Advertisement
২৪ এপ্রিল ২০২৪
International news

উচ্চতায় বুর্জ খালিফাকেও টেক্কা দেবে এই বহুতল

বিশ্বের সর্বোচ্চ বহুতলের শিরোপা বদল হতে চলেছে। বুর্জ খালিফার মাথা থেকে এই মুকুট ছিনিয়ে নিতে চলেছে জেড্ডা টাওয়ার।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৪ মার্চ ২০১৮ ১০:৪০
Share: Save:
০১ ০৭
বিশ্বের সর্বোচ্চ বহুতলের শিরোপা বদল হতে চলেছে। বুর্জ খালিফার মাথা থেকে এই মুকুট ছিনিয়ে নিতে চলেছে জেড্ডা টাওয়ার।

বিশ্বের সর্বোচ্চ বহুতলের শিরোপা বদল হতে চলেছে। বুর্জ খালিফার মাথা থেকে এই মুকুট ছিনিয়ে নিতে চলেছে জেড্ডা টাওয়ার।

০২ ০৭
কারণ, বুর্জ খালিফার থেকেও উঁচু বহুতল তৈরি হতে চলেছে। যা বুর্জ খালিফার থেকে আরও ৫০০ ফুটের বেশি উঁচুতে মাথা তুলে দাঁড়িয়ে থাকবে। সৌদি আরবের জেদ্দা টাওয়ার।

কারণ, বুর্জ খালিফার থেকেও উঁচু বহুতল তৈরি হতে চলেছে। যা বুর্জ খালিফার থেকে আরও ৫০০ ফুটের বেশি উঁচুতে মাথা তুলে দাঁড়িয়ে থাকবে। সৌদি আরবের জেদ্দা টাওয়ার।

০৩ ০৭
এই বহুতলটি নির্মানের কাজ ২০১৪ সালের মার্চ মাস থেকে শুরু হয়ে গিয়েছে। আগামী বছরই তা সম্পূর্ণ হওয়ার কথা।

এই বহুতলটি নির্মানের কাজ ২০১৪ সালের মার্চ মাস থেকে শুরু হয়ে গিয়েছে। আগামী বছরই তা সম্পূর্ণ হওয়ার কথা।

০৪ ০৭
১৭০ তলার এই বহুতলে আবাসন, অফিস, হোটেল এবং শপিং মল থাকবে। ২০১৮ সালের মার্চ মাস পর্যন্ত ১৭০ তলার মধ্যে মাত্র ৬৬ তলা তৈরি হয়েছে। যার উচ্চতা ৮৭০ ফুট।

১৭০ তলার এই বহুতলে আবাসন, অফিস, হোটেল এবং শপিং মল থাকবে। ২০১৮ সালের মার্চ মাস পর্যন্ত ১৭০ তলার মধ্যে মাত্র ৬৬ তলা তৈরি হয়েছে। যার উচ্চতা ৮৭০ ফুট।

০৫ ০৭
দুবাইয়ের বুর্জ খলিফার উচ্চতা ২,৭১৬ ফুট। আর এই জেদ্দা টাওয়ারের উচ্চতা হতে চলেছে ৩,২৮০ ফুট। কংক্রিট এবং স্টিলের কাঠামো দিয়ে তৈরি হচ্ছে বহুতলটি।

দুবাইয়ের বুর্জ খলিফার উচ্চতা ২,৭১৬ ফুট। আর এই জেদ্দা টাওয়ারের উচ্চতা হতে চলেছে ৩,২৮০ ফুট। কংক্রিট এবং স্টিলের কাঠামো দিয়ে তৈরি হচ্ছে বহুতলটি।

০৬ ০৭
২০১১ সালের অগস্টে সৌদি বিলিওনিয়র প্রিন্স আলওয়ালীদ বিন তালাল প্রথম এই টাওয়ার তৈরির পরিকল্পনার কথা ঘোষণা করেন। তিনি জানিয়েছিলেন, ঘোষণার ৩৬ মাস পরই কাজ শুরু হয়ে যাওয়ার কথা ছিল।

২০১১ সালের অগস্টে সৌদি বিলিওনিয়র প্রিন্স আলওয়ালীদ বিন তালাল প্রথম এই টাওয়ার তৈরির পরিকল্পনার কথা ঘোষণা করেন। তিনি জানিয়েছিলেন, ঘোষণার ৩৬ মাস পরই কাজ শুরু হয়ে যাওয়ার কথা ছিল।

০৭ ০৭
কিন্তু বিভিন্ন সমস্যার জন্য যা বাস্তবায়িত হয়নি। পরবর্তীকালে প্রস্তাব পাশ হয় ২০১৪ সালে। টাওয়ারটি বানাতে খরচ পড়বে ১২০ কোটি ডলার।

কিন্তু বিভিন্ন সমস্যার জন্য যা বাস্তবায়িত হয়নি। পরবর্তীকালে প্রস্তাব পাশ হয় ২০১৪ সালে। টাওয়ারটি বানাতে খরচ পড়বে ১২০ কোটি ডলার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE