Advertisement
২৪ এপ্রিল ২০২৪
food

বেকড চিকেন, সাঁতলানো চিংড়ি মাছ, এ সবও দেওয়া হয় মিড ডে মিলে!

মিড ডি মিলে একটা ডিম সেদ্ধ থাকলেই বাচ্চারা আনন্দে মেতে ওঠে এ দেশে।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৭ অক্টোবর ২০১৮ ০৯:১৫
Share: Save:
০১ ১০
মিড ডি মিলে একটা ডিম সেদ্ধ থাকলেই বাচ্চারা আনন্দে মেতে ওঠে এ দেশে। বেশ কয়েক বার মিড ডি মিলের খাবারে মিলেছে টিকটিকি। এ দিকে কোরিয়ার স্কুলে বাচ্চাদের জন্য রয়েছে পুষ্টিবিদ। বিশ্বের অন্যান্য দেশের স্কুলের বাচ্চাদের মিড ডি মিলের কী মেনু। দেখে নিন তারই কিছু ঝলক।

মিড ডি মিলে একটা ডিম সেদ্ধ থাকলেই বাচ্চারা আনন্দে মেতে ওঠে এ দেশে। বেশ কয়েক বার মিড ডি মিলের খাবারে মিলেছে টিকটিকি। এ দিকে কোরিয়ার স্কুলে বাচ্চাদের জন্য রয়েছে পুষ্টিবিদ। বিশ্বের অন্যান্য দেশের স্কুলের বাচ্চাদের মিড ডি মিলের কী মেনু। দেখে নিন তারই কিছু ঝলক।

০২ ১০
ফ্রান্স: মাংসের স্টেক, গাজর সেদ্ধ, বিনস সেদ্ধ, চিজ ও পাকা ফল।

ফ্রান্স: মাংসের স্টেক, গাজর সেদ্ধ, বিনস সেদ্ধ, চিজ ও পাকা ফল।

০৩ ১০
ইতালি: আরুগুলা শাকের মধ্যে থাকে একটা মাছের পদ। টম্যাটো সস দিয়ে পাস্তা, ক্যাপরিস স্যালাড, বাগেট আর আঙুর।

ইতালি: আরুগুলা শাকের মধ্যে থাকে একটা মাছের পদ। টম্যাটো সস দিয়ে পাস্তা, ক্যাপরিস স্যালাড, বাগেট আর আঙুর।

০৪ ১০
ফিনল্যান্ড: কড়াই শুঁটির স্যুপ, গাজরের স্যালাড, পাউরুটি আর মিষ্টি প্যান কেক ও ব্লু বেরিজ বা স্ট্রবেরি।

ফিনল্যান্ড: কড়াই শুঁটির স্যুপ, গাজরের স্যালাড, পাউরুটি আর মিষ্টি প্যান কেক ও ব্লু বেরিজ বা স্ট্রবেরি।

০৭ ১০
স্পেন: সাঁতলানো চিংড়ি মাছ, ব্রাউন রাইস, সেদ্ধ সবজি, গ্যাসপাচো, গোলমরিচ দিয়ে টস করা নানা রঙের ক্যাপসিকাম, পাউরুটি ও কমলা লেবু।

স্পেন: সাঁতলানো চিংড়ি মাছ, ব্রাউন রাইস, সেদ্ধ সবজি, গ্যাসপাচো, গোলমরিচ দিয়ে টস করা নানা রঙের ক্যাপসিকাম, পাউরুটি ও কমলা লেবু।

০৮ ১০
গ্রিস: ওরজো দিয়ে বেকড চিকেন, স্টাফিং করা আঙুর পাতা, টম্যাটো ও গাজরের স্যালাড, কমলা লেবু, বেদানার বীজ ও গ্রিসের ইয়োগার্ট।

গ্রিস: ওরজো দিয়ে বেকড চিকেন, স্টাফিং করা আঙুর পাতা, টম্যাটো ও গাজরের স্যালাড, কমলা লেবু, বেদানার বীজ ও গ্রিসের ইয়োগার্ট।

০৯ ১০
আমেরিকা: ফ্রায়েড পপকর্ন চিকেন, সেদ্ধ আলু, কড়াই শুঁটি, ফল ও চকোলেট চিপ কুকিজ। বেশ কিছু স্কুলে রয়েছে এই ব্যবস্থা।

আমেরিকা: ফ্রায়েড পপকর্ন চিকেন, সেদ্ধ আলু, কড়াই শুঁটি, ফল ও চকোলেট চিপ কুকিজ। বেশ কিছু স্কুলে রয়েছে এই ব্যবস্থা।

১০ ১০
ব্রাজিল: পর্ক, সেদ্ধ সবজি, ব্ল্যাক বিনস আর ভাত। স্যালাড, পাউরুটি, বেকড প্লানটেন

ব্রাজিল: পর্ক, সেদ্ধ সবজি, ব্ল্যাক বিনস আর ভাত। স্যালাড, পাউরুটি, বেকড প্লানটেন

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE