Advertisement
২০ এপ্রিল ২০২৪
sofa

এই সোফায় বসে আপনি ভেসে বেড়াতে পারবেন!

মেঘের মতো ভাসতে পারবেন মেঝে থেকে উপরে

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২২ অক্টোবর ২০১৮ ১০:৪৫
Share: Save:
০১ ১০
মেঘের মতো সোফা। পালকের মতো হালকা। ঘরের মধ্যেই ভেসে বেড়াচ্ছেন। এমন একটা ধারণা থেকেই ভাবনা ফ্লোটিং ক্লাউড সোফার।

মেঘের মতো সোফা। পালকের মতো হালকা। ঘরের মধ্যেই ভেসে বেড়াচ্ছেন। এমন একটা ধারণা থেকেই ভাবনা ফ্লোটিং ক্লাউড সোফার।

০২ ১০
ডেভি়ড কু ও ঝেং ইয়াওয়েই নামের দুই বিজ্ঞানী এই সোফাটির কনসেপ্ট ডিজাইন করেন।

ডেভি়ড কু ও ঝেং ইয়াওয়েই নামের দুই বিজ্ঞানী এই সোফাটির কনসেপ্ট ডিজাইন করেন।

০৩ ১০
ইয়াঙ্কো ডিজাইনে ২০০৯ সালে রিল্যাক্স ফার্নিচার কনসেপ্ট প্রতিযোগিতায় পুরস্কার পেয়েছিলেন ডেভিড ও ঝেং। কী ভাবে কাজ করবে এই ক্লাউড সোফা।

ইয়াঙ্কো ডিজাইনে ২০০৯ সালে রিল্যাক্স ফার্নিচার কনসেপ্ট প্রতিযোগিতায় পুরস্কার পেয়েছিলেন ডেভিড ও ঝেং। কী ভাবে কাজ করবে এই ক্লাউড সোফা।

০৪ ১০
এই সোফার মূল চালিকা শক্তি চুম্বক। চৌম্বকীয় ক্ষেত্রের মাধ্যমেই এই সোফার কনসেপ্ট তৈরি করা হয়। তাই এটিকে ফ্লোটিং ক্লাউড ম্যাগনেট সোফাও বলা হয়।

এই সোফার মূল চালিকা শক্তি চুম্বক। চৌম্বকীয় ক্ষেত্রের মাধ্যমেই এই সোফার কনসেপ্ট তৈরি করা হয়। তাই এটিকে ফ্লোটিং ক্লাউড ম্যাগনেট সোফাও বলা হয়।

০৫ ১০
ক্লাউড কাউচের নীচেই বটম বেসের সাহায্যে তৈরি হবে এই চৌম্বকীয় বল। উপরের অংশ নাকি তখন ভাসবে মাটির উপরে মেঘের মতো।

ক্লাউড কাউচের নীচেই বটম বেসের সাহায্যে তৈরি হবে এই চৌম্বকীয় বল। উপরের অংশ নাকি তখন ভাসবে মাটির উপরে মেঘের মতো।

০৬ ১০
তবে খুব বেশি ওজনের কোনও ব্যক্তি এই সোফায় বসতে পারবেন না।

তবে খুব বেশি ওজনের কোনও ব্যক্তি এই সোফায় বসতে পারবেন না।

০৭ ১০
মেঝে থেকে বেশ খানিকটা উপরে ক্লাউড কাউচে বসে থাকার বিষয়টি যদিও পরীক্ষার স্তরেই রয়েছে।

মেঝে থেকে বেশ খানিকটা উপরে ক্লাউড কাউচে বসে থাকার বিষয়টি যদিও পরীক্ষার স্তরেই রয়েছে।

০৮ ১০
ক্লাউড কনসেপ্ট ব্যবহার করা হয়েছে স্পিকারের ক্ষেত্রেও।

ক্লাউড কনসেপ্ট ব্যবহার করা হয়েছে স্পিকারের ক্ষেত্রেও।

০৯ ১০
ক্লাউড অর্থাৎ মেঘের আকারের বেশ কিছু সোফা ইতিমধ্যেই বাজারে এসেছে। তবে তা মেঝেতেই থাকছে।

ক্লাউড অর্থাৎ মেঘের আকারের বেশ কিছু সোফা ইতিমধ্যেই বাজারে এসেছে। তবে তা মেঝেতেই থাকছে।

১০ ১০
বিশেষ ক্লাউড কনসেপ্টের সোফা পোষ্যদের জন্যও তৈরি করার কাজ চলছে।

বিশেষ ক্লাউড কনসেপ্টের সোফা পোষ্যদের জন্যও তৈরি করার কাজ চলছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE