Advertisement
১৬ এপ্রিল ২০২৪
International News

সমুদ্রের তলায় আস্ত ‘শহর’ তৈরি করল অক্টোপাসরা!

এ যেন সত্যিকরের বাড়ি, আঁকাবাঁকা গলিপথ, ছোট বড় আস্তানা। একেবারে সাজানো শহর। মানুষ নয়, এই শহর তৈরির কারিগর অক্টোপাসরা। দেখে নেওয়া যাক সেই শহরের অলিগলি।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০১৭ ১০:৩২
Share: Save:
০১ ০৭
জলের তলায় সম্পূর্ণ একটি শহর। বাড়ি-ঘর, রাস্তাঘাট— যেন ছবির মতো সাজানো। কিন্তু শহর তৈরির কৃতিত্ব মানুষের নয়। এ শহর তৈরির কারিগর অক্টোপাসরা।

জলের তলায় সম্পূর্ণ একটি শহর। বাড়ি-ঘর, রাস্তাঘাট— যেন ছবির মতো সাজানো। কিন্তু শহর তৈরির কৃতিত্ব মানুষের নয়। এ শহর তৈরির কারিগর অক্টোপাসরা।

০২ ০৭
হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে সমুদ্রের নীচে এই আস্ত শহরটি তৈরি করেছে অক্টোপাসরা।

হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে সমুদ্রের নীচে এই আস্ত শহরটি তৈরি করেছে অক্টোপাসরা।

০৩ ০৭
জলের তলার এই লুকিয়ে থাকা আশ্চর্যটি আবিষ্কার করেন শিকাগোর ইলিনয়েস বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা। বিশেষজ্ঞরা জানিয়েছেন, গ্লুমি অক্টোপাসরাই তৈরি করেছে এই আশ্চর্য শহর। এই অক্টোপাসদের বিজ্ঞানসম্মত নাম- অক্টোপাস টেট্রিকাস।

জলের তলার এই লুকিয়ে থাকা আশ্চর্যটি আবিষ্কার করেন শিকাগোর ইলিনয়েস বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা। বিশেষজ্ঞরা জানিয়েছেন, গ্লুমি অক্টোপাসরাই তৈরি করেছে এই আশ্চর্য শহর। এই অক্টোপাসদের বিজ্ঞানসম্মত নাম- অক্টোপাস টেট্রিকাস।

০৪ ০৭
২০০৯ সালে প্রথম অক্টোপাসদের তৈরি এমন ‘শহর’-এর দেখা মিলেছিল। এ নিয়ে দ্বিতীয়বার এমন ‘শহর’-এর দেখা মিলল। নতুন এই ‘শহর’টি আগেরটির থেকে কয়েকশো মিটার দূরে। জলের উপরিতল থেকে প্রায় ১০-১৫ মিটার নীচে নতুন এই শহর ‘অক্টলান্টিস’।

২০০৯ সালে প্রথম অক্টোপাসদের তৈরি এমন ‘শহর’-এর দেখা মিলেছিল। এ নিয়ে দ্বিতীয়বার এমন ‘শহর’-এর দেখা মিলল। নতুন এই ‘শহর’টি আগেরটির থেকে কয়েকশো মিটার দূরে। জলের উপরিতল থেকে প্রায় ১০-১৫ মিটার নীচে নতুন এই শহর ‘অক্টলান্টিস’।

০৭ ০৭
পুরো এলাকাটির উপর নজরদারি চালানোর জন্য চারটি ক্যামেরা লাগিয়ে টানা ১০ ঘণ্টা রেকর্ডিং করেছিলেন বিজ্ঞানীরা। ‘শহর’টিতে বসবাসকারী অক্টোপাসদের মধ্যে রীতিমতো সামাজিক ব্যবহার লক্ষ্য করেছেন বলে দাবি তাঁদের।

পুরো এলাকাটির উপর নজরদারি চালানোর জন্য চারটি ক্যামেরা লাগিয়ে টানা ১০ ঘণ্টা রেকর্ডিং করেছিলেন বিজ্ঞানীরা। ‘শহর’টিতে বসবাসকারী অক্টোপাসদের মধ্যে রীতিমতো সামাজিক ব্যবহার লক্ষ্য করেছেন বলে দাবি তাঁদের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE