো ‘দশ কা দম’-এ ফিরতে চলেছিলেন সলমন। শো-টির প্রোমো আগেই বাজারে ছেড়েছিল সোনি। শোনা গিয়েছে, টিজারের জন্য নাকি শুটিংও শুরু করেছিলেন সলমন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE