Advertisement
১৯ এপ্রিল ২০২৪
International Gallery

দু’হাজার বছরের পুরনো ওয়াইন! সন্ধান মিলল চিনে

পুরনো চাল ভাতে বাড়ে, জানেন নিশ্চই। কিন্তু পুরনো ওয়াইন? উত্তরটা বোধহয় চিনের প্রত্নতাত্ত্বিকরা দিতে পারবেন। কারণ, মঙ্গলবার চিনে বহু কাল আগেকার ওয়াইনের খোঁজ পেয়েছেন প্রত্নতাত্ত্বিকেরা। দশ-কুড়ি বছরের নয়, প্রায় ২ হাজার বছরের পুরনো! জেনে নিন সে আবিষ্কারের খুঁটিনাটি।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০১৮ ১৩:১৪
Share: Save:
০১ ০৮
পুরনো চাল ভাতে বাড়ে, জানেন নিশ্চই। কিন্তু পুরনো ওয়াইন? উত্তরটা বোধহয় চিনের প্রত্নতাত্ত্বিকরা দিতে পারবেন। কারণ, মঙ্গলবার চিনে বহু কাল আগেকার ওয়াইনের খোঁজ পেয়েছেন প্রত্নতাত্ত্বিকেরা। দশ-কুড়ি বছরের নয়, প্রায় ২ হাজার বছরের পুরনো! জেনে নিন সে আবিষ্কারের খুঁটিনাটি।

পুরনো চাল ভাতে বাড়ে, জানেন নিশ্চই। কিন্তু পুরনো ওয়াইন? উত্তরটা বোধহয় চিনের প্রত্নতাত্ত্বিকরা দিতে পারবেন। কারণ, মঙ্গলবার চিনে বহু কাল আগেকার ওয়াইনের খোঁজ পেয়েছেন প্রত্নতাত্ত্বিকেরা। দশ-কুড়ি বছরের নয়, প্রায় ২ হাজার বছরের পুরনো! জেনে নিন সে আবিষ্কারের খুঁটিনাটি।

০২ ০৮
মধ্য চিনের হেনান প্রদেশে একটি সমাধিসৌধে খননকাজের সময় প্রত্নতাত্ত্বিকদের চোখে পড়ে একটি ব্রোঞ্জের পাত্র। তাতেই রাখা ছিল হলুদ রঙের তরল পানীয়। ব্রোঞ্জের পাত্র থেকে ওই তরল ঢালতেই চাইনিজ ওয়াইনের গন্ধ পান প্রত্নতাত্ত্বিকেরা। তাঁদের দাবি, ওই ওয়াইন প্রায় ২ হাজার বছরের পুরনো। প্রতীকী ছবি।

মধ্য চিনের হেনান প্রদেশে একটি সমাধিসৌধে খননকাজের সময় প্রত্নতাত্ত্বিকদের চোখে পড়ে একটি ব্রোঞ্জের পাত্র। তাতেই রাখা ছিল হলুদ রঙের তরল পানীয়। ব্রোঞ্জের পাত্র থেকে ওই তরল ঢালতেই চাইনিজ ওয়াইনের গন্ধ পান প্রত্নতাত্ত্বিকেরা। তাঁদের দাবি, ওই ওয়াইন প্রায় ২ হাজার বছরের পুরনো। প্রতীকী ছবি।

০৩ ০৮
প্রত্নতাত্ত্বিকদের দাবি, পাত্রের ভিতরে রাখা ওয়াইনের বয়স পশ্চিম হান বংশের সময়কার। অর্থাৎ ২০২ খ্রিস্টপূর্ব থেকে ৮ খ্রিস্টাব্দের মধ্যে ওই ওয়াইন তৈরি করা হয়েছিল।

প্রত্নতাত্ত্বিকদের দাবি, পাত্রের ভিতরে রাখা ওয়াইনের বয়স পশ্চিম হান বংশের সময়কার। অর্থাৎ ২০২ খ্রিস্টপূর্ব থেকে ৮ খ্রিস্টাব্দের মধ্যে ওই ওয়াইন তৈরি করা হয়েছিল।

০৪ ০৮
চিনের সরকারি সংবাদপত্র শিনহুয়া জানিয়েছে, ওই ব্রোঞ্জের পাত্রে প্রায় সাড়ে তিন লিটার পানীয় ছিল। চিনের লিওইয়াং শহরের ইনস্টিটিউট অব কালচারাল রেলিকস অ্যান্ড আর্কিওলজির প্রধান শিয়া জিয়াঝেন জানিয়েছেন, প্রাচীন ওই তরলে অ্যালকোহলের সঠিক মাত্রা জানতে পরীক্ষানিরীক্ষা চলছে।

চিনের সরকারি সংবাদপত্র শিনহুয়া জানিয়েছে, ওই ব্রোঞ্জের পাত্রে প্রায় সাড়ে তিন লিটার পানীয় ছিল। চিনের লিওইয়াং শহরের ইনস্টিটিউট অব কালচারাল রেলিকস অ্যান্ড আর্কিওলজির প্রধান শিয়া জিয়াঝেন জানিয়েছেন, প্রাচীন ওই তরলে অ্যালকোহলের সঠিক মাত্রা জানতে পরীক্ষানিরীক্ষা চলছে।

০৫ ০৮
প্রত্নতাত্ত্বিকেরা জানিয়েছেন, যে ব্রোঞ্জের পাত্রে ওয়াইন মিলেছে, তার মুখবন্ধ করা ছিল। এত বছর ধরে পড়ে থাকলেও তাই ওই ওয়াইনের স্বাদবদল হয়নি। কিন্তু কী পদ্ধতিতে ওই পাত্রটির মুখবন্ধ করা হয়েছিল যে জন্য তার ভিতরের ওয়াইন বাতাসে উবে গেল না, তা নিয়ে অবশ্য কিছু জানানো হয়নি।

প্রত্নতাত্ত্বিকেরা জানিয়েছেন, যে ব্রোঞ্জের পাত্রে ওয়াইন মিলেছে, তার মুখবন্ধ করা ছিল। এত বছর ধরে পড়ে থাকলেও তাই ওই ওয়াইনের স্বাদবদল হয়নি। কিন্তু কী পদ্ধতিতে ওই পাত্রটির মুখবন্ধ করা হয়েছিল যে জন্য তার ভিতরের ওয়াইন বাতাসে উবে গেল না, তা নিয়ে অবশ্য কিছু জানানো হয়নি।

০৬ ০৮
চিনের সরকারি সংবাদপত্র জানিয়েছে, এর আগেও পশ্চিম হান বংশের সময়কালের অ্যালকোহলের সন্ধানমিলেছে। চাল থেকে তৈরি ওই ধরনের ওয়াইনও বড়সড় ব্রোঞ্জের পাত্রে রাখা ছিল। তবে তা এতটা প্রাচীন ছিল না। বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের অঙ্গ ছিল ওই ওয়াইন।

চিনের সরকারি সংবাদপত্র জানিয়েছে, এর আগেও পশ্চিম হান বংশের সময়কালের অ্যালকোহলের সন্ধানমিলেছে। চাল থেকে তৈরি ওই ধরনের ওয়াইনও বড়সড় ব্রোঞ্জের পাত্রে রাখা ছিল। তবে তা এতটা প্রাচীন ছিল না। বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের অঙ্গ ছিল ওই ওয়াইন।

০৭ ০৮
শিয়া জিয়াঝেন জানিয়েছেন, ওয়াইন ছাড়াও ওই সমাধিসৌধ থেকে মানুষের হাড়গোড় মিলেছে। এ ছাড়া, বুনো হাঁসের আকারের একটি প্রদীপও উদ্ধার করা হয়েছে। প্রতীকী ছবি।

শিয়া জিয়াঝেন জানিয়েছেন, ওয়াইন ছাড়াও ওই সমাধিসৌধ থেকে মানুষের হাড়গোড় মিলেছে। এ ছাড়া, বুনো হাঁসের আকারের একটি প্রদীপও উদ্ধার করা হয়েছে। প্রতীকী ছবি।

০৮ ০৮
এর আগেও প্রাচীন তরলের সন্ধান মিলেছিল চিনে। ২০১০-এ শিয়ান প্রদেশে বিমানবন্দরে কাজের সময় মাটি খোড়া হচ্ছিল। সে সময় একটি পাত্রে প্রায় ২,৪০০ বছরের পুরনো স্যুপের সন্ধান মিলেছিল।

এর আগেও প্রাচীন তরলের সন্ধান মিলেছিল চিনে। ২০১০-এ শিয়ান প্রদেশে বিমানবন্দরে কাজের সময় মাটি খোড়া হচ্ছিল। সে সময় একটি পাত্রে প্রায় ২,৪০০ বছরের পুরনো স্যুপের সন্ধান মিলেছিল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE