Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Entertainment News

এই তারকারাও বাদ পড়েছিলেন সিনেমা থেকে? কেন জানেন?

কারও গায়ের রং কালো, কেউ আবার অতিরিক্ত ফর্সা! কারও ‘চকোলেট বয়’ লুক নেই, তো কারও আবার সিক্স প্যাকের অভাব। মেধার বদলে শুধুমাত্র ‘লুক’-এর জন্যই প্রথমে বাতিল হয়েছিলেন এই অভিনেতারা।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৩ মে ২০১৮ ১১:৫৯
Share: Save:
০১ ১১
কারও গায়ের রং কালো, কেউ আবার অতিরিক্ত ফর্সা! কারও ‘চকোলেট বয়’ লুক নেই, তো কারও আবার সিক্স প্যাকের অভাব। মেধার বদলে শুধুমাত্র ‘লুক’-এর জন্যই প্রথমে বাতিল হয়েছিলেন এই অভিনেতারা। এই তারকাদের নাম শুনলে চমকে উঠবেন আপনিও। জানতে চান তাঁরা কারা?

কারও গায়ের রং কালো, কেউ আবার অতিরিক্ত ফর্সা! কারও ‘চকোলেট বয়’ লুক নেই, তো কারও আবার সিক্স প্যাকের অভাব। মেধার বদলে শুধুমাত্র ‘লুক’-এর জন্যই প্রথমে বাতিল হয়েছিলেন এই অভিনেতারা। এই তারকাদের নাম শুনলে চমকে উঠবেন আপনিও। জানতে চান তাঁরা কারা?

০২ ১১
কঙ্গনা সেনশর্মা: কঙ্কনার অভিনয় দক্ষতার কথা কে না জানে। জানেন, শুধু মাত্র গায়ের রঙের জন্য একাধিক বার পরিচালকেরা বাতিল করে দিয়েছিলেন কঙ্কনাকে? ‘ডাস্কি লুক’-এর জন্য চান্স পেতেন না কোনও সিনেমাতেই। কিন্তু হার মানেননি নায়িকা। দুরন্ত অভিনয় দিয়ে সবার মন জয় করে নিয়েছিলেন তিনি।

কঙ্গনা সেনশর্মা: কঙ্কনার অভিনয় দক্ষতার কথা কে না জানে। জানেন, শুধু মাত্র গায়ের রঙের জন্য একাধিক বার পরিচালকেরা বাতিল করে দিয়েছিলেন কঙ্কনাকে? ‘ডাস্কি লুক’-এর জন্য চান্স পেতেন না কোনও সিনেমাতেই। কিন্তু হার মানেননি নায়িকা। দুরন্ত অভিনয় দিয়ে সবার মন জয় করে নিয়েছিলেন তিনি।

০৩ ১১
ক্যাটরিনা কইফ: নাম শুনে চমকে উঠলেন। হ্যাঁ, বলি ডিভা ক্যাটরিনাকে এক সময় যেতে হয়েছিল বাতিলের খাতায়। তবে সেটা কেরিয়ারের একদম শুরুর দিকে। কাস্টিং ডিরেক্টরদের দাবি ছিল, ক্যাটরিনার লুক পুরোপুরি বিদেশি, অতএব বলি সিনেমাতে নাকি একেবারেই বেমানান নায়িকা।

ক্যাটরিনা কইফ: নাম শুনে চমকে উঠলেন। হ্যাঁ, বলি ডিভা ক্যাটরিনাকে এক সময় যেতে হয়েছিল বাতিলের খাতায়। তবে সেটা কেরিয়ারের একদম শুরুর দিকে। কাস্টিং ডিরেক্টরদের দাবি ছিল, ক্যাটরিনার লুক পুরোপুরি বিদেশি, অতএব বলি সিনেমাতে নাকি একেবারেই বেমানান নায়িকা।

০৪ ১১
শাহরুখ খান: জানেন কি, বাতিলের খাতা থেকে বাদ যাননি বলি বাদশাও? টেলিভিশন থেকেই অভিনয় জগতে পা রাখেন শাহরুখ। লুক, গায়ের রং ইত্যাদি নানা কারণে কেরিয়ারের একেবারে শুরুর দিনগুলোতে একাধিক বার শাহরুখকে প্রত্যাখ্যান করেন পরিচালকেরা। পরেরটা তো সবারই জানা। বলিউডের ‘কিং অব রোমান্স’ মানেই হল শাহরুখ খান।

শাহরুখ খান: জানেন কি, বাতিলের খাতা থেকে বাদ যাননি বলি বাদশাও? টেলিভিশন থেকেই অভিনয় জগতে পা রাখেন শাহরুখ। লুক, গায়ের রং ইত্যাদি নানা কারণে কেরিয়ারের একেবারে শুরুর দিনগুলোতে একাধিক বার শাহরুখকে প্রত্যাখ্যান করেন পরিচালকেরা। পরেরটা তো সবারই জানা। বলিউডের ‘কিং অব রোমান্স’ মানেই হল শাহরুখ খান।

০৫ ১১
রণবীর সিংহ: বলিউজের হ্যান্ডসাম হাঙ্ক রণবীরকে রিজেক্ট হতে হয়েছিল তাঁর ‘উত্তর ভারতীয়’ লুকের জন্য। শুধু মাত্র মুখ ও দেহের গড়নের জন্য ফিল্ম অডিশনেই বাদ পড়ে যান অভিনেতা। পরবর্তীকালে দুরন্ত অভিনয় দিয়ে পরিচালকদের মন জিতে নেন তিনি। যে কোনও চরিত্রেই সমান সাবলীল রণবীর।

রণবীর সিংহ: বলিউজের হ্যান্ডসাম হাঙ্ক রণবীরকে রিজেক্ট হতে হয়েছিল তাঁর ‘উত্তর ভারতীয়’ লুকের জন্য। শুধু মাত্র মুখ ও দেহের গড়নের জন্য ফিল্ম অডিশনেই বাদ পড়ে যান অভিনেতা। পরবর্তীকালে দুরন্ত অভিনয় দিয়ে পরিচালকদের মন জিতে নেন তিনি। যে কোনও চরিত্রেই সমান সাবলীল রণবীর।

০৬ ১১
অজয় দেবগন: অভিনয়, অ্যাকশন স্টান্ট সবেতেই তুখোড় ‘সিংহম’ অভিনেতা। তবে কেরিয়ারের শুরুতে ‘ডাস্কি লুক’-এর জন্য একাধিক বার বাতিল হতে হয়েছিল অজয়কে। তাঁর লুক নিয়েও আপত্তি তুলেছিলেন অনেক পরিচালক। কিন্তু, বক্স-অফিসে একের পর এক হিট দিয়ে সবার মুখ বন্ধ করে দিয়েছিলেন তিনি।

অজয় দেবগন: অভিনয়, অ্যাকশন স্টান্ট সবেতেই তুখোড় ‘সিংহম’ অভিনেতা। তবে কেরিয়ারের শুরুতে ‘ডাস্কি লুক’-এর জন্য একাধিক বার বাতিল হতে হয়েছিল অজয়কে। তাঁর লুক নিয়েও আপত্তি তুলেছিলেন অনেক পরিচালক। কিন্তু, বক্স-অফিসে একের পর এক হিট দিয়ে সবার মুখ বন্ধ করে দিয়েছিলেন তিনি।

০৭ ১১
অনুষ্কা শর্মা: অডিশনের সময়েই অনুষ্কাকে বলা হয়েছিলেন বলি অভিনেত্রী হওয়ার মতো যথেষ্ট গ্ল্যামার নাকি তাঁর নেই। দেখতেও অনেক সাধারণ। তাই রূপোলি পর্দায় এন্ট্রি নৈব নৈব চ। শাহরুখের বিপরীতে ‘রব নে বানা দি জোরি’তে প্রথম নজর কাড়েন তিনি। বাকিটা ইতিহাস।

অনুষ্কা শর্মা: অডিশনের সময়েই অনুষ্কাকে বলা হয়েছিলেন বলি অভিনেত্রী হওয়ার মতো যথেষ্ট গ্ল্যামার নাকি তাঁর নেই। দেখতেও অনেক সাধারণ। তাই রূপোলি পর্দায় এন্ট্রি নৈব নৈব চ। শাহরুখের বিপরীতে ‘রব নে বানা দি জোরি’তে প্রথম নজর কাড়েন তিনি। বাকিটা ইতিহাস।

০৮ ১১
অমিতাভ বচ্চন: কেরিয়ারের একদম শুরুর দিকে তাঁর লুক, গলার স্বর সব কিছু নিয়েই আপত্তি তুলেছিলেন পরিচালকেরা। বলি শাহেনশাকে এক নয় একাধিক বার রিজেক্ট হতে হয়েছিল। কিন্তু তিনি যে ‘বিগ-বি’ সে কথা প্রমাণ করতে বেশি সময় লাগেনি তাঁর।

অমিতাভ বচ্চন: কেরিয়ারের একদম শুরুর দিকে তাঁর লুক, গলার স্বর সব কিছু নিয়েই আপত্তি তুলেছিলেন পরিচালকেরা। বলি শাহেনশাকে এক নয় একাধিক বার রিজেক্ট হতে হয়েছিল। কিন্তু তিনি যে ‘বিগ-বি’ সে কথা প্রমাণ করতে বেশি সময় লাগেনি তাঁর।

০৯ ১১
নওয়াজউদ্দিন সিদ্দিকি: অনেক ঝড় ঝাপটা পেরিয়ে তবে বলি দুনিয়ায় নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন নওয়াজ। বহুবার রিজেক্ট হয়েছেন অভিনেতা। সুযোগ পেলেও খুব ছোট চরিত্রেই তাঁকে কাস্ট করা হত। সেখান থেকেই নিজেকে প্রমাণ করেন নওয়াজ। বর্তমানে বলিউডের দাপুটে অভিনেতাদের মধ্যে এখন প্রথম সারিতেই থাকে তাঁর নাম।

নওয়াজউদ্দিন সিদ্দিকি: অনেক ঝড় ঝাপটা পেরিয়ে তবে বলি দুনিয়ায় নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন নওয়াজ। বহুবার রিজেক্ট হয়েছেন অভিনেতা। সুযোগ পেলেও খুব ছোট চরিত্রেই তাঁকে কাস্ট করা হত। সেখান থেকেই নিজেকে প্রমাণ করেন নওয়াজ। বর্তমানে বলিউডের দাপুটে অভিনেতাদের মধ্যে এখন প্রথম সারিতেই থাকে তাঁর নাম।

১০ ১১
তব্বু: বি-টাউনে পা রাখার আগে তব্বুর নাকি ছিল ‘টম বয়’ লুক। চোখ রাঙিয়ে তাঁকে বাতিল করে দিয়েছিলেন পরিচালকেরা। কিন্তু অভিনয় দক্ষতা দিয়ে বি-টাউনে নিজের জায়গা পাকা করে নেন নায়িকা। বর্তমানে তাঁর লুক তো দর্শকমহলে খুবই জনপ্রিয়।

তব্বু: বি-টাউনে পা রাখার আগে তব্বুর নাকি ছিল ‘টম বয়’ লুক। চোখ রাঙিয়ে তাঁকে বাতিল করে দিয়েছিলেন পরিচালকেরা। কিন্তু অভিনয় দক্ষতা দিয়ে বি-টাউনে নিজের জায়গা পাকা করে নেন নায়িকা। বর্তমানে তাঁর লুক তো দর্শকমহলে খুবই জনপ্রিয়।

১১ ১১
ইরফান খান: বক্স-অফিসে একের পর হিট দিয়েছেন ইরফান। জানেন কি, রূপোলি পর্দায় পা রাখার আগে বহুবার রিজেক্ট হতে হয়েছিল তাঁকে? এমনকী অভিনয় করে পারিশ্রমিকও পাননি অভিনেতা।

ইরফান খান: বক্স-অফিসে একের পর হিট দিয়েছেন ইরফান। জানেন কি, রূপোলি পর্দায় পা রাখার আগে বহুবার রিজেক্ট হতে হয়েছিল তাঁকে? এমনকী অভিনয় করে পারিশ্রমিকও পাননি অভিনেতা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE