Advertisement
১৯ এপ্রিল ২০২৪
La Pascualita

ম্যানিকুইন না সংরক্ষিত মৃতদেহ: বিতর্ক, বিস্ময় বাড়াচ্ছে মেক্সিকোর দোকান

একটি পোশাকের দোকানে গেলেই কাচের ভেতর দাঁড়িয়ে থাকতে দেখা যাবে একটি সুন্দর ম্যানিকুইন বা মোমের পুতুলকে। ‘মোমের পুতুল’ বলছি বটে, তবে সেটির ত্বক, নখ একেবারে জীবন্ত মানুষের মতোই। এই ম্যানিকুইনটির সঙ্গে জড়িয়ে আছে এক অদ্ভুত গল্প।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৫ অক্টোবর ২০১৭ ০৯:৫০
Share: Save:
০১ ০৮
মেক্সিকোর ‘লা পাসকুয়ালিতা’ নামের একটি বিখ্যাত পোশাকের দোকানের দরজার কাছে কাচের ভিতর সুন্দর পোশাকে সেজে দাঁড়িয়ে থাকতে দেখা যায় একটি সুন্দর ম্যানিকুইনকে।

মেক্সিকোর ‘লা পাসকুয়ালিতা’ নামের একটি বিখ্যাত পোশাকের দোকানের দরজার কাছে কাচের ভিতর সুন্দর পোশাকে সেজে দাঁড়িয়ে থাকতে দেখা যায় একটি সুন্দর ম্যানিকুইনকে।

০২ ০৮
২৫ মার্চ, ১৯৩০ সাল থেকে ‘লা পাসকুয়ালিতা’-এ রয়েছে এই ম্যানিকুইনটি।

২৫ মার্চ, ১৯৩০ সাল থেকে ‘লা পাসকুয়ালিতা’-এ রয়েছে এই ম্যানিকুইনটি।

০৩ ০৮
১৯৩০-এ ওই দোকানের তত্কালীন মালিক পাসকুয়ালা এসপারজা-এর সঙ্গে এই ম্যানিকুইনটির মুখের অবিকল মিল।

১৯৩০-এ ওই দোকানের তত্কালীন মালিক পাসকুয়ালা এসপারজা-এর সঙ্গে এই ম্যানিকুইনটির মুখের অবিকল মিল।

০৪ ০৮
জীবন্ত মানুষের মতোই অবিকল এই ম্যানিকুইনটির ত্বক, নখ, শিরা-উপশিরাগুলি।

জীবন্ত মানুষের মতোই অবিকল এই ম্যানিকুইনটির ত্বক, নখ, শিরা-উপশিরাগুলি।

০৫ ০৮
স্থানীয় বাসিন্দাদের ধারণা, এটি কোনও ম্যানিকুইন নয়। এটি আসলে এই দোকানের তত্কালীন মালিক পাসকুয়ালা এসপারজার মেয়ের সংরক্ষিত মৃতদেহ।

স্থানীয় বাসিন্দাদের ধারণা, এটি কোনও ম্যানিকুইন নয়। এটি আসলে এই দোকানের তত্কালীন মালিক পাসকুয়ালা এসপারজার মেয়ের সংরক্ষিত মৃতদেহ।

০৬ ০৮
জানা গিয়েছে, ‘লা পাসকুয়ালিতা’-এ এই ম্যানিকুইনটি বসানোর কিছু দিন আগেই বিষাক্ত মাকড়সার কামড়ে মৃত্যু হয়েছিল এসপারজার যুবতী মেয়ের।

জানা গিয়েছে, ‘লা পাসকুয়ালিতা’-এ এই ম্যানিকুইনটি বসানোর কিছু দিন আগেই বিষাক্ত মাকড়সার কামড়ে মৃত্যু হয়েছিল এসপারজার যুবতী মেয়ের।

০৭ ০৮
যদিও বরাবর মেয়ের দেহ ম্যানিকুইন বানিয়ে সংরক্ষণের বিষয়টি অস্বীকার করেছেন পাসকুয়ালা এসপারজা ও তাঁর স্ত্রী।

যদিও বরাবর মেয়ের দেহ ম্যানিকুইন বানিয়ে সংরক্ষণের বিষয়টি অস্বীকার করেছেন পাসকুয়ালা এসপারজা ও তাঁর স্ত্রী।

০৮ ০৮
বিশেষজ্ঞদের মতে, মেক্সিকোর আবহাওয়া এত দিন ধরে মৃতদেহ সংরক্ষণ করা সম্ভব নয়। তবে এই ম্যানিকুইনটি এতটাই নিখুঁত যে তা আজও অবাক করে হালফিলের তাবড় বিশেষজ্ঞদের।

বিশেষজ্ঞদের মতে, মেক্সিকোর আবহাওয়া এত দিন ধরে মৃতদেহ সংরক্ষণ করা সম্ভব নয়। তবে এই ম্যানিকুইনটি এতটাই নিখুঁত যে তা আজও অবাক করে হালফিলের তাবড় বিশেষজ্ঞদের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE