Advertisement
১৬ এপ্রিল ২০২৪
Entertainment Gallery

প্রিয়ঙ্কা ছাড়াও বিদেশি টেলি-সিরিজে ছিলেন এই দেশি স্টারেরা

‘কোয়ান্টিকো’-র সৌজন্যে বিদেশের মাটিতে প্রিয়ঙ্কা চোপড়ার জয়জয়কারের গল্পটা নতুন। তবে শুধু প্রিয়ঙ্কাই নন, টেলি-সিরিজে মুখ দেখিয়েছেন আরও দেশি স্টার। তাঁরা কারা জানেন?

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৪ অগস্ট ২০১৮ ১৫:৪০
Share: Save:
০১ ০৭
‘কোয়ান্টিকো’-র সৌজন্যে বিদেশের মাটিতে প্রিয়ঙ্কা চোপড়ার জয়জয়কারের গল্পটা নতুন। তবে শুধু প্রিয়ঙ্কাই নন, টেলি-সিরিজে মুখ দেখিয়েছেন আরও দেশি স্টার। তাঁরা কারা জানেন?

‘কোয়ান্টিকো’-র সৌজন্যে বিদেশের মাটিতে প্রিয়ঙ্কা চোপড়ার জয়জয়কারের গল্পটা নতুন। তবে শুধু প্রিয়ঙ্কাই নন, টেলি-সিরিজে মুখ দেখিয়েছেন আরও দেশি স্টার। তাঁরা কারা জানেন?

০২ ০৭
বিনোদ খন্নার ছোট ছেলেকে হিন্দি ফিল্মে খুব কমই দেখা গিয়েছে। তবে মার্কিন টেলি-সিরিজ ‘দ্য আমেরিকান’-এ বেশ সাড়া ফেলে দিয়েছেন রাহুল খন্না। দর্শকরা তো বটেই সমালোচকদের নজরে পড়েছেন তিনি।

বিনোদ খন্নার ছোট ছেলেকে হিন্দি ফিল্মে খুব কমই দেখা গিয়েছে। তবে মার্কিন টেলি-সিরিজ ‘দ্য আমেরিকান’-এ বেশ সাড়া ফেলে দিয়েছেন রাহুল খন্না। দর্শকরা তো বটেই সমালোচকদের নজরে পড়েছেন তিনি।

০৩ ০৭
‘দ্য লাঞ্চবক্স’ খুললেই নিমরত কৌরের রান্নার স্বাদ পেতেন ইরফান খান। রিল লাইফে নিমরতের তৈরি খাবারের মতোই তাঁর অভিনয়ও মাত করেছিল। এর পর ‘হোমল্যান্ড’-এর মতো সাড়াজাগানো টেলি-সিরিজের হাতছানিতে আমেরিকায় পাড়ি। পাক সরকারি আধিকারিকদের ভূমিকায় সেখানেও রীতিমতো চমক জাগিয়েছিলেন তিনি।

‘দ্য লাঞ্চবক্স’ খুললেই নিমরত কৌরের রান্নার স্বাদ পেতেন ইরফান খান। রিল লাইফে নিমরতের তৈরি খাবারের মতোই তাঁর অভিনয়ও মাত করেছিল। এর পর ‘হোমল্যান্ড’-এর মতো সাড়াজাগানো টেলি-সিরিজের হাতছানিতে আমেরিকায় পাড়ি। পাক সরকারি আধিকারিকদের ভূমিকায় সেখানেও রীতিমতো চমক জাগিয়েছিলেন তিনি।

০৪ ০৭
‘স্লামডগ মিলিয়োনেয়ার’-এ সঞ্চালকের ছোট্ট ভূমিকায় পরিচালক ড্যানি বয়েলের প্রিয়পাত্র হয়ে উঠেছিলেন অনিল কপূর। এর পর ‘২৪’। ওমর হুসেনের চরিত্রে নিজেকে নিংড়ে দিয়েছিলেন অনিল। এতটাই জনপ্রিয় হয়েছিল সেই শো যে, এর পর তার দেশি ভার্সন তৈরি করা হয়।

‘স্লামডগ মিলিয়োনেয়ার’-এ সঞ্চালকের ছোট্ট ভূমিকায় পরিচালক ড্যানি বয়েলের প্রিয়পাত্র হয়ে উঠেছিলেন অনিল কপূর। এর পর ‘২৪’। ওমর হুসেনের চরিত্রে নিজেকে নিংড়ে দিয়েছিলেন অনিল। এতটাই জনপ্রিয় হয়েছিল সেই শো যে, এর পর তার দেশি ভার্সন তৈরি করা হয়।

০৫ ০৭
বলিউডের পাশাপাশি হলিউডের বিভিন্ন ফিল্মে প্রায় নিয়মিতই অভিনয় করে গিয়েছেন ইরফান খান। নেটফ্লিক্সের সিরিজ ‘টোকিয়ো ট্রায়াল’-এ বিচারকের চরিত্রেও প্রশংসা কুড়িয়েছেন তিনি।

বলিউডের পাশাপাশি হলিউডের বিভিন্ন ফিল্মে প্রায় নিয়মিতই অভিনয় করে গিয়েছেন ইরফান খান। নেটফ্লিক্সের সিরিজ ‘টোকিয়ো ট্রায়াল’-এ বিচারকের চরিত্রেও প্রশংসা কুড়িয়েছেন তিনি।

০৬ ০৭
প্রিয়ঙ্কা চোপড়ার হলিউড পাড়ি দেওয়ার বহু কাল আগেই সেখানে পা রেখেছিলেন কবীর বেদী। টেলি-সিরিজে অভিনয়ের ব্যাপারে এ দেশের স্টারদের মধ্যে একেবারে প্রথম সারিতে রয়েছেন তিনি। নয়ের দশকে ‘দ্য বোল্ড অ্যান্ড দ্য বিউটিফুল’-এ কবীরের রাজকীয় চেহারা এখনও অনেকে মনে রেখেছেন।

প্রিয়ঙ্কা চোপড়ার হলিউড পাড়ি দেওয়ার বহু কাল আগেই সেখানে পা রেখেছিলেন কবীর বেদী। টেলি-সিরিজে অভিনয়ের ব্যাপারে এ দেশের স্টারদের মধ্যে একেবারে প্রথম সারিতে রয়েছেন তিনি। নয়ের দশকে ‘দ্য বোল্ড অ্যান্ড দ্য বিউটিফুল’-এ কবীরের রাজকীয় চেহারা এখনও অনেকে মনে রেখেছেন।

০৭ ০৭
মাত্র আঠারোয় ‘স্লামডগ মিলিয়োনেয়ার’। তবে জামাল মালিকের চরিত্রে নজর কাড়তে বেশি সময় নেননি দেব পটেল। রাতারাতি স্পটলাইটের আলোয় এসে পড়েছিলেন। তবে শুধুমাত্র বড় পর্দায় আটকে না থেকে এর পর ছোট পর্দাতেও মুখ দেখান তিনি। ‘স্কিনস’-এর মতো হিট সিরিজে খুবই কম সময়ের মধ্যেও নজর কেড়েছিলেন দেব।

মাত্র আঠারোয় ‘স্লামডগ মিলিয়োনেয়ার’। তবে জামাল মালিকের চরিত্রে নজর কাড়তে বেশি সময় নেননি দেব পটেল। রাতারাতি স্পটলাইটের আলোয় এসে পড়েছিলেন। তবে শুধুমাত্র বড় পর্দায় আটকে না থেকে এর পর ছোট পর্দাতেও মুখ দেখান তিনি। ‘স্কিনস’-এর মতো হিট সিরিজে খুবই কম সময়ের মধ্যেও নজর কেড়েছিলেন দেব।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE