Advertisement
১৯ এপ্রিল ২০২৪
International news

এই পথে হাঁটতে চান?

ঠিক যেন রূপকথা। ঠিক যেন কল্পনার জগৎ। চোখ বন্ধ করলেই যে জায়গাটা এতদিন আপনার চোখের সামনে ভেসে উঠত। এই জায়গাগুলো যেন সেগুলোই একটা। চলুন হেঁটে আসা যাক প্রাকৃতিক শোভায় ভরপুর এই জায়গাগুলিতে। আজ আর চোখ বন্ধ করে নয়, চোখ দিয়েই।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১১ মার্চ ২০১৮ ১৬:৪২
Share: Save:
০১ ০৮
ঠিক যেন রূপকথা। ঠিক যেন কল্পনার জগৎ। চোখ বন্ধ করলেই যে জায়গাটা এতদিন আপনার চোখের সামনে ভেসে উঠত। এই জায়গাগুলো যেন সেগুলোই একটা। চলুন হেঁটে আসা যাক প্রাকৃতিক শোভায় ভরপুর এই জায়গাগুলিতে। আজ আর চোখ বন্ধ করে নয়, চোখ দিয়েই।

ঠিক যেন রূপকথা। ঠিক যেন কল্পনার জগৎ। চোখ বন্ধ করলেই যে জায়গাটা এতদিন আপনার চোখের সামনে ভেসে উঠত। এই জায়গাগুলো যেন সেগুলোই একটা। চলুন হেঁটে আসা যাক প্রাকৃতিক শোভায় ভরপুর এই জায়গাগুলিতে। আজ আর চোখ বন্ধ করে নয়, চোখ দিয়েই।

০২ ০৮
কিয়োটে, জাপান: বাঁশের জঙ্গলের মধ্যে দিয়ে তৈরি রাস্তা। বাইসাইকেল বা শুধুমাত্র হেঁটে অতিক্রম করুন। সারাজীবন একটা ভাল স্মৃতি হয়ে থাকবে আপনার।

কিয়োটে, জাপান: বাঁশের জঙ্গলের মধ্যে দিয়ে তৈরি রাস্তা। বাইসাইকেল বা শুধুমাত্র হেঁটে অতিক্রম করুন। সারাজীবন একটা ভাল স্মৃতি হয়ে থাকবে আপনার।

০৩ ০৮
ক্যাম্পিগনা ন্যাশনাল পার্ক, ইতালি: শীতের সকাল আর সূর্যোদয় এই পার্কের শোভা পুরোপুরি বদলে দেয়। শুভ্র বরফে ঢেকে যায় পুরো পার্ক। আর গাছের প্রাচীর চিরে সূর্যের আলো এসে পড়েছে ওই সরু পথটার উপরে। ঠিক যেন কোনও রূপকথা।

ক্যাম্পিগনা ন্যাশনাল পার্ক, ইতালি: শীতের সকাল আর সূর্যোদয় এই পার্কের শোভা পুরোপুরি বদলে দেয়। শুভ্র বরফে ঢেকে যায় পুরো পার্ক। আর গাছের প্রাচীর চিরে সূর্যের আলো এসে পড়েছে ওই সরু পথটার উপরে। ঠিক যেন কোনও রূপকথা।

০৪ ০৮
বাভারিয়া, জার্মানি: প্রায় ১০০ কিলোমিটার দীর্ঘ এই অরণ্য। এই জঙ্গলের প্রতিটা বাঁকে নতুন চমক অপেক্ষা করবে আপনার জন্য। আপনাকে স্বাগত জানাবে রাস্তার দু’পাশে বিছিয়ে থাকা শুকনো লাল পাতা আর বিভিন্ন আকৃতির পাথর।

বাভারিয়া, জার্মানি: প্রায় ১০০ কিলোমিটার দীর্ঘ এই অরণ্য। এই জঙ্গলের প্রতিটা বাঁকে নতুন চমক অপেক্ষা করবে আপনার জন্য। আপনাকে স্বাগত জানাবে রাস্তার দু’পাশে বিছিয়ে থাকা শুকনো লাল পাতা আর বিভিন্ন আকৃতির পাথর।

০৫ ০৮
তাইপিং মাউন্টেন পথ, তাইওয়ান: সমুদ্রপৃষ্ঠ থেকে ১,৯৫০ মিটার উচ্চতায় রয়েছে এই মাউন্টেন পথ। বর্ষায় পথ পিছল হয়ে যায়, তাই ওই সময় বাদে সারা বছর ট্রেকিং প্রেমীদের আনাগোনা লেগেই লাগে এখানে।

তাইপিং মাউন্টেন পথ, তাইওয়ান: সমুদ্রপৃষ্ঠ থেকে ১,৯৫০ মিটার উচ্চতায় রয়েছে এই মাউন্টেন পথ। বর্ষায় পথ পিছল হয়ে যায়, তাই ওই সময় বাদে সারা বছর ট্রেকিং প্রেমীদের আনাগোনা লেগেই লাগে এখানে।

০৬ ০৮
ডার্ক হেজেস, আয়ারল্যান্ড: দুই শহর আর্ময় এবং স্ট্র্যানোকামকে সংযুক্তকারী রাস্তা এটি। রাস্তার দু’পাশ বিচ ট্রি দিয়ে ঘেরা। জনপ্রিয় টেলিভিশন সিরিজ ‘গেম অফ থ্রোনস’-এর একটি দৃশ্যেও এই রাস্তা দেখা গিয়েছে। বিচ ট্রি এমনভাবেই রাস্তার উপরে বিস্তৃত যে রাস্তাটাই যেন একটা প্রাকৃতিক ক্যানাল। অপূর্ব প্রাকৃতিক শোভা। কিন্তু সত্যি বলুন তো, এই রাস্তায় একা হাঁটতে একটু হলেও কি গা ছমছম করবে না?

ডার্ক হেজেস, আয়ারল্যান্ড: দুই শহর আর্ময় এবং স্ট্র্যানোকামকে সংযুক্তকারী রাস্তা এটি। রাস্তার দু’পাশ বিচ ট্রি দিয়ে ঘেরা। জনপ্রিয় টেলিভিশন সিরিজ ‘গেম অফ থ্রোনস’-এর একটি দৃশ্যেও এই রাস্তা দেখা গিয়েছে। বিচ ট্রি এমনভাবেই রাস্তার উপরে বিস্তৃত যে রাস্তাটাই যেন একটা প্রাকৃতিক ক্যানাল। অপূর্ব প্রাকৃতিক শোভা। কিন্তু সত্যি বলুন তো, এই রাস্তায় একা হাঁটতে একটু হলেও কি গা ছমছম করবে না?

০৭ ০৮
স্পেনসার স্মিথ পার্ক, কানাডা: ওন্টারিও হ্রদের পাশেই রয়েছে পার্কটি। বার্লিংটন হর্টিকালচারাল সোসাইটির প্রাক্তন প্রেসিডেন্ট স্পেনসার স্মিথের নামেই পার্কটির নামকরণ করা হয়েছে। বিভিন্ন গাছ দিয়ে পার্কটিকে সাজিয়ে তোলা হয়েছে। বসন্তে সেই পার্কেরই একটি দৃশ্য রয়েছে ছবিতে।

স্পেনসার স্মিথ পার্ক, কানাডা: ওন্টারিও হ্রদের পাশেই রয়েছে পার্কটি। বার্লিংটন হর্টিকালচারাল সোসাইটির প্রাক্তন প্রেসিডেন্ট স্পেনসার স্মিথের নামেই পার্কটির নামকরণ করা হয়েছে। বিভিন্ন গাছ দিয়ে পার্কটিকে সাজিয়ে তোলা হয়েছে। বসন্তে সেই পার্কেরই একটি দৃশ্য রয়েছে ছবিতে।

০৮ ০৮
ডগ মাউন্টেন, ওয়াশিংটন: কলম্বিয়া রিভার জর্জের উত্তর ভাগে রয়েছে এই পর্বত। ২০০৩ সালে এই পাহাড়ি পথে ট্রেকিংয়ের সময় একটা দুর্ঘটনা ঘটেছিল। পা পিছলে ৫০০ ফুট নীচে খাদে পড়ে যান এক ব্যক্তি।

ডগ মাউন্টেন, ওয়াশিংটন: কলম্বিয়া রিভার জর্জের উত্তর ভাগে রয়েছে এই পর্বত। ২০০৩ সালে এই পাহাড়ি পথে ট্রেকিংয়ের সময় একটা দুর্ঘটনা ঘটেছিল। পা পিছলে ৫০০ ফুট নীচে খাদে পড়ে যান এক ব্যক্তি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE