Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Bollywood actress

এই বলিউড অভিনেত্রীকে চিনতে পারছেন? ইনি এখন অবসাদগ্রস্থ, অসুস্থ

এঁকে চিনতে পারছেন? বলিউডে তাঁর ডেবিউ ছবিটি কিন্তু বেশ জনপ্রিয় হয়েছিল। তাঁর ভাইও বলিউডের একজন নামী পরিচালক। আসুন চিনে নেওয়া যাক এই অভিনেত্রীকে আর জেনে নেওয়া যাক এঁর বর্তমান হাল হকিকত।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০১৮ ০৯:৫৮
Share: Save:
০১ ০৭
এঁকে চিনতে পারছেন? বলিউডে তাঁর ডেবিউ ছবিটি কিন্তু বেশ জনপ্রিয় হয়েছিল। তাঁর ভাইও বলিউডের একজন নামী পরিচালক। আসুন চিনে নেওয়া যাক এই অভিনেত্রীকে আর জেনে নেওয়া যাক এঁর বর্তমান হাল হকিকত।

এঁকে চিনতে পারছেন? বলিউডে তাঁর ডেবিউ ছবিটি কিন্তু বেশ জনপ্রিয় হয়েছিল। তাঁর ভাইও বলিউডের একজন নামী পরিচালক। আসুন চিনে নেওয়া যাক এই অভিনেত্রীকে আর জেনে নেওয়া যাক এঁর বর্তমান হাল হকিকত।

০২ ০৭
ডিসেম্বর, ২০০৫-এ মুক্তি পায় এই অভিনেত্রীর ডেবিউ ছবি ‘কলিযুগ’। ছবিতে নায়িকার চরিত্রেই অভিনয় করেছিলেন তিনি। নাম স্মাইলি সুরি।

ডিসেম্বর, ২০০৫-এ মুক্তি পায় এই অভিনেত্রীর ডেবিউ ছবি ‘কলিযুগ’। ছবিতে নায়িকার চরিত্রেই অভিনয় করেছিলেন তিনি। নাম স্মাইলি সুরি।

০৩ ০৭
তাঁর ভাই মোহিত সুরিরও পরিচালক হিসেবে এটিই প্রথম ছবি। ‘ওহ্‌ লমহে’, ‘আশিকি ২’, ‘এক ভিলেন’-এর মতো একাধিক বাণিজ্য সফল ছবির পরিচালক মোহিত।

তাঁর ভাই মোহিত সুরিরও পরিচালক হিসেবে এটিই প্রথম ছবি। ‘ওহ্‌ লমহে’, ‘আশিকি ২’, ‘এক ভিলেন’-এর মতো একাধিক বাণিজ্য সফল ছবির পরিচালক মোহিত।

০৪ ০৭
‘দৈনিক ভাস্কর’কে দেওয়া সাক্ষাত্কারে স্মাইলি জানান, ২০১৭-এ তাঁর বাবা এবং ঠাকুমার মৃত্যু তাঁর জীবনে গভীর শূন্যতার সৃষ্টি করে। ক্রমশ একাকিত্ব তাঁকে গ্রাস করতে থাকে। এ ছাড়াও নানা কারণে তিনি সে সময় অবসাদগ্রস্ত হয়ে পড়েন।

‘দৈনিক ভাস্কর’কে দেওয়া সাক্ষাত্কারে স্মাইলি জানান, ২০১৭-এ তাঁর বাবা এবং ঠাকুমার মৃত্যু তাঁর জীবনে গভীর শূন্যতার সৃষ্টি করে। ক্রমশ একাকিত্ব তাঁকে গ্রাস করতে থাকে। এ ছাড়াও নানা কারণে তিনি সে সময় অবসাদগ্রস্ত হয়ে পড়েন।

০৫ ০৭
মডেল-ডান্সার থেকে বলিউডের অভিনেত্রী হয়ে ওঠা স্মাইলি জানান, চিকিত্সার পাশাপাশি পোল ডান্স এবং নিয়মিত যোগাভ্যাস তাঁকে একাকিত্ব, অবসাদ কাটাতে সাহায্য করেছে।

মডেল-ডান্সার থেকে বলিউডের অভিনেত্রী হয়ে ওঠা স্মাইলি জানান, চিকিত্সার পাশাপাশি পোল ডান্স এবং নিয়মিত যোগাভ্যাস তাঁকে একাকিত্ব, অবসাদ কাটাতে সাহায্য করেছে।

০৬ ০৭
ছোটবেলা থেকেই প্রাচীন ভারতীয় শরীরচর্চা পদ্ধতি মল্লখাম্ব-র (অনেকটা জিমন্যাস্টিকের মতো) চর্চা করতেন স্মাইলি। নাচের প্রতি ঝোঁকও ছিল তাঁর। ফলে পোল ডান্স তাঁকে আকর্ষণ করেছে সহজেই।

ছোটবেলা থেকেই প্রাচীন ভারতীয় শরীরচর্চা পদ্ধতি মল্লখাম্ব-র (অনেকটা জিমন্যাস্টিকের মতো) চর্চা করতেন স্মাইলি। নাচের প্রতি ঝোঁকও ছিল তাঁর। ফলে পোল ডান্স তাঁকে আকর্ষণ করেছে সহজেই।

০৭ ০৭
দুবাইয়ে গিয়ে ঘটনাচক্রে পোল ডান্স শেখার সুযোগ পান স্মাইলি। সেখান থেকে প্রশিক্ষণ নিয়ে এসে এখন তিনি একজন পোল ডান্সের প্রশিক্ষক।

দুবাইয়ে গিয়ে ঘটনাচক্রে পোল ডান্স শেখার সুযোগ পান স্মাইলি। সেখান থেকে প্রশিক্ষণ নিয়ে এসে এখন তিনি একজন পোল ডান্সের প্রশিক্ষক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE