Advertisement
১৯ এপ্রিল ২০২৪
gold

সবচেয়ে বেশি সোনার গয়না কেনা দেশের তালিকায় ভারত কত নম্বরে?

রাশিয়ার নাগরিকরাও দিব্যি সোনার গয়না ভালবাসে।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০১৮ ০৮:৩৫
Share: Save:
০১ ১১
সোনার গয়না কেনা যেমন একটা লাভজনক অভ্যাস, তেমনই কোনও কোনও ক্ষেত্রে হয়তো এটা নেশাও। উপহারেও সোনার গয়না দিতে পছন্দ করেন অনেকে। শুধু সোনার গয়না কেনার জন্য উৎসবও হয় কোথাও কোথাও। পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি সোনার গয়না কেনে বেশ কয়েকটি দেশ। জেনে নেওয়া যাক সেগুলির সম্বন্ধে।

সোনার গয়না কেনা যেমন একটা লাভজনক অভ্যাস, তেমনই কোনও কোনও ক্ষেত্রে হয়তো এটা নেশাও। উপহারেও সোনার গয়না দিতে পছন্দ করেন অনেকে। শুধু সোনার গয়না কেনার জন্য উৎসবও হয় কোথাও কোথাও। পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি সোনার গয়না কেনে বেশ কয়েকটি দেশ। জেনে নেওয়া যাক সেগুলির সম্বন্ধে।

০২ ১১
চিন: সোনার গয়না কেনাকাটিতে শীর্ষে রয়েছে চিন। মোট ৬১২.৫ মেট্রিক টন সোনার গয়না রয়েছে এই দেশের নাগরিকদের কাছে। ২০২৫ সালে গ্লোবাল লাক্সারি মার্কেটের প্রায় ৪৪ শতাংশই চিনের দখলে থাকার কথা, বলছে মার্কিন ম্যানেজমেন্ট সংস্থা ম্যাককিনসে অ্যান্ড কোম্পানি।

চিন: সোনার গয়না কেনাকাটিতে শীর্ষে রয়েছে চিন। মোট ৬১২.৫ মেট্রিক টন সোনার গয়না রয়েছে এই দেশের নাগরিকদের কাছে। ২০২৫ সালে গ্লোবাল লাক্সারি মার্কেটের প্রায় ৪৪ শতাংশই চিনের দখলে থাকার কথা, বলছে মার্কিন ম্যানেজমেন্ট সংস্থা ম্যাককিনসে অ্যান্ড কোম্পানি।

০৩ ১১
ভারত: ৪৬৩.২ মেট্রিক টন সোনার গয়না রয়েছে ভারতে। দক্ষিণ ভারতের বিভিন্ন মন্দিরে দেবতাকে সোনা দান করা হয়, দীপাবলি উৎসবের সময়ে ধনতেরাসেও রয়েছে সোনার গয়না কেনার চল। বিবাহের অনুষ্ঠানেও সোনার গয়না পরার রীতি রয়েছে।

ভারত: ৪৬৩.২ মেট্রিক টন সোনার গয়না রয়েছে ভারতে। দক্ষিণ ভারতের বিভিন্ন মন্দিরে দেবতাকে সোনা দান করা হয়, দীপাবলি উৎসবের সময়ে ধনতেরাসেও রয়েছে সোনার গয়না কেনার চল। বিবাহের অনুষ্ঠানেও সোনার গয়না পরার রীতি রয়েছে।

০৪ ১১
মার্কিন যুক্তরাষ্ট্র: এই রাষ্ট্রের নাগরিকদের মধ্যেও রয়েছে গয়নার বিপুল চাহিদা। মোট ১৩৮.২ মেট্রিক টন সোনার গয়না রয়েছে আমেরিকার নাগরিকদের কাছে।

মার্কিন যুক্তরাষ্ট্র: এই রাষ্ট্রের নাগরিকদের মধ্যেও রয়েছে গয়নার বিপুল চাহিদা। মোট ১৩৮.২ মেট্রিক টন সোনার গয়না রয়েছে আমেরিকার নাগরিকদের কাছে।

০৫ ১১
সংযুক্ত আরব আমিরশাহি: শুধুমাত্র দুবাইয়ে ৩০০টি সোনার গয়নার দোকান রয়েছে। ৪৬.২ মেট্রিক টন সোনার গয়না রয়েছে আরব আমিরশাহির নাগরিকদের কাছে। তবে চাহিদা বেড়ে চলেছে প্রতি মুহূর্তে, এমনটাই বলছে ইতালির ট্রেড কমিশনের সমীক্ষা।

সংযুক্ত আরব আমিরশাহি: শুধুমাত্র দুবাইয়ে ৩০০টি সোনার গয়নার দোকান রয়েছে। ৪৬.২ মেট্রিক টন সোনার গয়না রয়েছে আরব আমিরশাহির নাগরিকদের কাছে। তবে চাহিদা বেড়ে চলেছে প্রতি মুহূর্তে, এমনটাই বলছে ইতালির ট্রেড কমিশনের সমীক্ষা।

০৬ ১১
ইরান: ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল জানিয়েছে, ইরানে সোনা কেনার চাহিদা শেষ চার বছরে ২৭ শতাংশ বেড়ে গিয়েছে। মোট ৩৯.৭ মেট্রিক টন গয়না রয়েছে ইরানের নাগরিকদের কাছে।

ইরান: ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল জানিয়েছে, ইরানে সোনা কেনার চাহিদা শেষ চার বছরে ২৭ শতাংশ বেড়ে গিয়েছে। মোট ৩৯.৭ মেট্রিক টন গয়না রয়েছে ইরানের নাগরিকদের কাছে।

০৭ ১১
তুরস্ক: ৩৯.৭ মেট্রিক টন সোনা রয়েছে তুরস্কের নাগরিকেদর কাছেও। ১৯৯৫ সালে এই দেশে মেটাল মার্কেট তৈরি হওয়ার পর চাহিদা তৈরি হয় নাগরিকদের মধ্যে। বেশিরভাগ সোনাই গচ্ছিত আছে দেশের সেন্ট্রাল ব্যাঙ্কে।

তুরস্ক: ৩৯.৭ মেট্রিক টন সোনা রয়েছে তুরস্কের নাগরিকেদর কাছেও। ১৯৯৫ সালে এই দেশে মেটাল মার্কেট তৈরি হওয়ার পর চাহিদা তৈরি হয় নাগরিকদের মধ্যে। বেশিরভাগ সোনাই গচ্ছিত আছে দেশের সেন্ট্রাল ব্যাঙ্কে।

০৮ ১১
সৌদি আরব: ৩৮.১ মেট্রিক টন সোনার গয়না রয়েছে সৌদির নাগরিকদের কাছে। সোনার বাঁটের তুলনায় গয়নাই তাঁদের বেশি পছন্দ।

সৌদি আরব: ৩৮.১ মেট্রিক টন সোনার গয়না রয়েছে সৌদির নাগরিকদের কাছে। সোনার বাঁটের তুলনায় গয়নাই তাঁদের বেশি পছন্দ।

০৯ ১১
ইন্দোনেশিয়া: পৃথিবীর অন্যতম বড় সোনার খনি থাকবে, আর সোনার গয়না কেনার ইচ্ছা থাকবে না, তা কখনও হয়? ইন্দোনেশিয়ার নাগরিকদের কাছেও রয়েছে ৩৪.২ মেট্রিক টন সোনা।

ইন্দোনেশিয়া: পৃথিবীর অন্যতম বড় সোনার খনি থাকবে, আর সোনার গয়না কেনার ইচ্ছা থাকবে না, তা কখনও হয়? ইন্দোনেশিয়ার নাগরিকদের কাছেও রয়েছে ৩৪.২ মেট্রিক টন সোনা।

১০ ১১
রাশিয়া: গত কয়েক বছরে রুশ সেন্ট্রাল ব্যাঙ্কে হলুদ ধাতুটির তৈরি গয়না কম কিছু জমা পড়েনি। ২০১৬ সালেই ৩০.২ মেট্রিক টন সোনা ছিল রুশ নাগরিকদের কাছে, এমনটাই জানানো হয়েছিল ব্যাঙ্কের তরফে।

রাশিয়া: গত কয়েক বছরে রুশ সেন্ট্রাল ব্যাঙ্কে হলুদ ধাতুটির তৈরি গয়না কম কিছু জমা পড়েনি। ২০১৬ সালেই ৩০.২ মেট্রিক টন সোনা ছিল রুশ নাগরিকদের কাছে, এমনটাই জানানো হয়েছিল ব্যাঙ্কের তরফে।

১১ ১১
মিশর: ১৩০০ খ্রিস্টপূর্বাব্দের প্যাপিরাসের তৈরি মানচিত্রেও রয়েছে সোনার গয়না মজুত থাকার কথা। মিশরের নাগরিকদের কাছে সব মিলিয়ে ২৭.৫ মেট্রিক টন সোনা রয়েছে।

মিশর: ১৩০০ খ্রিস্টপূর্বাব্দের প্যাপিরাসের তৈরি মানচিত্রেও রয়েছে সোনার গয়না মজুত থাকার কথা। মিশরের নাগরিকদের কাছে সব মিলিয়ে ২৭.৫ মেট্রিক টন সোনা রয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE