সলমন খানের সঙ্গে নানা সময় নানা নায়িকার নাম জড়িয়েছে। কখনও ঐশ্বর্যা রাই, কখনও বা ক্যাটরিনা কইফের সঙ্গে তাঁর সম্পর্ক হয়ে উঠেছে বি টাউনের সেরা আলোচ্য বিষয়। কিন্তু সলমনের প্রথম প্রেমিকাকে চেনেন? জানেন এখন তিনি কী করছেন?
যদিও সলমনের সঙ্গে শাহিনের সম্পর্ক স্থায়ী হয়নি। শাহিনের বিয়ে হয় অভিনেতা সুমিত সায়গলের সঙ্গে। তাঁদের একটি মেয়েও হয়। কিন্তু সলমন শাহিনের প্রেমের সূত্রপাত কবে?
শাহিনের বোনঝি অভিনেত্রী কিয়ারা আডবাণী একটি পোর্টালকে দেওয়া সাক্ষাৎকারে একবার জানিয়েছিলেন, শাহিনের সঙ্গে যে সলমনের গভীর বন্ধুত্ব ছিল, তা কিয়ারার মাও বলেছিলেন।
মাসি শাহিনের সঙ্গে সলমন খান একসঙ্গে সেই নয়ের দশেক সাইকেল চালিয়ে ঘুরতে যেতেন সমুদ্রের ধারে, এমনটাও বলেছিলেন কিয়ারা। নিজের মেন্টর সলমনের প্রতি তাঁর বিশেষ শ্রদ্ধা রয়েছে এমনটাও উল্লেখ করেছিলেন যদিও।
সলমনের সঙ্গে শায়রা বানু ও দিলীপ কুমারের অত্যন্ত ভাল সম্পর্ক। শায়রার ভাই সুলতান আহমেদের মেয়ে ছিলেন শাহিন। পরবর্তীতেও সলমনের সঙ্গে শাহিনের এই ছবিটি দেখে অনেকেই বলেছিলেন, সলমনের প্রথম প্রেম শাহিন তাঁর খুব ভাল বন্ধু ছিলেন আসলে।
অভিনেত্রী শায়েষা সায়গল সুমিত ও শাহিনের মেয়ে। ২০০৩ সালে শাহিনের সঙ্গে সুমিতের বিচ্ছেদ হয়ে যায়। শাহিনের সঙ্গে সলমনের কিন্তু যোগাযোগ রয়েছে। শায়েষাকেও সলমন অত্যন্ত স্নেহ করেন, বি টাউন সূত্রের খবর বলছে এমনটাই।
শাহিন অভিনয় করতেন। সঙ্গীতা সলমনের জীবনে আসতেই সরে আসেন তিনি। আন্তর্জাতিক বিমান সংস্থায় কাজ নেন শাহিন। তবে মনে মনে চেয়েছিলেন মেয়ে যেন অভিনেত্রীই হন, আর ঠিক তাই হয়েছে। শায়েষা সায়গল কলিউডে ইনিংস শুরু করেছেন। বলিউডে তাঁর ‘শিবায়ে’ ছবিটি প্রশংসিতও হয়েছে।
Share