Advertisement
২০ এপ্রিল ২০২৪
Entertainment News

জনপ্রিয় এই টেলিভিশন তারকাদের সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?

রোজ টিভি খুললেই তাঁদের মুখ ভেসে ওঠে। প্রিয় টেলি তারকাদের রিপিট টেলিকাস্টেও দেখতে ছাড়েন না তাঁদের ভক্তকূল। কিন্তু মেগা সিরিয়ালেরই এমন অনেক তারকা আছেন, যাঁদের সম্পর্কে অনেক তথ্য আমাদের অজানা। চোখ রাখা যাক সে দিকেই।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৮ জুলাই ২০১৮ ১০:২০
Share: Save:
০১ ১০
রোজ টিভি খুললেই তাঁদের মুখ ভেসে ওঠে। প্রিয় টেলি তারকাদের রিপিট টেলিকাস্টেও দেখতে ছাড়েন না তাঁদের ভক্তকূল। কিন্তু মেগা সিরিয়ালেরই এমন অনেক তারকা আছেন, যাঁদের সম্পর্কে অনেক তথ্য আমাদের অজানা। চোখ রাখা যাক সে দিকেই।

রোজ টিভি খুললেই তাঁদের মুখ ভেসে ওঠে। প্রিয় টেলি তারকাদের রিপিট টেলিকাস্টেও দেখতে ছাড়েন না তাঁদের ভক্তকূল। কিন্তু মেগা সিরিয়ালেরই এমন অনেক তারকা আছেন, যাঁদের সম্পর্কে অনেক তথ্য আমাদের অজানা। চোখ রাখা যাক সে দিকেই।

০২ ১০
শরদ কেলকার: তাঁর ব্যারিটোন ভয়েসে মুগ্ধ দর্শক। আর এমন কণ্ঠস্বরের জন্যই শরদ কেলকারের কাছে নানান ছবিতে ডাবিংয়ের ডাক আসে। ‘বাহুবলী’ ছবিটির হিন্দি ভার্সনে প্রভাসের মুখে আদতে ফুটে উঠেছিল এই শরদ কেলকারেরই স্বর।

শরদ কেলকার: তাঁর ব্যারিটোন ভয়েসে মুগ্ধ দর্শক। আর এমন কণ্ঠস্বরের জন্যই শরদ কেলকারের কাছে নানান ছবিতে ডাবিংয়ের ডাক আসে। ‘বাহুবলী’ ছবিটির হিন্দি ভার্সনে প্রভাসের মুখে আদতে ফুটে উঠেছিল এই শরদ কেলকারেরই স্বর।

০৩ ১০
গুরমিত চৌধুরি: অগুনতি মহিলা ভক্ত গুরমিত চৌধুরির। তবে তা যে শুধু তাঁর অভিনয়ের জন্য তা নয়। গুরমিতের গুড লুকস্ও একটা বড় বিষয়। কিন্তু এত ফ্যান ফলোয়ার হওয়ার আগেই মিস্টার জব্বলপুর টাইটেল জুড়ে গিয়েছিল গুরমিতের নামের পাশে।

গুরমিত চৌধুরি: অগুনতি মহিলা ভক্ত গুরমিত চৌধুরির। তবে তা যে শুধু তাঁর অভিনয়ের জন্য তা নয়। গুরমিতের গুড লুকস্ও একটা বড় বিষয়। কিন্তু এত ফ্যান ফলোয়ার হওয়ার আগেই মিস্টার জব্বলপুর টাইটেল জুড়ে গিয়েছিল গুরমিতের নামের পাশে।

০৪ ১০
রবি ভাটিয়া: ‘যোধা আকবর’ ধারাবাহিকের সেলিমকে বোধ হয় সকলেরই চেনা। সেলিম অর্থাত্ রবি ভাটিয়া। কিন্তু এই রবি ভাটিয়াই বক্সিংয়ে নিজের কেরিয়ার গড়তে চান। স্কুলেই বক্সিং শুরু করেছিলেন রবি। স্বর্ণ পদকও জিতেছিলেন হিমাচল স্টেট ওপেন বক্সিং চ্যাম্পিয়নশিপে।

রবি ভাটিয়া: ‘যোধা আকবর’ ধারাবাহিকের সেলিমকে বোধ হয় সকলেরই চেনা। সেলিম অর্থাত্ রবি ভাটিয়া। কিন্তু এই রবি ভাটিয়াই বক্সিংয়ে নিজের কেরিয়ার গড়তে চান। স্কুলেই বক্সিং শুরু করেছিলেন রবি। স্বর্ণ পদকও জিতেছিলেন হিমাচল স্টেট ওপেন বক্সিং চ্যাম্পিয়নশিপে।

০৫ ১০
অভিকা গোর: ছোট পর্দার আনন্দী অনেক ছোট বয়স থেকেই সেলিব্রিটি। কিন্তু বয়সে ছোট হলে কী, ভিয়েতনামে ‘ফেস অব দ্য ইয়ার’ পুরস্কার জিতেছিলেন অভিকা।

অভিকা গোর: ছোট পর্দার আনন্দী অনেক ছোট বয়স থেকেই সেলিব্রিটি। কিন্তু বয়সে ছোট হলে কী, ভিয়েতনামে ‘ফেস অব দ্য ইয়ার’ পুরস্কার জিতেছিলেন অভিকা।

০৬ ১০
আমির আলি: টেলিভিশনে জনপ্রিয় হওয়ার অনেক আগে থেকেই মডেলিংয়ে একাধিক পুরস্কার পেয়েছিলেন আমির আলি। গ্রাসিম মিস্টার ইন্ডিয়া ২০০০-এ মিস্টার ফোটোজেনিক, বেস্ট স্মাইল এবং বেস্ট ড্রেসড পার্সোনালিটির পুরস্কার পেয়েছিলেন আমির। আমেরিকান ইউনিভার্সিটি ইন ওয়াশিংটন ডিসি থেকে স্নাতক পাশ করেছেন আমির আলি।

আমির আলি: টেলিভিশনে জনপ্রিয় হওয়ার অনেক আগে থেকেই মডেলিংয়ে একাধিক পুরস্কার পেয়েছিলেন আমির আলি। গ্রাসিম মিস্টার ইন্ডিয়া ২০০০-এ মিস্টার ফোটোজেনিক, বেস্ট স্মাইল এবং বেস্ট ড্রেসড পার্সোনালিটির পুরস্কার পেয়েছিলেন আমির। আমেরিকান ইউনিভার্সিটি ইন ওয়াশিংটন ডিসি থেকে স্নাতক পাশ করেছেন আমির আলি।

০৭ ১০
দিশা ভাকানি: ‘তারক মেহতা কা উল্টা চশমা’ সিরিয়ালের দৌলতে দিশা ভাকানি বিখ্যাত হয়েছিলেন। দয়া জেঠালাল গাডার সুবাদে তিনি আজ ঘরে ঘরে জনপ্রিয়। তবে একাধিক বি-গ্রেড ছবিতেও দেখা গিয়েছিল তাঁকে। ১৯৯৭ সালে ‘কামসিন’ যার মধ্যে অন্যতম।

দিশা ভাকানি: ‘তারক মেহতা কা উল্টা চশমা’ সিরিয়ালের দৌলতে দিশা ভাকানি বিখ্যাত হয়েছিলেন। দয়া জেঠালাল গাডার সুবাদে তিনি আজ ঘরে ঘরে জনপ্রিয়। তবে একাধিক বি-গ্রেড ছবিতেও দেখা গিয়েছিল তাঁকে। ১৯৯৭ সালে ‘কামসিন’ যার মধ্যে অন্যতম।

০৮ ১০
দ্রাষ্টি ধামি: ডান্সার হিসেবেই অধিক পরিচিত দ্রাষ্টি। একাধিক মিউজিক ভিডিয়োতেও তাঁকে নাচতে দেখা গিয়েছে। অভিনয়ে আসার আগে দ্রাষ্টি এক সময় নাচের শিক্ষিকাও ছিলেন।

দ্রাষ্টি ধামি: ডান্সার হিসেবেই অধিক পরিচিত দ্রাষ্টি। একাধিক মিউজিক ভিডিয়োতেও তাঁকে নাচতে দেখা গিয়েছে। অভিনয়ে আসার আগে দ্রাষ্টি এক সময় নাচের শিক্ষিকাও ছিলেন।

০৯ ১০
কর্ণ ওয়াহি: অভিনয় জগতে পা দেওয়ার আগে কর্ণ একজন ক্রিকেটার ছিলেন। বিরাট কোহালি এবং শিখর ধওয়ানের সঙ্গেও ক্রিকেট খেলেছেন কর্ণ।

কর্ণ ওয়াহি: অভিনয় জগতে পা দেওয়ার আগে কর্ণ একজন ক্রিকেটার ছিলেন। বিরাট কোহালি এবং শিখর ধওয়ানের সঙ্গেও ক্রিকেট খেলেছেন কর্ণ।

১০ ১০
কর্ণ কুন্দ্রা: রাফ অ্যান্ড টাফ পার্সোনালিটির জন্য কর্ণ কুন্দ্রার বিপুল ফ্যান ফলোয়িং। তবে কর্ণের নিজস্ব একটি কল সেন্টার রয়েছে। ড্রাইভিংয়ে তাঁর তীব্র ঝোঁক। বিএমডব্লিউ ফাইভ সিরিজও রয়েছে কর্ণের গ্যারেজে।

কর্ণ কুন্দ্রা: রাফ অ্যান্ড টাফ পার্সোনালিটির জন্য কর্ণ কুন্দ্রার বিপুল ফ্যান ফলোয়িং। তবে কর্ণের নিজস্ব একটি কল সেন্টার রয়েছে। ড্রাইভিংয়ে তাঁর তীব্র ঝোঁক। বিএমডব্লিউ ফাইভ সিরিজও রয়েছে কর্ণের গ্যারেজে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE