Advertisement
১৭ এপ্রিল ২০২৪
Namrata Shirodkar

এক কালের মিস ইন্ডিয়া, বলিউডের এই নায়িকাকে মনে পড়ে?

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৭ নভেম্বর ২০১৮ ১৭:৪৮
Share: Save:
০১ ১০
দেখতে সুন্দরী। অভিনয়টাও ভালই করতেন। তবুও তেমন ভাবে দাগ কাটতে পারেননি বলিউডে। এখন পুরদস্তুর গৃহিণী নম্রতা শিরোদকর। দুই সন্তানের মা-ও। স্বামী বিখ্যাত অভিনেতা। তবে তিনি নিজে প্রচারের আলো থেকে অনেক দূরে।

দেখতে সুন্দরী। অভিনয়টাও ভালই করতেন। তবুও তেমন ভাবে দাগ কাটতে পারেননি বলিউডে। এখন পুরদস্তুর গৃহিণী নম্রতা শিরোদকর। দুই সন্তানের মা-ও। স্বামী বিখ্যাত অভিনেতা। তবে তিনি নিজে প্রচারের আলো থেকে অনেক দূরে।

০২ ১০
মারাঠি পরিবারে জন্ম নম্রতার। ম়ডেলিংয়ের হাত ধরে গ্ল্যামার জগতে প্রবেশ। ১৯৯৩ সালে মিস ইন্ডিয়া হন। দিদি শিল্পা শিরোদকরও একসময় অভিনেত্রী হিসাবে জনপ্রিয় ছিলেন।

মারাঠি পরিবারে জন্ম নম্রতার। ম়ডেলিংয়ের হাত ধরে গ্ল্যামার জগতে প্রবেশ। ১৯৯৩ সালে মিস ইন্ডিয়া হন। দিদি শিল্পা শিরোদকরও একসময় অভিনেত্রী হিসাবে জনপ্রিয় ছিলেন।

০৩ ১০
ঠাকুমা মীনাক্ষী শিরোদকর মারাঠি ছবির ডাকসাইটে অভিনেত্রী ছিলেন। ১৯৩৮ সালে সুইমস্যুট পরে তাক লাগিয়ে দিয়েছিলেন সকলকে। এ ছাড়াও চুটিয়ে থিয়েটার করতেন।

ঠাকুমা মীনাক্ষী শিরোদকর মারাঠি ছবির ডাকসাইটে অভিনেত্রী ছিলেন। ১৯৩৮ সালে সুইমস্যুট পরে তাক লাগিয়ে দিয়েছিলেন সকলকে। এ ছাড়াও চুটিয়ে থিয়েটার করতেন।

০৪ ১০
১৯৯৮ সালে সলমন খানের বিপরীতে 'জব প্যায়ার কিসিসে হোতা হ্যায়' ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন নম্রতা।যদিও অক্ষয় কুমার এবং সুনীল শেট্টির বিপরীতে 'পূরব কি লায়লা পশ্চিম কি ছ্যায়লা' ছবিতেই প্রথম অভিনয় করেন। তবে সেটি মুক্তি পায়নি।

১৯৯৮ সালে সলমন খানের বিপরীতে 'জব প্যায়ার কিসিসে হোতা হ্যায়' ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন নম্রতা।যদিও অক্ষয় কুমার এবং সুনীল শেট্টির বিপরীতে 'পূরব কি লায়লা পশ্চিম কি ছ্যায়লা' ছবিতেই প্রথম অভিনয় করেন। তবে সেটি মুক্তি পায়নি।

০৫ ১০
মাত্র কয়েক বছরের কেরিয়ারে ‘বাস্তব,’ ‘পুকার,’‘অস্তিত্ব’,‘কচ্চে ধাগে’-র মতো জনপ্রিয় ছবি উপহার দিয়েছেনতিনি। তবে তার পর আর হিটের মুখ দেখেননি।

মাত্র কয়েক বছরের কেরিয়ারে ‘বাস্তব,’ ‘পুকার,’‘অস্তিত্ব’,‘কচ্চে ধাগে’-র মতো জনপ্রিয় ছবি উপহার দিয়েছেনতিনি। তবে তার পর আর হিটের মুখ দেখেননি।

০৬ ১০
নম্রতার ব্যক্তিগত জীবন নিয়েও কম আলোচনা হয়নি। এক রেস্তরাঁ মালিক দীপক শেট্টির সঙ্গে প্রথমে নাম জড়ায় তাঁর। পরে ‘বাস্তব’ ছবির পরিচালক, মহেশ মঞ্জরেকরের সঙ্গেও সম্পর্কে জড়িয়ে পড়েন বলে শোনা যায়।

নম্রতার ব্যক্তিগত জীবন নিয়েও কম আলোচনা হয়নি। এক রেস্তরাঁ মালিক দীপক শেট্টির সঙ্গে প্রথমে নাম জড়ায় তাঁর। পরে ‘বাস্তব’ ছবির পরিচালক, মহেশ মঞ্জরেকরের সঙ্গেও সম্পর্কে জড়িয়ে পড়েন বলে শোনা যায়।

০৭ ১০
তবে তেলুগু ছবিতে অভিনয় করতে গিয়েই পাল্টে যায় তাঁর জীবন। তেলুগু সুপারস্টার মহেশবাবুর প্রেমে পড়েন তিনি। দীর্ঘ ৫ বছর লুকোছাপার পর ২০০৫ সালে বিয়ে করেন তাঁরা।

তবে তেলুগু ছবিতে অভিনয় করতে গিয়েই পাল্টে যায় তাঁর জীবন। তেলুগু সুপারস্টার মহেশবাবুর প্রেমে পড়েন তিনি। দীর্ঘ ৫ বছর লুকোছাপার পর ২০০৫ সালে বিয়ে করেন তাঁরা।

০৮ ১০
বিয়ের পর অভিনয় ছেড়ে দেন নম্রতা। মন দেন ঘর-সংসারে। ২০০৬ সালে পুত্র সন্তানের জন্ম দেন তিনি। ছেলের নাম রাখেন গৌতম কৃষ্ণ।

বিয়ের পর অভিনয় ছেড়ে দেন নম্রতা। মন দেন ঘর-সংসারে। ২০০৬ সালে পুত্র সন্তানের জন্ম দেন তিনি। ছেলের নাম রাখেন গৌতম কৃষ্ণ।

০৯ ১০
কিন্তু তার পরই মনোমালিন্য দেখা দেয় দু’জনের মধ্যে। ঝামেলা এমন আকার ধারণ করে যে মহেশবাবুর বাড়ি ছেড়ে বেরিয়ে যান নম্রতা। তবে দুই পরিবারের চেষ্টায় শেষ পর্যন্ত ঝামেলা মেটে তাঁদের। ফের একসঙ্গে থাকতে শুরু করেন।

কিন্তু তার পরই মনোমালিন্য দেখা দেয় দু’জনের মধ্যে। ঝামেলা এমন আকার ধারণ করে যে মহেশবাবুর বাড়ি ছেড়ে বেরিয়ে যান নম্রতা। তবে দুই পরিবারের চেষ্টায় শেষ পর্যন্ত ঝামেলা মেটে তাঁদের। ফের একসঙ্গে থাকতে শুরু করেন।

১০ ১০
২০১২ সালে একটি কন্যাসন্তানের জন্ম দেন নম্রতা। মেয়ের নাম রেখেছেন সিতারা। তবে ছেলেমেয়ে বড় হয়ে গেলেও, অভিনয় জগতে ফেরার কোনও ইচ্ছা নেই তাঁর।

২০১২ সালে একটি কন্যাসন্তানের জন্ম দেন নম্রতা। মেয়ের নাম রেখেছেন সিতারা। তবে ছেলেমেয়ে বড় হয়ে গেলেও, অভিনয় জগতে ফেরার কোনও ইচ্ছা নেই তাঁর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE