Advertisement
২০ এপ্রিল ২০২৪
Entertainment news

বলিউডের এই লোকেশনগুলো আপনাকে বোকা বানিয়েছে, জানতেন?

ফিল্ম কিন্তু আপনাকে বোকা বানায়! যে জায়গা ফিল্মে দেখানো হয়, বা আপনি যে জায়গা দেখছেন, বাস্তবে কিন্তু সেটা অন্য জায়গা। যেমন ধরুন, গোয়াকে চেন্নাই ভেবে ভুল করলেন, বা পোল্যান্ডকে কাশ্মীর!

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১১ অগস্ট ২০১৮ ১৩:৪৪
Share: Save:
০১ ০৬
ফিল্ম কিন্তু আপনাকে বোকা বানায়! যে জায়গা ফিল্মে দেখানো হয়, বা আপনি যে জায়গা দেখছেন, বাস্তবে কিন্তু সেটা অন্য জায়গা। যেমন ধরুন, গোয়াকে চেন্নাই ভেবে ভুল করলেন, বা পোল্যান্ডকে কাশ্মীর!

ফিল্ম কিন্তু আপনাকে বোকা বানায়! যে জায়গা ফিল্মে দেখানো হয়, বা আপনি যে জায়গা দেখছেন, বাস্তবে কিন্তু সেটা অন্য জায়গা। যেমন ধরুন, গোয়াকে চেন্নাই ভেবে ভুল করলেন, বা পোল্যান্ডকে কাশ্মীর!

০২ ০৬
ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি: রণবীর কপূর এবং দীপিকা পাড়ুকোন অভিনীত এই ছবিটি দেখানো হয়েছিল বন্ধুরা মানালিতে ট্রেকিং করতে গিয়েছিলেন। কিন্তু বাস্তবে সেটা মানালি নয়, ছিল কাশ্মীরের গুলমার্গ।

ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি: রণবীর কপূর এবং দীপিকা পাড়ুকোন অভিনীত এই ছবিটি দেখানো হয়েছিল বন্ধুরা মানালিতে ট্রেকিং করতে গিয়েছিলেন। কিন্তু বাস্তবে সেটা মানালি নয়, ছিল কাশ্মীরের গুলমার্গ।

০৩ ০৬
ফানাহ: কাজল-আমিরের লভ স্টোরি। ছবির দ্বিতীয় অংশে ‘দেখানো’ হয়েছিল বরফ ঢাকা কাশ্মীরে। এটা কিন্তু সত্যি নয়, ফিল্মের শুটিং আসলে হয়েছিল দক্ষিণ পোল্যান্ডের তাত্রা পর্বতে।

ফানাহ: কাজল-আমিরের লভ স্টোরি। ছবির দ্বিতীয় অংশে ‘দেখানো’ হয়েছিল বরফ ঢাকা কাশ্মীরে। এটা কিন্তু সত্যি নয়, ফিল্মের শুটিং আসলে হয়েছিল দক্ষিণ পোল্যান্ডের তাত্রা পর্বতে।

০৪ ০৬
কভি খুশি কভি গম: কর্ণ জোহরের পরিচালনায় এই ফ্যামিলি ড্রামায় কাজল, শাহরুখ, অমিতাভ, জয়া বচ্চন, রানি মুখোপাধ্যায়, হৃত্বিক রোশন, করিনা কপূরের মতো অভিনেতারা রয়েছেন। ফিল্মের একটা অংশে দিল্লির চাঁদনি চক এলাকাকে দেখানো হয়েছিল। কিন্তু বাস্তবে তার শুটিং হয়েছিল মুম্বইয়ের ফিল্ম সিটিতে।

কভি খুশি কভি গম: কর্ণ জোহরের পরিচালনায় এই ফ্যামিলি ড্রামায় কাজল, শাহরুখ, অমিতাভ, জয়া বচ্চন, রানি মুখোপাধ্যায়, হৃত্বিক রোশন, করিনা কপূরের মতো অভিনেতারা রয়েছেন। ফিল্মের একটা অংশে দিল্লির চাঁদনি চক এলাকাকে দেখানো হয়েছিল। কিন্তু বাস্তবে তার শুটিং হয়েছিল মুম্বইয়ের ফিল্ম সিটিতে।

০৫ ০৬
চেন্নাই এক্সপ্রেস: এই অ্যাকশন-কমেডি ফিল্মের যে অংশটা চেন্নাইয়ে শুট হয়েছে বলে দেখানো হয়েছে সেটা আসলে গোয়া এবং মহারাষ্ট্রে শুট হয়েছে। গোয়ার ভাস্কো দা’গামা রেলওয়ে স্টেশনকে বানানো হয়েছিল চেন্নাইয়ের কল্যাণ স্টেশন হিসাবে।

চেন্নাই এক্সপ্রেস: এই অ্যাকশন-কমেডি ফিল্মের যে অংশটা চেন্নাইয়ে শুট হয়েছে বলে দেখানো হয়েছে সেটা আসলে গোয়া এবং মহারাষ্ট্রে শুট হয়েছে। গোয়ার ভাস্কো দা’গামা রেলওয়ে স্টেশনকে বানানো হয়েছিল চেন্নাইয়ের কল্যাণ স্টেশন হিসাবে।

০৬ ০৬
মেরি কম: মেরি কমের উপর বায়োপিকের পুরো শুটিং হিমাচল প্রদেশে হয়েছে। ফিল্মে যে জায়গাকে মণিপুরের চুড়াচাঁদপুর জেলা হিসাবে দেখানো হয়েছে, সেটা আসলে মানালি।

মেরি কম: মেরি কমের উপর বায়োপিকের পুরো শুটিং হিমাচল প্রদেশে হয়েছে। ফিল্মে যে জায়গাকে মণিপুরের চুড়াচাঁদপুর জেলা হিসাবে দেখানো হয়েছে, সেটা আসলে মানালি।

Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE