Advertisement
১৮ এপ্রিল ২০২৪
International news

এই প্রাইভেট জেটটি বিক্রি করছে কাতার রাজ পরিবার, দাম মাত্র...

একটি সুপার লাক্সারি প্রাইভেট জেট বেচতে চলেছে কাতার রাজ পরিবার। বিশ্বের অন্যতম জনপ্রিয় লাক্সারি জেট এই বোয়িং ৭৪৭-৮। একে অবশ্য বিমান না বলে প্রাসাদ বলাই ভাল।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৩ অগস্ট ২০১৮ ০৮:৪৪
Share: Save:
০১ ০৮
একটি সুপার লাক্সারি প্রাইভেট জেট বেচতে চলেছে কাতার রাজ পরিবার। বিশ্বের অন্যতম জনপ্রিয় লাক্সারি জেট এই বোয়িং ৭৪৭-৮। একে অবশ্য বিমান না বলে প্রাসাদ বলাই ভাল।

একটি সুপার লাক্সারি প্রাইভেট জেট বেচতে চলেছে কাতার রাজ পরিবার। বিশ্বের অন্যতম জনপ্রিয় লাক্সারি জেট এই বোয়িং ৭৪৭-৮। একে অবশ্য বিমান না বলে প্রাসাদ বলাই ভাল।

০২ ০৮
বিমানটি মোট ৪৬৭ জন যাত্রী নিয়ে যেতে পারে। কিন্তু কাতার রাজ পরিবার ভিতরের জায়গা বাড়ানোর জন্য আসন অনেকটাই কমিয়ে দিয়েছে। বর্তমানে সর্বাধিক মাত্র ৭৬ জন যাত্রী এবং ১৮ ক্রু মেম্বারের বসার জায়গা রয়েছে বিমানে।

বিমানটি মোট ৪৬৭ জন যাত্রী নিয়ে যেতে পারে। কিন্তু কাতার রাজ পরিবার ভিতরের জায়গা বাড়ানোর জন্য আসন অনেকটাই কমিয়ে দিয়েছে। বর্তমানে সর্বাধিক মাত্র ৭৬ জন যাত্রী এবং ১৮ ক্রু মেম্বারের বসার জায়গা রয়েছে বিমানে।

০৩ ০৮
কম যাত্রী সংখ্যার পরিবর্তে বিমানের মধ্যেই অত্যাধুনিক সুযোগ-সুবিধা পেয়ে যাবেন। বিমানে রয়েছে একটি ডবল বেডরুম, একটি লিভিং রুম, মিটিং রুম। এ ছাড়াও রয়েছে ১০টি টয়লেট।

কম যাত্রী সংখ্যার পরিবর্তে বিমানের মধ্যেই অত্যাধুনিক সুযোগ-সুবিধা পেয়ে যাবেন। বিমানে রয়েছে একটি ডবল বেডরুম, একটি লিভিং রুম, মিটিং রুম। এ ছাড়াও রয়েছে ১০টি টয়লেট।

০৪ ০৮
কোনও যাত্রী অসুস্থ হয়ে পড়লে বিমানের মধ্যেই তৎক্ষণাৎ তাঁর চিকিৎসা শুরু করা যাবে। কারণ, নিজস্ব একটি ছোট হাসপাতালও রয়েছে বিমানের মধ্যেই!

কোনও যাত্রী অসুস্থ হয়ে পড়লে বিমানের মধ্যেই তৎক্ষণাৎ তাঁর চিকিৎসা শুরু করা যাবে। কারণ, নিজস্ব একটি ছোট হাসপাতালও রয়েছে বিমানের মধ্যেই!

০৫ ০৮
এ সবের সঙ্গে বিমানের প্রত্যেকটা অংশই খুব নিখুঁত ভাবে সাজিয়ে তোলা হয়েছে। রয়েছে রাজকীয়তার ছাপ।

এ সবের সঙ্গে বিমানের প্রত্যেকটা অংশই খুব নিখুঁত ভাবে সাজিয়ে তোলা হয়েছে। রয়েছে রাজকীয়তার ছাপ।

০৬ ০৮
জানুয়ারি ২০১৫ সালে এটা প্রথম আকাশে ওড়ে। এখনও পর্যন্ত মাত্র ৪০৩ ঘণ্টা উড়েছে এই বিমান। সে দিক থেকে বললে বিমানটি বেশ নতুন রয়েছে। তা সত্ত্বেও কেন হঠাৎ রাজ পরিবার বেচে দিতে চাইছে তা পরিষ্কার নয়।

জানুয়ারি ২০১৫ সালে এটা প্রথম আকাশে ওড়ে। এখনও পর্যন্ত মাত্র ৪০৩ ঘণ্টা উড়েছে এই বিমান। সে দিক থেকে বললে বিমানটি বেশ নতুন রয়েছে। তা সত্ত্বেও কেন হঠাৎ রাজ পরিবার বেচে দিতে চাইছে তা পরিষ্কার নয়।

০৭ ০৮
কাতার রাজ পরিবার কত টাকায় বিমানটি বেচতে চলেছে জানেন?

কাতার রাজ পরিবার কত টাকায় বিমানটি বেচতে চলেছে জানেন?

০৮ ০৮
এখনও পর্যন্ত এর দাম ধার্য হয়েছে ৫০ কোটি ইউরো! ভারতীয় মুদ্রায় যা ‘মাত্র’ ৪০৪২৪০৩৫৮৫০ টাকা। কিনতে ইচ্ছুক? তা হলে সুইৎজারল্যান্ডের আমাক এরোস্পেসের সঙ্গে যোগাযোগ করতে পারেন।

এখনও পর্যন্ত এর দাম ধার্য হয়েছে ৫০ কোটি ইউরো! ভারতীয় মুদ্রায় যা ‘মাত্র’ ৪০৪২৪০৩৫৮৫০ টাকা। কিনতে ইচ্ছুক? তা হলে সুইৎজারল্যান্ডের আমাক এরোস্পেসের সঙ্গে যোগাযোগ করতে পারেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE