Advertisement
১৬ এপ্রিল ২০২৪
WEALTH

এই পরিচিত মানুষগুলো আসলে বিল গেটসের চেয়েও ধনী!

ফোর্বস প্রতি বছরই পৃথিবীর শ্রেষ্ঠ ধনীদের নাম প্রকাশ করে। তবে অপরাধী হওয়ার কারণেই হোক বা যে কোনও গোপনীয়তার কারণে, সেই তালিকায় নাম থাকে না এমন কয়েক জনের, যাঁদের মোট সম্পত্তির পরিমাণ গেটস-বেজসের চেয়েও বেশি। জানেন তাঁরা কারা?

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০১৮ ১১:৪৩
Share: Save:
০১ ০৮
ফোর্বস প্রতি বছরই পৃথিবীর শ্রেষ্ঠ ধনীদের নাম প্রকাশ করে। তাতে প্রায়ই শীর্ষে থাকেন বিল গেটস। ফোর্বস-এর তথ্য অনুযায়ী, তাঁর বর্তমান সম্পত্তির পরিমাণ ৯,৮০০ কোটি মার্কিন ডলার। সম্প্রতি তাঁকেও টপকে গিয়েছেন ‘অ্যামাজন’-এর প্রতিষ্ঠাতা জেফ বেজস। তাঁর সম্পত্তির অঙ্ক ১০ হাজার কোটি মার্কিন ডলার ছাপিয়েছে।

ফোর্বস প্রতি বছরই পৃথিবীর শ্রেষ্ঠ ধনীদের নাম প্রকাশ করে। তাতে প্রায়ই শীর্ষে থাকেন বিল গেটস। ফোর্বস-এর তথ্য অনুযায়ী, তাঁর বর্তমান সম্পত্তির পরিমাণ ৯,৮০০ কোটি মার্কিন ডলার। সম্প্রতি তাঁকেও টপকে গিয়েছেন ‘অ্যামাজন’-এর প্রতিষ্ঠাতা জেফ বেজস। তাঁর সম্পত্তির অঙ্ক ১০ হাজার কোটি মার্কিন ডলার ছাপিয়েছে।

০২ ০৮
তবে অপরাধী হওয়ার কারণেই হোক বা যে কোনও গোপনীয়তার কারণে, অথবা নানা রাজনৈতিক উদ্দেশে সেই তালিকায় নাম থাকে না এমন কয়েক জনের, যাঁদের মোট সম্পত্তির পরিমাণ এঁদের চেয়ে অনেক বেশি। দেখুন তাঁদের নাম ও ‘ওপেন সিক্রেট’ সম্পত্তির পরিমাণ।

তবে অপরাধী হওয়ার কারণেই হোক বা যে কোনও গোপনীয়তার কারণে, অথবা নানা রাজনৈতিক উদ্দেশে সেই তালিকায় নাম থাকে না এমন কয়েক জনের, যাঁদের মোট সম্পত্তির পরিমাণ এঁদের চেয়ে অনেক বেশি। দেখুন তাঁদের নাম ও ‘ওপেন সিক্রেট’ সম্পত্তির পরিমাণ।

০৩ ০৮
রথস্‌চাইল্ড পরিবার: না, কোনও একজনের হিসাব এখানে নেই, কিন্তু আছে এমন এক পরিবারের কথা যাদের সম্পত্তি ছাড়িয়েছে ২ লক্ষ কোটি মার্কিন ডলার। এঁদের পরিবারের কয়েক জন সদস্যের জেরেই এই বিপুল সম্পত্তির মালিক তাঁরা। ‘বিল্ডারবার্গ’ নামে এক পারিবারিক গোপন বৈঠকে তাঁরা সম্পত্তি বাড়নোর পদ্ধতি ও কৌশল নিয়ে আলোচনা করেন।

রথস্‌চাইল্ড পরিবার: না, কোনও একজনের হিসাব এখানে নেই, কিন্তু আছে এমন এক পরিবারের কথা যাদের সম্পত্তি ছাড়িয়েছে ২ লক্ষ কোটি মার্কিন ডলার। এঁদের পরিবারের কয়েক জন সদস্যের জেরেই এই বিপুল সম্পত্তির মালিক তাঁরা। ‘বিল্ডারবার্গ’ নামে এক পারিবারিক গোপন বৈঠকে তাঁরা সম্পত্তি বাড়নোর পদ্ধতি ও কৌশল নিয়ে আলোচনা করেন।

০৪ ০৮
কিম জং উন: উত্তর কোরিয়া মূলত দরিদ্র দেশ হলেও, সেই দেশের প্রেসিডেন্টের সম্পত্তির পরিমাণ শুনলে চমকে উঠতে পারেন। দেশের প্রায় সব বড় সংস্থা, বড় ব্যবসাই সামলান কিম জং ও তাঁর পরিবার। য়াঁর বাজারদর প্রায় ১৭ হাজার কোটি মার্কিন ডলার। কিমের জীবনযাত্রার মান আর তাঁর টাকা ওড়ানোর প্রবণতা জানান দেয় সেই বিপুল বিত্তের।

কিম জং উন: উত্তর কোরিয়া মূলত দরিদ্র দেশ হলেও, সেই দেশের প্রেসিডেন্টের সম্পত্তির পরিমাণ শুনলে চমকে উঠতে পারেন। দেশের প্রায় সব বড় সংস্থা, বড় ব্যবসাই সামলান কিম জং ও তাঁর পরিবার। য়াঁর বাজারদর প্রায় ১৭ হাজার কোটি মার্কিন ডলার। কিমের জীবনযাত্রার মান আর তাঁর টাকা ওড়ানোর প্রবণতা জানান দেয় সেই বিপুল বিত্তের।

০৫ ০৮
মুয়াম্মার গদ্দাফি: মানুষটি বেঁচে নেই, কিন্তু ২০১১-য় মৃত্যুর আগেই লিবিয়ার তৎকালীন শীর্ষ নেতার সম্পত্তির পরিমাণ ছিল ১৮ হাজার কোটি মার্কিন ডলার। রাজনৈতিক দুর্নীতি ও নানা অসাধু উপায়েই তিনি এই বিপুল অর্থের মালিক হয়েছিলেন বলে বিরোধীদের অভিযাগ।

মুয়াম্মার গদ্দাফি: মানুষটি বেঁচে নেই, কিন্তু ২০১১-য় মৃত্যুর আগেই লিবিয়ার তৎকালীন শীর্ষ নেতার সম্পত্তির পরিমাণ ছিল ১৮ হাজার কোটি মার্কিন ডলার। রাজনৈতিক দুর্নীতি ও নানা অসাধু উপায়েই তিনি এই বিপুল অর্থের মালিক হয়েছিলেন বলে বিরোধীদের অভিযাগ।

০৬ ০৮
ভ্লাদিমির পুতিন: ফোর্বস-এর মোস্ট পাওয়ারফুল পিপল’ হিসাবে নাম আছে পুতিনের। রাজনৈতিক উদ্দেশ্যে নিজের সম্পত্তির পরিমাণ অনেক কমিয়ে জানালেও পানামানিয়ান ব্যাঙ্কে পুতিনের অ্যাকাউন্ট, তাঁর বিলাসী জীবন ও খরচের বহর জানান দেয়, তাঁর সম্পত্তির পরিমাণ কম করে প্রায় ২০ হাজার কোটি মার্কিন ডলার।

ভ্লাদিমির পুতিন: ফোর্বস-এর মোস্ট পাওয়ারফুল পিপল’ হিসাবে নাম আছে পুতিনের। রাজনৈতিক উদ্দেশ্যে নিজের সম্পত্তির পরিমাণ অনেক কমিয়ে জানালেও পানামানিয়ান ব্যাঙ্কে পুতিনের অ্যাকাউন্ট, তাঁর বিলাসী জীবন ও খরচের বহর জানান দেয়, তাঁর সম্পত্তির পরিমাণ কম করে প্রায় ২০ হাজার কোটি মার্কিন ডলার।

০৭ ০৮
সৌদির রাজপরিবার: বিশ্বের অন্যতম ধনী পরিবার। এঁদের সম্পত্তির বিষয় নিয়ে এঁরা খুব একটা আলোচনা না করলেও বিভিন্ন ব্যবসায়িক হিসেবে দাবি, সৌদির এই রাজপরিবারের সম্পত্তির পরিমাণ প্রায় আড়াই লক্ষ কোটি মার্কিন ডলারের কাছাকাছি।

সৌদির রাজপরিবার: বিশ্বের অন্যতম ধনী পরিবার। এঁদের সম্পত্তির বিষয় নিয়ে এঁরা খুব একটা আলোচনা না করলেও বিভিন্ন ব্যবসায়িক হিসেবে দাবি, সৌদির এই রাজপরিবারের সম্পত্তির পরিমাণ প্রায় আড়াই লক্ষ কোটি মার্কিন ডলারের কাছাকাছি।

০৮ ০৮
পাবলো এসকোবার:  অপরাধ জগতের ত্রাস এই ড্রাগমাফিয়া ১৯৯৩-তে মারা গেলেও সেই সময়েই তাঁর সম্পত্তির পরিমাণ ছিল প্রায় ১৫ হাজার ৫০০ কোটি মার্কিন ডলার। কুখ্যাত হওয়ার কারণে কোনও দিনই ফোর্বস তাঁকে স্বীকৃতি দেয়নি। তবে কলোম্বিয়ার এই ডনের কেনা কয়েক ডজন বিমান, হোটেল তো চিলই। বাড়িতেই বানিয়েছিলেন চিড়িয়াখানা ও বিমানবন্দর।

পাবলো এসকোবার: অপরাধ জগতের ত্রাস এই ড্রাগমাফিয়া ১৯৯৩-তে মারা গেলেও সেই সময়েই তাঁর সম্পত্তির পরিমাণ ছিল প্রায় ১৫ হাজার ৫০০ কোটি মার্কিন ডলার। কুখ্যাত হওয়ার কারণে কোনও দিনই ফোর্বস তাঁকে স্বীকৃতি দেয়নি। তবে কলোম্বিয়ার এই ডনের কেনা কয়েক ডজন বিমান, হোটেল তো চিলই। বাড়িতেই বানিয়েছিলেন চিড়িয়াখানা ও বিমানবন্দর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE