Advertisement
২০ এপ্রিল ২০২৪
Bollywood

একই সিনেমায় পজিটিভ ও নেগেটিভ চরিত্র! কারা করেছেন জানেন?

বলিউডে নানা ছবি, তার নানা প্লট, নানা চরিত্র। একই ছবিতে একই সঙ্গে হিরো এবং ভিলেনের চরিত্র করেছেন এমন অভিনেতার উদাহরণ ভুরি ভুরি। চলুন দেখেনি কোন সিনেমাতে এমন চরিত্র দেখা গিয়েছে?

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৪ মে ২০১৮ ১০:৩০
Share: Save:
০১ ০৭
বলিউডে নানা ছবি, তার নানা প্লট, নানা চরিত্র। একই ছবিতে একই সঙ্গে হিরো এবং ভিলেনের চরিত্র করেছেন এমন অভিনেতার উদাহরণ ভুরি ভুরি। দক্ষ অভিনয় দিয়ে তাঁরা দু’টি চরিত্রই ফুটিয়ে তুলেছেন সুন্দরভাবে। চলুন দেখেনি কোন সিনেমাতে এমন চরিত্র দেখা গিয়েছে? অভিনেতাদের নামই বা কী?

বলিউডে নানা ছবি, তার নানা প্লট, নানা চরিত্র। একই ছবিতে একই সঙ্গে হিরো এবং ভিলেনের চরিত্র করেছেন এমন অভিনেতার উদাহরণ ভুরি ভুরি। দক্ষ অভিনয় দিয়ে তাঁরা দু’টি চরিত্রই ফুটিয়ে তুলেছেন সুন্দরভাবে। চলুন দেখেনি কোন সিনেমাতে এমন চরিত্র দেখা গিয়েছে? অভিনেতাদের নামই বা কী?

০২ ০৭
ডুপ্লিকেট-শাহরুখ খান: ‘ডুপ্লিকেট’ সিনেমার কথা মনে আছে? ১৯৯৮ সালে মুক্তি পেয়েছিল এই ছবি। মহেশ ভট্টর পরিচালনায় এই ছবিতে একই সঙ্গে পজিটিভ ও নেগেটিভ চরিত্রে দেখা গিয়েছে বলি বাদশা শাহরুখ খানকে। বাবলু এবং তার প্রধান প্রতিপক্ষ মনু— দু’টি চরিত্রই সমান জনপ্রিয়তা পেয়েছিল বক্স-অফিসে।

ডুপ্লিকেট-শাহরুখ খান: ‘ডুপ্লিকেট’ সিনেমার কথা মনে আছে? ১৯৯৮ সালে মুক্তি পেয়েছিল এই ছবি। মহেশ ভট্টর পরিচালনায় এই ছবিতে একই সঙ্গে পজিটিভ ও নেগেটিভ চরিত্রে দেখা গিয়েছে বলি বাদশা শাহরুখ খানকে। বাবলু এবং তার প্রধান প্রতিপক্ষ মনু— দু’টি চরিত্রই সমান জনপ্রিয়তা পেয়েছিল বক্স-অফিসে।

০৩ ০৭
রোবট-রজনীকান্ত: এস শঙ্করের রোবট এক সময় বক্স-অফিসে তুমুল জনপ্রিয়তা পেয়েছিল। ২০১০ সালে ছবিটি মুক্তি পায়। একদিকে তুখোড় বিজ্ঞানী বশী ও অন্যদিকে তাঁর হাতেই তৈরি রোবট ‘চিট্টি’ দু’টি চরিত্রেই দাপটের সঙ্গে অভিনয় করেছিলেন থালাইভা।

রোবট-রজনীকান্ত: এস শঙ্করের রোবট এক সময় বক্স-অফিসে তুমুল জনপ্রিয়তা পেয়েছিল। ২০১০ সালে ছবিটি মুক্তি পায়। একদিকে তুখোড় বিজ্ঞানী বশী ও অন্যদিকে তাঁর হাতেই তৈরি রোবট ‘চিট্টি’ দু’টি চরিত্রেই দাপটের সঙ্গে অভিনয় করেছিলেন থালাইভা।

০৪ ০৭
অভয়-কমল হাসন: সিরেশ কৃষ্ণা সাইকোলজিকাল থ্রিলার ছবি ‘অভয়’। ২০০১ সালে ছবিটি মুক্তি পায় এবং বক্স-অফিসেও বেশ ভাল ব্যবসা করে। ছবিটিতে একই সঙ্গে দু’টি চরিত্রে দেখা যায় কমল হাসনকে। একদিকে পুলিশ বিজয় ও অন্যদিকে স্কিৎজোফ্রেনিয়ায় আক্রান্ত তাঁর ভাই অভয় এই দু’জনকে নিয়েই এগিয়ে চলে ছবির গল্প।

অভয়-কমল হাসন: সিরেশ কৃষ্ণা সাইকোলজিকাল থ্রিলার ছবি ‘অভয়’। ২০০১ সালে ছবিটি মুক্তি পায় এবং বক্স-অফিসেও বেশ ভাল ব্যবসা করে। ছবিটিতে একই সঙ্গে দু’টি চরিত্রে দেখা যায় কমল হাসনকে। একদিকে পুলিশ বিজয় ও অন্যদিকে স্কিৎজোফ্রেনিয়ায় আক্রান্ত তাঁর ভাই অভয় এই দু’জনকে নিয়েই এগিয়ে চলে ছবির গল্প।

০৫ ০৭
স্যান্ডউইচ-গোবিন্দ: যে কোনও কমেডি চরিত্রেই সাবলীল গোবিন্দ। ২০০৬ সালে মুক্তি পাওয়া কমেডি ছবি ‘স্যান্ডউইচ’-এ একই সঙ্গে দু’টি চরিত্রে অভিনয় করেন গোবিন্দ। দু’টি চরিত্রেরই নাম ছিল শেখর। দু’টি পরিবারের নানা ঘটনা, হাসি, মজা নিয়েই এগিয়ে চলে গল্প।

স্যান্ডউইচ-গোবিন্দ: যে কোনও কমেডি চরিত্রেই সাবলীল গোবিন্দ। ২০০৬ সালে মুক্তি পাওয়া কমেডি ছবি ‘স্যান্ডউইচ’-এ একই সঙ্গে দু’টি চরিত্রে অভিনয় করেন গোবিন্দ। দু’টি চরিত্রেরই নাম ছিল শেখর। দু’টি পরিবারের নানা ঘটনা, হাসি, মজা নিয়েই এগিয়ে চলে গল্প।

০৬ ০৭
আন্দাজ আপনা আপনা-পরেশ রাওয়াল: রাজকুমার সন্তোষীর পরিচালনায় ‘আন্দাজ আপনা আপনা’ সেরা কমেডি ছবিগুলির তালিকায় এখনও প্রথম সারিতেই আছে। ১৯৯৪ মুক্তি পায় ছবিটি। রাম গোপাল বাজাজ এবং তাঁরই যমজ ভাই তেজার ভূমিকায় দেখা গিয়েছে পরেশ রাওয়ালকে। তেজা হল ভিলেন চরিত্র। গোটা ছবিটিতে কে রাম এবং কে তেজা তা বুঝতে রীতিমতো নাস্তানাবুদ হতে হয়েছে দর্শকদের।

আন্দাজ আপনা আপনা-পরেশ রাওয়াল: রাজকুমার সন্তোষীর পরিচালনায় ‘আন্দাজ আপনা আপনা’ সেরা কমেডি ছবিগুলির তালিকায় এখনও প্রথম সারিতেই আছে। ১৯৯৪ মুক্তি পায় ছবিটি। রাম গোপাল বাজাজ এবং তাঁরই যমজ ভাই তেজার ভূমিকায় দেখা গিয়েছে পরেশ রাওয়ালকে। তেজা হল ভিলেন চরিত্র। গোটা ছবিটিতে কে রাম এবং কে তেজা তা বুঝতে রীতিমতো নাস্তানাবুদ হতে হয়েছে দর্শকদের।

০৭ ০৭
ফ্যান-শাহরুখ খান: মনীশ শর্মার পরিচালনায় ২০১৬ সালের থ্রিলার ছবি ‘ফ্যান’। অভিনেতা আরিয়ান খন্না এবং তাঁর একনিষ্ঠ ভক্ত (ফ্যান) গৌরব চন্দ্রের ভূমিকায় বাজিমাত করেছেন শাহরুখ। প্রিয় অভিনেতার চলন, বলন, চুলের ছাঁট নকল নকল করতে একসময় সেই ভক্তই হয়ে দাঁড়ায় অভিনেতার প্রধান প্রতিদ্বন্দ্বী। শাহরুখের পজিটিভ ও নেগেটিভ দু’টি চরিত্রই সমান জনপ্রিয় হয়েছিল বক্স-অফিসে।

ফ্যান-শাহরুখ খান: মনীশ শর্মার পরিচালনায় ২০১৬ সালের থ্রিলার ছবি ‘ফ্যান’। অভিনেতা আরিয়ান খন্না এবং তাঁর একনিষ্ঠ ভক্ত (ফ্যান) গৌরব চন্দ্রের ভূমিকায় বাজিমাত করেছেন শাহরুখ। প্রিয় অভিনেতার চলন, বলন, চুলের ছাঁট নকল নকল করতে একসময় সেই ভক্তই হয়ে দাঁড়ায় অভিনেতার প্রধান প্রতিদ্বন্দ্বী। শাহরুখের পজিটিভ ও নেগেটিভ দু’টি চরিত্রই সমান জনপ্রিয় হয়েছিল বক্স-অফিসে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE