Advertisement
১৬ এপ্রিল ২০২৪
spiderman

মেঝে দিয়ে নয়, এই বাড়িতে হাঁটতে হবে সিলিং দিয়ে!

বাড়ির বাসিন্দারা কি স্পাইডারম্যান, নাকি অন্য কিছু?

সংবাদ সংস্থা
লন্ডন শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০১৮ ১১:১৮
Share: Save:
০১ ১০
দেওয়াল বেয়ে উঠে পড়ছে। কখনও বা ছাদ থেকে মেঝেতে উল্টো করে ঝুলে নেমেও পড়ছে। ঠিক যেন স্পাইডারম্যান। স্ট্যান লির অনবদ্য সৃষ্টি। কিন্তু একটা আস্ত বাড়ির প্রতিটা মানুষও কি এরকম হতে পারে?

দেওয়াল বেয়ে উঠে পড়ছে। কখনও বা ছাদ থেকে মেঝেতে উল্টো করে ঝুলে নেমেও পড়ছে। ঠিক যেন স্পাইডারম্যান। স্ট্যান লির অনবদ্য সৃষ্টি। কিন্তু একটা আস্ত বাড়ির প্রতিটা মানুষও কি এরকম হতে পারে?

০২ ১০
ব্রিটনের বোর্নমাউথ শহরে এমনটাই দেখা গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় ছবিও পোস্ট করেছেন কেউ কেউ। একেবারে উল্টো তাঁরা। সিলিংয়ে হেঁটে বেড়াচ্ছেন। মেঝেতে উল্টো হয়ে দাঁড়িয়ে আছেন।

ব্রিটনের বোর্নমাউথ শহরে এমনটাই দেখা গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় ছবিও পোস্ট করেছেন কেউ কেউ। একেবারে উল্টো তাঁরা। সিলিংয়ে হেঁটে বেড়াচ্ছেন। মেঝেতে উল্টো হয়ে দাঁড়িয়ে আছেন।

০৩ ১০
ব্যাপারটা কী বলুন তো? ব্রিটেনের এই শহরে আসলে এই বাড়িটি বানানোই হয়েছে উল্টো করে।

ব্যাপারটা কী বলুন তো? ব্রিটেনের এই শহরে আসলে এই বাড়িটি বানানোই হয়েছে উল্টো করে।

০৪ ১০
প্রায় নয় মাসের চেষ্টায় এমন একটা বাড়ি তৈরি করা হয়েছে, যার নকশা বিপরীত। অর্থাত্, সিলিংয়ের, ছাদের নকশাটা নীচে, আর মেঝে উপরে।

প্রায় নয় মাসের চেষ্টায় এমন একটা বাড়ি তৈরি করা হয়েছে, যার নকশা বিপরীত। অর্থাত্, সিলিংয়ের, ছাদের নকশাটা নীচে, আর মেঝে উপরে।

০৫ ১০
ওরকমভাবেই খাট, আসবাবপত্রও সাজানো হয়েছে উল্টো করে। এ রকম বাড়িতে ছবি তুলে পোস্ট করার পর অনেকেই তাই ঘাবড়ে গিয়েছেন, ভেবেছেন স্পাইডার ম্যান এল কোথা থেকে।

ওরকমভাবেই খাট, আসবাবপত্রও সাজানো হয়েছে উল্টো করে। এ রকম বাড়িতে ছবি তুলে পোস্ট করার পর অনেকেই তাই ঘাবড়ে গিয়েছেন, ভেবেছেন স্পাইডার ম্যান এল কোথা থেকে।

০৬ ১০
জানা গিয়েছে, ২০১৯ সালে জুন মাস পর্যন্ত সর্বসাধারণের জন্য চালু থাকবে এটি। এর পরে বাড়িটি নিলাম হতে পারে।

জানা গিয়েছে, ২০১৯ সালে জুন মাস পর্যন্ত সর্বসাধারণের জন্য চালু থাকবে এটি। এর পরে বাড়িটি নিলাম হতে পারে।

০৭ ১০
বাড়িটিতে কিন্তু অফিস রুম, বেডরুম, বাথরুম সবই রয়েছে। একে বলা হচ্ছে টপসি টার্ভি ইনস্টলেশন।

বাড়িটিতে কিন্তু অফিস রুম, বেডরুম, বাথরুম সবই রয়েছে। একে বলা হচ্ছে টপসি টার্ভি ইনস্টলেশন।

০৮ ১০
লিথুয়ানিয়াতেও রয়েছে এমনই একটি বাড়ি। সেই দেখেই এমনটা ভাবনা।

লিথুয়ানিয়াতেও রয়েছে এমনই একটি বাড়ি। সেই দেখেই এমনটা ভাবনা।

০৯ ১০
এই বাড়িতে এক বার প্রবেশের মূল্য ৩৭৫ টাকা, জানান বাড়ি নির্মাণকারী সংস্থার সিইও টম ডিরসে।

এই বাড়িতে এক বার প্রবেশের মূল্য ৩৭৫ টাকা, জানান বাড়ি নির্মাণকারী সংস্থার সিইও টম ডিরসে।

১০ ১০
বাড়িটি সাজানো রয়েছে খুবই সুন্দর ভাবে। বাড়িটির ভিতরে হোক বা বাইরে ছবি তুলতে কেউ ছাড়ছেন না। আর তাই দেখে মনে হচ্ছে প্রতিটি মানুষই যেন মাকড়সা মানুষ হয়ে উঠেছেন।

বাড়িটি সাজানো রয়েছে খুবই সুন্দর ভাবে। বাড়িটির ভিতরে হোক বা বাইরে ছবি তুলতে কেউ ছাড়ছেন না। আর তাই দেখে মনে হচ্ছে প্রতিটি মানুষই যেন মাকড়সা মানুষ হয়ে উঠেছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE