Advertisement
১৬ এপ্রিল ২০২৪
Bengali Film

খেলা নিয়ে সবচেয়ে জনপ্রিয় বাংলা ছবিগুলি

‘ফাইট কোনি ফাইট’ বলে চলেছেন খিদ্দা।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২২ জুলাই ২০১৮ ১৫:৩৬
Share: Save:
০১ ১০
খেলা নিয়ে ছবি, তাও বাংলায়। আট কিংবা আশি। মজেছেন সবাই। ছবিতে মূল চরিত্রের সঙ্গে মিশে গিয়ে লড়াই করেছেন দর্শকও। জিতেছেন, হেরেছেন। গোল করেছেন। মেডেল পেয়েছেন। আবেগতাড়িত হয়ে কেঁদেওছেন।

খেলা নিয়ে ছবি, তাও বাংলায়। আট কিংবা আশি। মজেছেন সবাই। ছবিতে মূল চরিত্রের সঙ্গে মিশে গিয়ে লড়াই করেছেন দর্শকও। জিতেছেন, হেরেছেন। গোল করেছেন। মেডেল পেয়েছেন। আবেগতাড়িত হয়ে কেঁদেওছেন।

০২ ১০
ধন্যি মেয়ে (১৯৭১): ছবিটি এতটাই জনপ্রিয় যে ‘সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল’ গানটি বাঙালির ‘অ্যানথেম’ হয়ে গিয়েছে। উত্তম কুমার, সাবিত্রী চট্টোপাধ্যায়, জয়া ভাদুড়ি অভিনীত ছবিতে ফুটবলের সঙ্গে ছিল মিষ্টি প্রেমের ছোঁয়াও।

ধন্যি মেয়ে (১৯৭১): ছবিটি এতটাই জনপ্রিয় যে ‘সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল’ গানটি বাঙালির ‘অ্যানথেম’ হয়ে গিয়েছে। উত্তম কুমার, সাবিত্রী চট্টোপাধ্যায়, জয়া ভাদুড়ি অভিনীত ছবিতে ফুটবলের সঙ্গে ছিল মিষ্টি প্রেমের ছোঁয়াও।

০৩ ১০
স্ট্রাইকার (১৯৭৮): মতি নন্দীর গল্প অবলম্বনে তৈরি ছবিতে ছিলেন শমিত ভঞ্জ, সন্তু মুখোপাধ্যায়। সেই সময় বেশ জনপ্রিয় হয়েছিল ছবিটি।

স্ট্রাইকার (১৯৭৮): মতি নন্দীর গল্প অবলম্বনে তৈরি ছবিতে ছিলেন শমিত ভঞ্জ, সন্তু মুখোপাধ্যায়। সেই সময় বেশ জনপ্রিয় হয়েছিল ছবিটি।

০৪ ১০
কোনি (১৯৮৪): ‘ফাইট কোনি ফাইট’। মতি নন্দীর গল্পের এই সংলাপই জনপ্রিয় হয়ে উঠল সালে ছবি মুক্তির পর। এক সাঁতারুর লড়াইয়ের কাহিনী। আর সঙ্গে কোচ খিদ্দার মারাত্মক পরিশ্রম।

কোনি (১৯৮৪): ‘ফাইট কোনি ফাইট’। মতি নন্দীর গল্পের এই সংলাপই জনপ্রিয় হয়ে উঠল সালে ছবি মুক্তির পর। এক সাঁতারুর লড়াইয়ের কাহিনী। আর সঙ্গে কোচ খিদ্দার মারাত্মক পরিশ্রম।

০৫ ১০
সাহেব (১৯৮১): বিজয় বসু পরিচালিত ছবিটিতে রয়েছে তরুণ ফুটবলারের স্ট্রাগলের গল্প। বাড়ির কেউই ফুটবল ভালবাসে না। জাতীয় দলে সে সুযোগও পায়। কিন্তু বোনের বিয়ের জন্যে নিজের কিডনি বিক্রি করার কথা ভাবতে হয় তাকে।

সাহেব (১৯৮১): বিজয় বসু পরিচালিত ছবিটিতে রয়েছে তরুণ ফুটবলারের স্ট্রাগলের গল্প। বাড়ির কেউই ফুটবল ভালবাসে না। জাতীয় দলে সে সুযোগও পায়। কিন্তু বোনের বিয়ের জন্যে নিজের কিডনি বিক্রি করার কথা ভাবতে হয় তাকে।

০৬ ১০
চলো পাল্টাই (২০১১): এক প্রতিভাবান ক্রিকেটারের জীবন নিয়ে তৈরি এই ছবি। কিন্তু তার বাবা একেবারেই চায় না সে খেলুক। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয় ওই ক্রিকেটার। এরপরই বদলাতে থাকে তার বাবার দৃষ্টিভঙ্গী।

চলো পাল্টাই (২০১১): এক প্রতিভাবান ক্রিকেটারের জীবন নিয়ে তৈরি এই ছবি। কিন্তু তার বাবা একেবারেই চায় না সে খেলুক। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয় ওই ক্রিকেটার। এরপরই বদলাতে থাকে তার বাবার দৃষ্টিভঙ্গী।

০৭ ১০
এগারো (২০১১): ১৯১১ সালে মোহনবাগানের আইএফএ শিল্ড জয়ের প্রেক্ষাপটে তৈরি হয়েছে এই ছবি। ময়ূখ-মৈনাকের সুরে ‘জন্মেছি মাথায় নিয়ে’ গানটিও বেশ জনপ্রিয় হয়।

এগারো (২০১১): ১৯১১ সালে মোহনবাগানের আইএফএ শিল্ড জয়ের প্রেক্ষাপটে তৈরি হয়েছে এই ছবি। ময়ূখ-মৈনাকের সুরে ‘জন্মেছি মাথায় নিয়ে’ গানটিও বেশ জনপ্রিয় হয়।

০৮ ১০
বাইসাইকেল কিক (২০১৩) দেবাশিস সেনশর্মার এই ছবিতে অভিনয় করেছিলেন ঋত্বিক চক্রবর্তী। উত্তর কলকাতার পটভূমিকায় তৈরি এই ছবিতে দেখানো হয়েছে, ফুটবল কী ভাবে জীবন বদলে দিতে পারে।

বাইসাইকেল কিক (২০১৩) দেবাশিস সেনশর্মার এই ছবিতে অভিনয় করেছিলেন ঋত্বিক চক্রবর্তী। উত্তর কলকাতার পটভূমিকায় তৈরি এই ছবিতে দেখানো হয়েছে, ফুটবল কী ভাবে জীবন বদলে দিতে পারে।

০৯ ১০
লড়াই (২০১৫): পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত ছবিতে ছিলেন প্রসেনজিৎ। রাজনৈতিক অস্থিরতা রয়েছে পুরুলিয়ার একটি গ্রামে। সেই গ্রামের তরুণদের ফুটবলে উৎসাহ জোগানোর দায়িত্ব দেওয়া হয় প্রাক্তন এক ফুটবলারকে।

লড়াই (২০১৫): পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত ছবিতে ছিলেন প্রসেনজিৎ। রাজনৈতিক অস্থিরতা রয়েছে পুরুলিয়ার একটি গ্রামে। সেই গ্রামের তরুণদের ফুটবলে উৎসাহ জোগানোর দায়িত্ব দেওয়া হয় প্রাক্তন এক ফুটবলারকে।

১০ ১০
মেসি (২০১৭): রিঙ্গো বন্দ্যোপাধ্যায় পরিচালিত ছবিটিতে ফুটবল নিয়ে সারা বাংলাজুড়ে পাগলামির কথা বলা হয়েছে। দুই ভাই কী‌ ভাবে একে অপরের পরিপূরক হয়ে উঠেছে ফুটবল ঘিরে, তা রয়েছে ছবিতে।

মেসি (২০১৭): রিঙ্গো বন্দ্যোপাধ্যায় পরিচালিত ছবিটিতে ফুটবল নিয়ে সারা বাংলাজুড়ে পাগলামির কথা বলা হয়েছে। দুই ভাই কী‌ ভাবে একে অপরের পরিপূরক হয়ে উঠেছে ফুটবল ঘিরে, তা রয়েছে ছবিতে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE