Advertisement
২৩ এপ্রিল ২০২৪
Entertainment News

স্রেফ দক্ষিণী ছবি থেকে টুকেই সুপারহিট এই হিন্দি ছবিগুলো

দক্ষিণী ছবিগুলো না থাকলে যে বলিউডের কী হত! প্রশ্ন ওঠাটা খুবই স্বাভাবিক। কারণ, দিনের পর দিন একের পর এক দক্ষিণী ছবিকে স্রেফ কপি আর পেস্ট করেই একাধিক বলি ছবি সুপারহিট হয়েছে। সে রকমই কিছু ছবির খোঁজ করা যাক।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৮ অগস্ট ২০১৮ ১৪:৪৩
Share: Save:
০১ ০৭
দক্ষিণী ছবিগুলো না থাকলে যে বলিউডের কী হত! প্রশ্ন ওঠাটা খুবই স্বাভাবিক। কারণ, দিনের পর দিন একের পর এক দক্ষিণী ছবিকে স্রেফ কপি আর পেস্ট করেই একাধিক বলি ছবি সুপারহিট হয়েছে। সে রকমই কিছু ছবির খোঁজ করা যাক।

দক্ষিণী ছবিগুলো না থাকলে যে বলিউডের কী হত! প্রশ্ন ওঠাটা খুবই স্বাভাবিক। কারণ, দিনের পর দিন একের পর এক দক্ষিণী ছবিকে স্রেফ কপি আর পেস্ট করেই একাধিক বলি ছবি সুপারহিট হয়েছে। সে রকমই কিছু ছবির খোঁজ করা যাক।

০২ ০৭
রাওডি রাঠৌর- তামিল ইন্ডাস্ট্রিতে বিপুল সাফল্যের পরই হিন্দিতে তৈরি হয় এই ছবি। শুধু হিন্দি নয়, বাংলাতেও তৈরি হয়েছিল ‘রাওডি রাঠৌর’-এর কপি পেস্ট বিক্রম সিংহ। রাওডি রাঠৌর হিন্দিতেও ব্লকবাস্টার হয়েছিল। সুপারহিট হয়েছিল বাংলাতেও।

রাওডি রাঠৌর- তামিল ইন্ডাস্ট্রিতে বিপুল সাফল্যের পরই হিন্দিতে তৈরি হয় এই ছবি। শুধু হিন্দি নয়, বাংলাতেও তৈরি হয়েছিল ‘রাওডি রাঠৌর’-এর কপি পেস্ট বিক্রম সিংহ। রাওডি রাঠৌর হিন্দিতেও ব্লকবাস্টার হয়েছিল। সুপারহিট হয়েছিল বাংলাতেও।

০৩ ০৭
গজনি- পরিচালক এ আর মুরগাডোস প্রথমে তামিল ভাষায় তৈরি করেন ‘গজনি’। তামিল সুপারস্টার সূর্য ছিলেন মুখ্য ভূমিকায়। তার পরে এই মুরগাডোসই আবার হিন্দিতে আমির খানকে নিয়ে তৈরি করেন ‘গজনি’-র হিন্দি রিমেক।

গজনি- পরিচালক এ আর মুরগাডোস প্রথমে তামিল ভাষায় তৈরি করেন ‘গজনি’। তামিল সুপারস্টার সূর্য ছিলেন মুখ্য ভূমিকায়। তার পরে এই মুরগাডোসই আবার হিন্দিতে আমির খানকে নিয়ে তৈরি করেন ‘গজনি’-র হিন্দি রিমেক।

০৪ ০৭
দৃশ্যয়ম- মানুষটি খুবই সাধারণ। কিন্তু তাঁর প্রতিভা অসাধারণ। আর তাঁর কাহিনি নিয়েই ছবি ‘দৃশ্যয়ম’। মালয়ালম ভাষায় তৈরি হয়েছিল প্রথমে। মোহনলাল ছিলেন মুখ্য ভূমিকায়। আর তার পরেই হিন্দিতে তৈরি হয় ‘দৃশ্যয়ম’। অভিনয় করেছিলেন অজয় দেবগণ। ছবি হিট তো করেইছিল, একাধিক জাতীয় পুরস্কারও পেয়েছিল অজয় দেবগণ অভিনীত এই ছবি।

দৃশ্যয়ম- মানুষটি খুবই সাধারণ। কিন্তু তাঁর প্রতিভা অসাধারণ। আর তাঁর কাহিনি নিয়েই ছবি ‘দৃশ্যয়ম’। মালয়ালম ভাষায় তৈরি হয়েছিল প্রথমে। মোহনলাল ছিলেন মুখ্য ভূমিকায়। আর তার পরেই হিন্দিতে তৈরি হয় ‘দৃশ্যয়ম’। অভিনয় করেছিলেন অজয় দেবগণ। ছবি হিট তো করেইছিল, একাধিক জাতীয় পুরস্কারও পেয়েছিল অজয় দেবগণ অভিনীত এই ছবি।

০৫ ০৭
বডিগার্ড- তামিল, হিন্দি আর মালয়ালম এই তিন ভাষায় তৈরি হয়েছিল ‘বডিগার্ড’। তিনটে ভাষাতেই সুপারহিট হয়েছিল এই ছবি। সলমন খান আর করিনা কপূরের অভিনয়ে মন মজেছিল দর্শকদের। আর তার জেরেই বক্স অফিসে সুপার-ডুপার হিট করেছিল ‘বডিগার্ড’।

বডিগার্ড- তামিল, হিন্দি আর মালয়ালম এই তিন ভাষায় তৈরি হয়েছিল ‘বডিগার্ড’। তিনটে ভাষাতেই সুপারহিট হয়েছিল এই ছবি। সলমন খান আর করিনা কপূরের অভিনয়ে মন মজেছিল দর্শকদের। আর তার জেরেই বক্স অফিসে সুপার-ডুপার হিট করেছিল ‘বডিগার্ড’।

০৬ ০৭
ওয়ান্টেড- সলমন খানের জীবনের টার্নিং পয়েন্ট বলা হয় ‘ওয়ান্টেড’ ছবিটিকে। কারণ, ‘ওয়ান্টেড’-এর পর ফের তর তর করে বাড়তে থাকে সলমনের জনপ্রিয়তা। তার আগে বক্সঅফিসে বহু দিনই সাফল্যের মুখ দেখতে পাচ্ছিলেন না সলমন। তামিল সুপারহিট ‘পোক্কিরি’র রিমেক ‘ওয়ান্টেড’। দু’টি ভাষাতেই তৈরি হয় এই ছবি।

ওয়ান্টেড- সলমন খানের জীবনের টার্নিং পয়েন্ট বলা হয় ‘ওয়ান্টেড’ ছবিটিকে। কারণ, ‘ওয়ান্টেড’-এর পর ফের তর তর করে বাড়তে থাকে সলমনের জনপ্রিয়তা। তার আগে বক্সঅফিসে বহু দিনই সাফল্যের মুখ দেখতে পাচ্ছিলেন না সলমন। তামিল সুপারহিট ‘পোক্কিরি’র রিমেক ‘ওয়ান্টেড’। দু’টি ভাষাতেই তৈরি হয় এই ছবি।

০৭ ০৭
সিংহম- এমন এক পুলিশ অফিসারের কাহিনি যিনি অন্যায়ের সামনে মাথা নত করেন না। তাঁর দোর্দণ্ডপ্রতাপে ভয়ে বুক দুরু দুরু মস্তানদের। আর সেই পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করেছিলেন অজয় দেবগণ। এই ছবিটিও প্রথমে তৈরি হয়েছিল তামিলে। সূর্য সেই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন। দুই ভাষাতেই সুপারহিট হয়েছিল এই ছবি।

সিংহম- এমন এক পুলিশ অফিসারের কাহিনি যিনি অন্যায়ের সামনে মাথা নত করেন না। তাঁর দোর্দণ্ডপ্রতাপে ভয়ে বুক দুরু দুরু মস্তানদের। আর সেই পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করেছিলেন অজয় দেবগণ। এই ছবিটিও প্রথমে তৈরি হয়েছিল তামিলে। সূর্য সেই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন। দুই ভাষাতেই সুপারহিট হয়েছিল এই ছবি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE