Advertisement
১৭ এপ্রিল ২০২৪
International News

৫০০ কোটির নতুন ক্যাম্পাস খুলল অ্যাপল, দেখুন সেই চোখ ধাঁধানো ছবি

সদ্যই উদ্বোধন হয়েছে অ্যাপলের নতুন ক্যাম্পাসের। একশো, দু’শো নয়, পাঁচশো কোটি টাকা খরচ করে তৈরি করা হয়েছে নতুন এই ক্যাম্পাস। এর ভিতরের চোখ ধাঁধানো ছবি দেখলে অফিসকে পাঁচতারা হোটেল বলে ভুলও হতে পারে। দেখে নেওয়া যাক, কেমন সেই ক্যাম্পাস।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০১৭ ১৬:১৫
Share: Save:
০১ ০৯
সদ্যই উদ্বোধন হয়েছে অ্যাপলের নতুন ক্যাম্পাসের। একশো, দু’শো নয়, পাঁচশো কোটি টাকা খরচ করে তৈরি করা হয়েছে নতুন এই ক্যাম্পাস। এর ভিতরের চোখ ধাঁধানো ছবি দেখলে অফিসকে পাঁচতারা হোটেল বলে ভুলও হতে পারে। দেখে নেওয়া যাক, কেমন সেই ক্যাম্পাস।

সদ্যই উদ্বোধন হয়েছে অ্যাপলের নতুন ক্যাম্পাসের। একশো, দু’শো নয়, পাঁচশো কোটি টাকা খরচ করে তৈরি করা হয়েছে নতুন এই ক্যাম্পাস। এর ভিতরের চোখ ধাঁধানো ছবি দেখলে অফিসকে পাঁচতারা হোটেল বলে ভুলও হতে পারে। দেখে নেওয়া যাক, কেমন সেই ক্যাম্পাস।

০২ ০৯
নতুন এই ক্যাম্পাসটি ক্যালিফোর্নিয়ার কুপারটিনোতে। নাম ‘অ্যাপল পার্ক’। তবে এর ফ্লায়িং সশারের মতো আকৃতির জন্য নতুন এই ক্যাম্পাসকে ‘স্পেসশিপ’ও বলা হয়।

নতুন এই ক্যাম্পাসটি ক্যালিফোর্নিয়ার কুপারটিনোতে। নাম ‘অ্যাপল পার্ক’। তবে এর ফ্লায়িং সশারের মতো আকৃতির জন্য নতুন এই ক্যাম্পাসকে ‘স্পেসশিপ’ও বলা হয়।

০৩ ০৯
সদ্যই উদ্বোধন হয়েছে অ্যাপলের নতুন এই ক্যাম্পাসটির। এর ভিতরে থাকা অ্যাপল পার্কে যাওয়ার অনুমতি রয়েছে পর্যটকদের।

সদ্যই উদ্বোধন হয়েছে অ্যাপলের নতুন এই ক্যাম্পাসটির। এর ভিতরে থাকা অ্যাপল পার্কে যাওয়ার অনুমতি রয়েছে পর্যটকদের।

০৪ ০৯
সেখানে পর্যটকদের জন্য রয়েছে ক্যাফেটেরিয়া। অ্যাপলের নানান এক্সক্লুসিভ গ্যাজেটও কিনতে পারবেন এখান থেকে।

সেখানে পর্যটকদের জন্য রয়েছে ক্যাফেটেরিয়া। অ্যাপলের নানান এক্সক্লুসিভ গ্যাজেটও কিনতে পারবেন এখান থেকে।

০৫ ০৯
১৭৫ একরের গোটা ক্যাম্পাস জুড়ে প্রায় ৭ হাজার ফল-ফুলের গাছ লাগানো হয়েছে।

১৭৫ একরের গোটা ক্যাম্পাস জুড়ে প্রায় ৭ হাজার ফল-ফুলের গাছ লাগানো হয়েছে।

০৬ ০৯
গোটা ছাদটাই তৈরি অসংখ্য সোলার প্যানেল দিয়ে। ১৭ মেগাওয়াট সৌরবিদ্যুৎ তৈরি করতে পারে এই সোলার প্যানেল। যা ‘অ্যাপল পার্ক’-এর ৭৫ শতাংশ প্রয়োজন মেটাতে সক্ষম।

গোটা ছাদটাই তৈরি অসংখ্য সোলার প্যানেল দিয়ে। ১৭ মেগাওয়াট সৌরবিদ্যুৎ তৈরি করতে পারে এই সোলার প্যানেল। যা ‘অ্যাপল পার্ক’-এর ৭৫ শতাংশ প্রয়োজন মেটাতে সক্ষম।

০৭ ০৯
খুব শীঘ্রই ১২ হাজার কর্মী নিয়ে নতুন এই ক্যাম্পাসে শিফ্ট করবে অ্যাপল।

খুব শীঘ্রই ১২ হাজার কর্মী নিয়ে নতুন এই ক্যাম্পাসে শিফ্ট করবে অ্যাপল।

০৮ ০৯
ক্যাম্পাসটির ডিজাইনের মূল দায়িত্বে ছিলেন জনি ইভ।

ক্যাম্পাসটির ডিজাইনের মূল দায়িত্বে ছিলেন জনি ইভ।

০৯ ০৯
এটাই ক্যাম্পাসের চেকিং পয়েন্ট। নিশ্ছিদ্র নিরাপত্তায় ঘেরা গোটা অ্যাপেল পার্ক।

এটাই ক্যাম্পাসের চেকিং পয়েন্ট। নিশ্ছিদ্র নিরাপত্তায় ঘেরা গোটা অ্যাপেল পার্ক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE