Advertisement
২৫ এপ্রিল ২০২৪

পাকিস্তানে বন্যা

একটানা ভারী বৃষ্টি ডেকে এনেছে বন্যা। পাকিস্তানের যে দিকে চোখ যায়, সেখানেই এখন জলমগ্ন দুর্যোগের ছবি। জলের তলায় চলে গিয়েছে খাইবার পাখতুনখোয়া প্রদেশ। পাখতুনখোয়ার উত্তরে চিত্রাল জেলার রাস্তাঘাট, সেতু ডুবে গিয়ে ছিন্ন হয়েছে যোগাযোগ ব্যবস্থা। বন্যায় বিপর্যস্ত পাকিস্তান এখন কেবলই লড়ছে বেঁচে থাকার তাগিদে।

জলমগ্ন।

জলমগ্ন।

শেষ আপডেট: ২৮ জুলাই ২০১৫ ১৫:৩৫
Share: Save:

একটানা ভারী বৃষ্টি ডেকে এনেছে বন্যা। পাকিস্তানের যে দিকে চোখ যায়, সেখানেই এখন জলমগ্ন দুর্যোগের ছবি। জলের তলায় চলে গিয়েছে খাইবার পাখতুনখোয়া প্রদেশ। পাখতুনখোয়ার উত্তরে চিত্রাল জেলার রাস্তাঘাট, সেতু ডুবে গিয়ে ছিন্ন হয়েছে যোগাযোগ ব্যবস্থা। বন্যায় বিপর্যস্ত পাকিস্তান এখন কেবলই লড়ছে বেঁচে থাকার তাগিদে। কোথাও, জলের মধ্যে দিয়ে উদ্ধারকর্মীদের দড়ি ধরে চলছে যাতায়াত, কোথাও বা নৌকা ভরসা! আবার, অন্যত্র চোখে পড়ছে লাইন করে এলাকা ছেড়ে চলে যাওয়ার ছবি। বন্যাবিধ্বস্ত পাকিস্তানের সেরকম কয়েক ঝলক ধরা দিল এই গ্যালারিতে।

ছবি: এএফপি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Pakistan Chitral Province Heavy Rain
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE