Advertisement
২৪ এপ্রিল ২০২৪
bollywood film

রিলিজ করলে সুপারহিট হত বলিউডের এই সিনেমাগুলি

এই বলিউড ছবিগুলি প্রেক্ষাগৃহেই পৌঁছয়নি, পৌঁছলে সুপারহিট হত।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৯ অগস্ট ২০১৮ ০৮:৩০
Share: Save:
০১ ১১
ছবি মুক্তি পেলে তা ফ্লপ হল না হিট, তা নিয়ে দর্শকদের উৎসাহ থাকেই। তবে বেশ কিছু ছবি রয়েছে, যেগুলির ট্রেলার মুক্তি পেলেও ছবিগুলি দর্শকরা দেখতে পাননি। কারণ সেগুলি প্রেক্ষাগৃহ পর্যন্ত পৌঁছতেই পারেনি। পৌঁছলে এই ফিল্মগুলি সুপারহিট হত বলে দাবি অনেক বিশেষজ্ঞরই।

ছবি মুক্তি পেলে তা ফ্লপ হল না হিট, তা নিয়ে দর্শকদের উৎসাহ থাকেই। তবে বেশ কিছু ছবি রয়েছে, যেগুলির ট্রেলার মুক্তি পেলেও ছবিগুলি দর্শকরা দেখতে পাননি। কারণ সেগুলি প্রেক্ষাগৃহ পর্যন্ত পৌঁছতেই পারেনি। পৌঁছলে এই ফিল্মগুলি সুপারহিট হত বলে দাবি অনেক বিশেষজ্ঞরই।

০২ ১১
কুচি কুচি হোতা হ্যায়: তরুণ মানসুখানি পরিচালিত ছবিটি ১৯৯৮ সালের সুপারহিট ছবি ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর অ্যানিমেশন-রিমেক। ডাবিং করেন শাহরুখ-রানি-কাজল। গল্পটি তিন সারমেয়কে ঘিরে। ২০১০ থেকে এই ছবির মুক্তি আটকে।

কুচি কুচি হোতা হ্যায়: তরুণ মানসুখানি পরিচালিত ছবিটি ১৯৯৮ সালের সুপারহিট ছবি ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর অ্যানিমেশন-রিমেক। ডাবিং করেন শাহরুখ-রানি-কাজল। গল্পটি তিন সারমেয়কে ঘিরে। ২০১০ থেকে এই ছবির মুক্তি আটকে।

০৩ ১১
তালিস্মান: বিধুবিনোদ চোপড়ার এই ছবিতে অমিতাভ বচ্চন একজন সুপারহিরোর ভূমিকায়। দেবকীনন্দন ক্ষত্রীর ‘চন্দ্রকান্তা’-র গল্প নিয়ে তৈরি হচ্ছিল ছবিটি। দুর্বল চিত্রনাট্যের কারণে নাকি ২০১১ থেকে কাজ আটকে রয়েছে এই সিনেমার।

তালিস্মান: বিধুবিনোদ চোপড়ার এই ছবিতে অমিতাভ বচ্চন একজন সুপারহিরোর ভূমিকায়। দেবকীনন্দন ক্ষত্রীর ‘চন্দ্রকান্তা’-র গল্প নিয়ে তৈরি হচ্ছিল ছবিটি। দুর্বল চিত্রনাট্যের কারণে নাকি ২০১১ থেকে কাজ আটকে রয়েছে এই সিনেমার।

০৪ ১১
মুন্নাভাই চলে আমেরিকা: ২০০৭ সালে মুন্নাভাই সিরিজের এই ছবিটির টিজার মুক্তি পায়। ইংরেজি শিখতে মুন্নাভাই ও সার্কিটের আমেরিকা পাড়ির গল্প এটি। একটি শর্ট ফিল্মও মুক্তি পায় এই গল্প নিয়ে। কিন্তু বড় পর্দায় ছবিটি নিয়ে কাজ আর এগোয়নি।

মুন্নাভাই চলে আমেরিকা: ২০০৭ সালে মুন্নাভাই সিরিজের এই ছবিটির টিজার মুক্তি পায়। ইংরেজি শিখতে মুন্নাভাই ও সার্কিটের আমেরিকা পাড়ির গল্প এটি। একটি শর্ট ফিল্মও মুক্তি পায় এই গল্প নিয়ে। কিন্তু বড় পর্দায় ছবিটি নিয়ে কাজ আর এগোয়নি।

০৫ ১১
ফির সে: ২০১৫ সালে মুক্তি পাওয়ার কথা ছিল কুণাল কোহালি, অজয় ভুবন পরিচালিত ছবিটির। ওই সালেরই ৭ এপ্রিল ট্রেলারও মুক্তি পায়। কিন্তু প্রেক্ষাগৃহে এসে পৌঁছতে পারেনি। সম্প্রতি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে ছবিটি ‘ওয়েবফিল্ম’ হিসাবে।

ফির সে: ২০১৫ সালে মুক্তি পাওয়ার কথা ছিল কুণাল কোহালি, অজয় ভুবন পরিচালিত ছবিটির। ওই সালেরই ৭ এপ্রিল ট্রেলারও মুক্তি পায়। কিন্তু প্রেক্ষাগৃহে এসে পৌঁছতে পারেনি। সম্প্রতি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে ছবিটি ‘ওয়েবফিল্ম’ হিসাবে।

০৬ ১১
পাঁচ(পঞ্চ): অনুরাগ কাশ্যপ পরিচালিত ছবিটিতে ছিলেন কে কে মেনন। মাদকাসক্ত তরুণ প্রজন্ম, অশ্লীল ভাষাপ্রয়োগ, বিতর্কিত চিত্রনাট্য-এই সব যুক্তিতে ছবির মুক্তি আটকে যায়। ২০০১ সালে সেন্সর বোর্ড অসংখ্য দৃশ্য ছেঁটে ফেলতে নির্দেশ দেয়।

পাঁচ(পঞ্চ): অনুরাগ কাশ্যপ পরিচালিত ছবিটিতে ছিলেন কে কে মেনন। মাদকাসক্ত তরুণ প্রজন্ম, অশ্লীল ভাষাপ্রয়োগ, বিতর্কিত চিত্রনাট্য-এই সব যুক্তিতে ছবির মুক্তি আটকে যায়। ২০০১ সালে সেন্সর বোর্ড অসংখ্য দৃশ্য ছেঁটে ফেলতে নির্দেশ দেয়।

০৭ ১১
কামসূত্র ৩ডি: রুপেশ পলের ছবিটি কান চলচ্চিত্র উৎসব ২০১৩ ও আমেরিকান ফিল্ম বাজার ২০১৩-র প্রশংসিত হওয়ার পর অ্যাকাডেমি পুরস্কারের জন্যও মনোনিত হয়। অশ্লীল দৃশ্যর যুক্তিতে বিতর্কও হয়। তবে দেশে মুক্তি পায়নি।

কামসূত্র ৩ডি: রুপেশ পলের ছবিটি কান চলচ্চিত্র উৎসব ২০১৩ ও আমেরিকান ফিল্ম বাজার ২০১৩-র প্রশংসিত হওয়ার পর অ্যাকাডেমি পুরস্কারের জন্যও মনোনিত হয়। অশ্লীল দৃশ্যর যুক্তিতে বিতর্কও হয়। তবে দেশে মুক্তি পায়নি।

০৮ ১১
লেডিজ ওনলি: ১৯৯৭ সালে ছবির কাজ সম্পূর্ণ হওয়ার পরেও মুক্তি পায়নি এটি। কমল হাসান পরিচালিত সুপারহিট তামিল ছবি ‘মাগালির মাত্তুম’-এর রিমেক এটি। রণধীর কপূর, সীমা বিশ্বাস, শিল্পা শিরোদকর অভিনীত ছবিটি মুক্তি না পাওয়ার কারণ অজানা।

লেডিজ ওনলি: ১৯৯৭ সালে ছবির কাজ সম্পূর্ণ হওয়ার পরেও মুক্তি পায়নি এটি। কমল হাসান পরিচালিত সুপারহিট তামিল ছবি ‘মাগালির মাত্তুম’-এর রিমেক এটি। রণধীর কপূর, সীমা বিশ্বাস, শিল্পা শিরোদকর অভিনীত ছবিটি মুক্তি না পাওয়ার কারণ অজানা।

০৯ ১১
টাইম মেশিন: ১৯৯২ সালে শেখর কপূর পরিচালিত ছবিটির কাজ শুরু হয়েছিল। প্রায় ৮০ ভাগ কাজ হয়ে গিয়েছিল। আমির খান ও রবিনা ট্যান্ডন ছাড়াও ছবিতে অভিনয় করেন নাসিরুদ্দিন শাহ ও রেখা। টাইম মেশিনে চড়ে অতীতে ফিরে যাওয়ার গল্প নিয়ে তৈরি হচ্ছিল ছবিটি। এই ছবিও কেন শেষ হয়নি তা জানা যায় না।

টাইম মেশিন: ১৯৯২ সালে শেখর কপূর পরিচালিত ছবিটির কাজ শুরু হয়েছিল। প্রায় ৮০ ভাগ কাজ হয়ে গিয়েছিল। আমির খান ও রবিনা ট্যান্ডন ছাড়াও ছবিতে অভিনয় করেন নাসিরুদ্দিন শাহ ও রেখা। টাইম মেশিনে চড়ে অতীতে ফিরে যাওয়ার গল্প নিয়ে তৈরি হচ্ছিল ছবিটি। এই ছবিও কেন শেষ হয়নি তা জানা যায় না।

১০ ১১
দস: সলমন খান, সঞ্জয় দত্ত, রবিনা ট্যান্ডন অভিনীত ছবিটির পরিচালক ছিলেন মুকুল আনন্দ। সন্ত্রাসবাদের প্রেক্ষাপটে নির্মিত ছবিটি মুক্তি পায়নি, কারণ কাজ শেষ হওয়ার আগেই পরিচালক মারা যান। যদিও ছবিটির ট্রেলার এখনও দেখা যায়। পরবর্তীতে গানও মুক্তি পেয়েছে। সেই গান সুপারহিট ছিল।

দস: সলমন খান, সঞ্জয় দত্ত, রবিনা ট্যান্ডন অভিনীত ছবিটির পরিচালক ছিলেন মুকুল আনন্দ। সন্ত্রাসবাদের প্রেক্ষাপটে নির্মিত ছবিটি মুক্তি পায়নি, কারণ কাজ শেষ হওয়ার আগেই পরিচালক মারা যান। যদিও ছবিটির ট্রেলার এখনও দেখা যায়। পরবর্তীতে গানও মুক্তি পেয়েছে। সেই গান সুপারহিট ছিল।

১১ ১১
দেশি ম্যাজিক: আমিশা পটেল অভিনীত ছবিটি ২০১৪ সালে মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু গত চার বছর ধরে বিভিন্ন কারণে মুক্তি পিছিয়ে গিয়েছে অনেক বার। ছবিটিতে ডবল রোলে অভিনয় করেছিলেন আমিশা।

দেশি ম্যাজিক: আমিশা পটেল অভিনীত ছবিটি ২০১৪ সালে মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু গত চার বছর ধরে বিভিন্ন কারণে মুক্তি পিছিয়ে গিয়েছে অনেক বার। ছবিটিতে ডবল রোলে অভিনয় করেছিলেন আমিশা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE