Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Photogallery

‘ডিজেওয়ালে বাবু’ বাদশাহের সংগ্রহে যা রয়েছে, তা আপনাকে চমকে দেবে

‘ডিজে ওয়ালে বাবু’— এই গানটি নিশ্চয়ই শুনেছেন। অন্যতম একটি হিট গান। গায়কের নামও নিশ্চয় কারও অজানা নয়। তাও আরও একবার মনে করিয়ে দেওয়া যাক। তিনি হলে র্যাডপার বাদশাহ। আসল নাম অদিত্য প্রতীক সিংহ সিসৌদিয়া।

শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০১৮ ১৫:৩৮
Share: Save:
০১ ১১
‘ডিজে ওয়ালে বাবু’— এই গানটি নিশ্চয়ই শুনেছেন। অন্যতম একটি হিট গান। গায়কের নামও নিশ্চয় কারও অজানা নয়। তাও আরও একবার মনে করিয়ে দেওয়া যাক। তিনি হলে র্যাডপার বাদশাহ। আসল নাম অদিত্য প্রতীক সিংহ সিসৌদিয়া।

‘ডিজে ওয়ালে বাবু’— এই গানটি নিশ্চয়ই শুনেছেন। অন্যতম একটি হিট গান। গায়কের নামও নিশ্চয় কারও অজানা নয়। তাও আরও একবার মনে করিয়ে দেওয়া যাক। তিনি হলে র্যাডপার বাদশাহ। আসল নাম অদিত্য প্রতীক সিংহ সিসৌদিয়া।

০২ ১১
ইয়ো ইয়ো হানি সিংহের ব্যান্ড ‘মাফিয়া মুন্ডির’-এ কাজ শুরু করেন ২০০৬-এ।

ইয়ো ইয়ো হানি সিংহের ব্যান্ড ‘মাফিয়া মুন্ডির’-এ কাজ শুরু করেন ২০০৬-এ।

০৩ ১১
মূলত ভাংড়া, দেশি হিপহপ গানই করেন তিনি। ডিজে ওয়ালে বাবু গানটার জন্যই তাঁর পরিচিতি হু হু করে বেড়েছে। এখন বিশ্বজোড়া খ্যাতি বাদশাহের।

মূলত ভাংড়া, দেশি হিপহপ গানই করেন তিনি। ডিজে ওয়ালে বাবু গানটার জন্যই তাঁর পরিচিতি হু হু করে বেড়েছে। এখন বিশ্বজোড়া খ্যাতি বাদশাহের।

০৪ ১১
২০১৪-য় বলিউডে পাড়ি জমান। কাজ করেছেন হাম্পটি শর্মা কি দুলহনিয়া, খুবসুরত ছবিতে। ২০১৬-য় কপূর অ্যান্ড সন্স ছবিতে গাওয়া ‘কর গয়ি চুল’ গানটিও বেশ জনপ্রিয় হয়।

২০১৪-য় বলিউডে পাড়ি জমান। কাজ করেছেন হাম্পটি শর্মা কি দুলহনিয়া, খুবসুরত ছবিতে। ২০১৬-য় কপূর অ্যান্ড সন্স ছবিতে গাওয়া ‘কর গয়ি চুল’ গানটিও বেশ জনপ্রিয় হয়।

০৫ ১১
জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে বাদশাহের উপার্জনও বেড়েছে। ১০৫ কোটি টাকার মালিক তিনি। বার্ষিক আয় সাড়ে ১০ কোটি টাকা।

জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে বাদশাহের উপার্জনও বেড়েছে। ১০৫ কোটি টাকার মালিক তিনি। বার্ষিক আয় সাড়ে ১০ কোটি টাকা।

০৬ ১১
বাদশাহের সংগ্রহে রয়েছে কয়েক কোটির গাড়ি, বাংলো এবং শখের বেশ কিছু জিনিস যা দেখলে পলক পড়া মুশকিল!

বাদশাহের সংগ্রহে রয়েছে কয়েক কোটির গাড়ি, বাংলো এবং শখের বেশ কিছু জিনিস যা দেখলে পলক পড়া মুশকিল!

০৭ ১১
বাদশাহ যে গাড়িটি ব্যবহার করেন সেটা হল মার্সিডিজ বেঞ্জ জিএল৩৫০। এর দাম প্রায় ৮০ লক্ষ টাকা।

বাদশাহ যে গাড়িটি ব্যবহার করেন সেটা হল মার্সিডিজ বেঞ্জ জিএল৩৫০। এর দাম প্রায় ৮০ লক্ষ টাকা।

০৮ ১১
নানা রকম শৌখিন জুতো পরতে ভালবাসেন বাদশাহ। শুধু শৌখিনই নয়, বেশ দামি জুতোও আছে তাঁর সংগ্রহে। সব মিলিয়ে যার মূল্য প্রায় দেড় কোটি টাকা।

নানা রকম শৌখিন জুতো পরতে ভালবাসেন বাদশাহ। শুধু শৌখিনই নয়, বেশ দামি জুতোও আছে তাঁর সংগ্রহে। সব মিলিয়ে যার মূল্য প্রায় দেড় কোটি টাকা।

০৯ ১১
দিল্লিতে এতটা বিলাসবহুল বাংলো রয়েছে। বাংলোর নাম ‘দ্য প্রেসিদেন্তে’। এর দাম ১২ কোটি টাকা।

দিল্লিতে এতটা বিলাসবহুল বাংলো রয়েছে। বাংলোর নাম ‘দ্য প্রেসিদেন্তে’। এর দাম ১২ কোটি টাকা।

১০ ১১
হাতঘড়ির বিষয়েও তিনি যথেষ্ট সচেতন। তিনি যে ঘড়িটি পরেন তার দাম ৩৫ লক্ষ টাকা!

হাতঘড়ির বিষয়েও তিনি যথেষ্ট সচেতন। তিনি যে ঘড়িটি পরেন তার দাম ৩৫ লক্ষ টাকা!

১১ ১১
শুধু মার্সিডিজই নয়, বাদশাহের সংগ্রহে রয়েছে ৯০ লক্ষ টাকার পোরসে কেম্যান ৭১৮ এবং ৭২ লক্ষ টাকার জিপ র্যাং লার।

শুধু মার্সিডিজই নয়, বাদশাহের সংগ্রহে রয়েছে ৯০ লক্ষ টাকার পোরসে কেম্যান ৭১৮ এবং ৭২ লক্ষ টাকার জিপ র্যাং লার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE