Advertisement
২৩ এপ্রিল ২০২৪

এই ছবিগুলিতে শিশু চরিত্রে মাত করেছিলেন আজকের তারকারা

আজ তাঁদের অভিনয়ে হল ভর্তি মানুষ মেতে ওঠেন। কিন্তু শিশু অভিনেতা হিসেবে তাঁদের বলি ডেবিউ হয়েছে অনেক দিন। সে দিনও দাপটের সঙ্গেই অভিনয় করেছিলেন এই অভিনেতারা। ঋষি কপূর থেকে শশী কপূর, হৃত্বিক রোশন থেকে ববি দেওল বা আমির খান— কেরিয়ারের শুরুটা করেছিলেন শিশু অভিনেতা হিসেবেই। এক নজরে দেখে নেওয়া যাক এই তালিকায় আর কোন কোন অভিনেতা রয়েছেন।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৭ মে ২০১৮ ১৫:৩৭
Share: Save:
০১ ১৪
আজ তাঁদের অভিনয়ে হল ভর্তি মানুষ মেতে ওঠেন। কিন্তু শিশু অভিনেতা হিসেবে তাঁদের বলি ডেবিউ হয়েছে অনেক দিন। সে দিনও দাপটের সঙ্গেই অভিনয় করেছিলেন এই অভিনেতারা। ঋষি কপূর থেকে শশী কপূর, হৃত্বিক রোশন থেকে ববি দেওল বা আমির খান— কেরিয়ারের শুরুটা করেছিলেন শিশু অভিনেতা হিসেবেই। এক নজরে দেখে নেওয়া যাক এই তালিকায় আর কোন কোন অভিনেতা রয়েছেন।

আজ তাঁদের অভিনয়ে হল ভর্তি মানুষ মেতে ওঠেন। কিন্তু শিশু অভিনেতা হিসেবে তাঁদের বলি ডেবিউ হয়েছে অনেক দিন। সে দিনও দাপটের সঙ্গেই অভিনয় করেছিলেন এই অভিনেতারা। ঋষি কপূর থেকে শশী কপূর, হৃত্বিক রোশন থেকে ববি দেওল বা আমির খান— কেরিয়ারের শুরুটা করেছিলেন শিশু অভিনেতা হিসেবেই। এক নজরে দেখে নেওয়া যাক এই তালিকায় আর কোন কোন অভিনেতা রয়েছেন।

০২ ১৪
হৃত্বিক রোশন: ‘ভগবান দাদা’ ছবিটি দিয়েই হৃত্বিক রোশনের অভিনয় জীবনের শুরু। ছবিটি হয়তো দেখেছেন অনেকেই। তবে খেয়াল করতে ভুলে গিয়েছিলেন হৃত্বিককে। ছবিতে হৃত্বিকের বাবা রাকেশ রোশন তো ছিলেনই, সঙ্গে ছিলেন তামিল সুপারস্টার রজনীকান্ত। আর ছিলেন টিনা মুনিম, পরেশ রাওয়াল এবং ড্যানি।

হৃত্বিক রোশন: ‘ভগবান দাদা’ ছবিটি দিয়েই হৃত্বিক রোশনের অভিনয় জীবনের শুরু। ছবিটি হয়তো দেখেছেন অনেকেই। তবে খেয়াল করতে ভুলে গিয়েছিলেন হৃত্বিককে। ছবিতে হৃত্বিকের বাবা রাকেশ রোশন তো ছিলেনই, সঙ্গে ছিলেন তামিল সুপারস্টার রজনীকান্ত। আর ছিলেন টিনা মুনিম, পরেশ রাওয়াল এবং ড্যানি।

০৩ ১৪
ববি দেওল: ‘ধরমবীর’ ছবিতে ধর্মেন্দ্রর ছোটবেলার চরিত্রে অভিনয় করেছিলেন তাঁরই ছোট ছেলে ববি দেওল। মনমোহন দেশাইয়ের এই ছবিতে শিশু চরিত্রে অভিনয় করে অনেকের মনেই দাগ কেটেছিলেন ববি।

ববি দেওল: ‘ধরমবীর’ ছবিতে ধর্মেন্দ্রর ছোটবেলার চরিত্রে অভিনয় করেছিলেন তাঁরই ছোট ছেলে ববি দেওল। মনমোহন দেশাইয়ের এই ছবিতে শিশু চরিত্রে অভিনয় করে অনেকের মনেই দাগ কেটেছিলেন ববি।

০৪ ১৪
আমির খান: ছোট্ট তারিক খানের চরিত্রে ১৯৭৩ সালে অভিনয়ে হাতেখড়ি হয় আমির খানের। ছবির নাম ‘ইয়াদো কি বরাত’। আমিরের কাকা নাসের হুসেন ছবিটির পরিচালনা এবং প্রযোজনা দুই-ই করেছিলেন।

আমির খান: ছোট্ট তারিক খানের চরিত্রে ১৯৭৩ সালে অভিনয়ে হাতেখড়ি হয় আমির খানের। ছবির নাম ‘ইয়াদো কি বরাত’। আমিরের কাকা নাসের হুসেন ছবিটির পরিচালনা এবং প্রযোজনা দুই-ই করেছিলেন।

০৫ ১৪
শশী কপূর: ছোটবেলা থেকেই ফিল্ম আর থিয়েটারের সঙ্গে যোগাযোগ শশী কপূরের। আর হবে নাই বা কেন, জন্ম যে তাঁর একটা ফিল্মি পরিবারেই। ‘তবীর’, ‘আগ’, ‘সঙ্গম’ এই সব ছবিতে শিশু চরিত্রে অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছিলেন শশী কপূর।

শশী কপূর: ছোটবেলা থেকেই ফিল্ম আর থিয়েটারের সঙ্গে যোগাযোগ শশী কপূরের। আর হবে নাই বা কেন, জন্ম যে তাঁর একটা ফিল্মি পরিবারেই। ‘তবীর’, ‘আগ’, ‘সঙ্গম’ এই সব ছবিতে শিশু চরিত্রে অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছিলেন শশী কপূর।

০৬ ১৪
ঋষি কপূর: ‘মেরা নাম জোকার’ ছবিটি দিয়ে সিনেমা জগতে নাম লেখান ঋষি কপূর। একে তো কপূর পরিবারে জন্ম, তারপরে পরিবারের সকলেই ছিলেন জাঁদরেল অভিনেতা। কিন্তু এই শিশু চরিত্রেই অভিনয় করে পরিবারের সকলকে চমকে দিয়েছিলেন তাঁদের আদরের চিন্টু অর্থাৎ ঋষি কপূর।

ঋষি কপূর: ‘মেরা নাম জোকার’ ছবিটি দিয়ে সিনেমা জগতে নাম লেখান ঋষি কপূর। একে তো কপূর পরিবারে জন্ম, তারপরে পরিবারের সকলেই ছিলেন জাঁদরেল অভিনেতা। কিন্তু এই শিশু চরিত্রেই অভিনয় করে পরিবারের সকলকে চমকে দিয়েছিলেন তাঁদের আদরের চিন্টু অর্থাৎ ঋষি কপূর।

০৭ ১৪
কুনাল খেমু: ছোট বয়সেই সবচেয়ে বেশি জনপ্রিয় ছিলেন কুনাল খেমু। ‘স্যার’, ‘হাম হ্যয় রাহি প্যায়ার কে’, ‘রাজা হিন্দুস্তানি’ এই সব ছবিতে দাপটের সঙ্গে অভিনয় করে গিয়েছেন কুনাল। তবে বড় হয়ে হাতে গোনা কয়েকটা ছবি ছাড়া সে ভাবে আর কল্কে পাননি কুনাল।

কুনাল খেমু: ছোট বয়সেই সবচেয়ে বেশি জনপ্রিয় ছিলেন কুনাল খেমু। ‘স্যার’, ‘হাম হ্যয় রাহি প্যায়ার কে’, ‘রাজা হিন্দুস্তানি’ এই সব ছবিতে দাপটের সঙ্গে অভিনয় করে গিয়েছেন কুনাল। তবে বড় হয়ে হাতে গোনা কয়েকটা ছবি ছাড়া সে ভাবে আর কল্কে পাননি কুনাল।

০৮ ১৪
আফতাব শিবদাসানি: তাঁকে দেখেছেন অনেক সিনেমাতেই, কিন্তু খেয়াল করেননি। ছোট বয়সেই বেশ জনপ্রিয় হয়েছিলেন অভিনেতা আফতাব শিবদাসানিও। ‘মিস্টার ইন্ডিয়া’, ‘শাহেনশা’ ছবিগুলো আজ দেখতে বসলে হাতেনাতে তার প্রমাণ মিলবে।

আফতাব শিবদাসানি: তাঁকে দেখেছেন অনেক সিনেমাতেই, কিন্তু খেয়াল করেননি। ছোট বয়সেই বেশ জনপ্রিয় হয়েছিলেন অভিনেতা আফতাব শিবদাসানিও। ‘মিস্টার ইন্ডিয়া’, ‘শাহেনশা’ ছবিগুলো আজ দেখতে বসলে হাতেনাতে তার প্রমাণ মিলবে।

০৯ ১৪
অজয় দেবগণ: ১৯৮৫ সালের ছবি ‘পেয়ারি বহেনা’তে অভিনয় করেছিলেন অজয় দেবগণ। ছবিটিতে মিঠুন চক্রবর্তীর ছোটবেলার চরিত্রে দেখা গিয়েছিল অজয়কে।

অজয় দেবগণ: ১৯৮৫ সালের ছবি ‘পেয়ারি বহেনা’তে অভিনয় করেছিলেন অজয় দেবগণ। ছবিটিতে মিঠুন চক্রবর্তীর ছোটবেলার চরিত্রে দেখা গিয়েছিল অজয়কে।

১০ ১৪
উর্মিলা মাতন্ডকর: শিশু অভিনেত্রী হিসেবে কেরিয়ারের শুরুটা করেছিলেন উর্মিলা মাতন্ডকরও। ১৯৭৭ সালে ‘কর্ম’  ছবিটি দিয়ে শুরু আর তারপর একের পর এক ছবি। একাধিক মরাঠী ছবিতেও অভিনয় করেছিলেন উর্মিলা।

উর্মিলা মাতন্ডকর: শিশু অভিনেত্রী হিসেবে কেরিয়ারের শুরুটা করেছিলেন উর্মিলা মাতন্ডকরও। ১৯৭৭ সালে ‘কর্ম’ ছবিটি দিয়ে শুরু আর তারপর একের পর এক ছবি। একাধিক মরাঠী ছবিতেও অভিনয় করেছিলেন উর্মিলা।

১১ ১৪
যুগল হংসরাজ: ‘মাসুম’ ছবিতে ডেবিউ হয়েছিল অভিনেতা যুগল হংসরাজের। ‘মহব্বতে’ তার বহুকাল পরে। যদিও আজ আর সেভাবে যুগল হংসরাজকে পাওয়া যায় না।

যুগল হংসরাজ: ‘মাসুম’ ছবিতে ডেবিউ হয়েছিল অভিনেতা যুগল হংসরাজের। ‘মহব্বতে’ তার বহুকাল পরে। যদিও আজ আর সেভাবে যুগল হংসরাজকে পাওয়া যায় না।

১২ ১৪
আলিয়া ভট্ট: ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ নয়, শিশু চরিত্রেই বলিউড অভিষেক হয়েছিল আলিয়া ভট্টের। ১৯৯৯ এর ছবি ‘সংঘর্ষ’ তে প্রীতি জিন্টার ছোট বেলার চরিত্রটিতে দেখা গিয়েছিল আলিয়াকে।

আলিয়া ভট্ট: ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ নয়, শিশু চরিত্রেই বলিউড অভিষেক হয়েছিল আলিয়া ভট্টের। ১৯৯৯ এর ছবি ‘সংঘর্ষ’ তে প্রীতি জিন্টার ছোট বেলার চরিত্রটিতে দেখা গিয়েছিল আলিয়াকে।

১৩ ১৪
আদিত্য নারায়ণ: গায়কের পুত্র তিনি। আবার নিজেও গায়ক ও অভিনেতা দুইই। এহেন আদিত্য নারায়ণ ছোট বেলা থেকেই অভিনয় জগতে। ‘পরদেশ’, ‘যব প্যায়ার কিসিসে হোতা হ্যয়’ ইত্যাদি ছবিতে শিশু চরিত্রে অভিনয় করেছেন তিনি।

আদিত্য নারায়ণ: গায়কের পুত্র তিনি। আবার নিজেও গায়ক ও অভিনেতা দুইই। এহেন আদিত্য নারায়ণ ছোট বেলা থেকেই অভিনয় জগতে। ‘পরদেশ’, ‘যব প্যায়ার কিসিসে হোতা হ্যয়’ ইত্যাদি ছবিতে শিশু চরিত্রে অভিনয় করেছেন তিনি।

১৪ ১৪
ইমরান খান: মামার মতোই ভাগ্নেও বলিউডে পা রাখেন শিশু অভিনেতা হিসেবে। আমিরের ‘জো জিতা ওহি সিকন্দর’ ছবিতে একটি শিশু চরিত্রে দেখা গিয়েছিল ইমরান খানকে।

ইমরান খান: মামার মতোই ভাগ্নেও বলিউডে পা রাখেন শিশু অভিনেতা হিসেবে। আমিরের ‘জো জিতা ওহি সিকন্দর’ ছবিতে একটি শিশু চরিত্রে দেখা গিয়েছিল ইমরান খানকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE