Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Wedding

কী ভাবে সামলাবেন বিয়ের খরচ, জেনে নিন ১০ উপায়

বিয়ে নিয়ে সকলেরই অনেক স্বপ্ন থাকে। কী ভাবে সাজবেন, কী পরবেন, কারা আসবেন, কী ছবি তুলবেন, কী মেনু হবে সব কিছু নিয়েই আমাদের অনেক পরিকল্পনা থাকে। সেই স্বপ্নপূরণ করতে গিয়ে বেশির ভাগ ক্ষেত্রেই বিয়ের খরচ চলে যায় হাতের বাইরে।

নিজস্ব প্রতিবেন
শেষ আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০১৭ ১০:০২
Share: Save:
০১ ১১
বিয়ে নিয়ে সকলেরই অনেক স্বপ্ন থাকে। কী ভাবে সাজবেন, কী পরবেন, কারা আসবেন, কী ছবি তুলবেন, কী মেনু হবে সব কিছু নিয়েই আমাদের অনেক পরিকল্পনা থাকে। সেই স্বপ্নপূরণ করতে গিয়ে বেশির ভাগ ক্ষেত্রেই বিয়ের খরচ চলে যায় হাতের বাইরে। কী ভাবে বিয়ের সব আচার-অনুষ্ঠান করেও নিয়ন্ত্রণহীন খরচে লাগাম দেবেন জেনে নিন।

বিয়ে নিয়ে সকলেরই অনেক স্বপ্ন থাকে। কী ভাবে সাজবেন, কী পরবেন, কারা আসবেন, কী ছবি তুলবেন, কী মেনু হবে সব কিছু নিয়েই আমাদের অনেক পরিকল্পনা থাকে। সেই স্বপ্নপূরণ করতে গিয়ে বেশির ভাগ ক্ষেত্রেই বিয়ের খরচ চলে যায় হাতের বাইরে। কী ভাবে বিয়ের সব আচার-অনুষ্ঠান করেও নিয়ন্ত্রণহীন খরচে লাগাম দেবেন জেনে নিন।

০২ ১১
বিয়ের সময়: ভারতে পঞ্জিকা অনুযায়ী বিয়ের নির্দিষ্ট মরসুম রয়েছে। আবার আরামদায়ক আবহাওয়ার কারণে অধিকাংশ বিয়েই শীতকালে হয়। অন সিজনে প্রচুর বিয়ে হওয়ায় এই সময় ডেকরেশন, কেটারিং, সব কিছুর খরচই বেড়ে যায়। অফ সিজনে বিয়ে করলে অনেক কিছুতে ডিসকাউন্ট পাওয়া যায়।

বিয়ের সময়: ভারতে পঞ্জিকা অনুযায়ী বিয়ের নির্দিষ্ট মরসুম রয়েছে। আবার আরামদায়ক আবহাওয়ার কারণে অধিকাংশ বিয়েই শীতকালে হয়। অন সিজনে প্রচুর বিয়ে হওয়ায় এই সময় ডেকরেশন, কেটারিং, সব কিছুর খরচই বেড়ে যায়। অফ সিজনে বিয়ে করলে অনেক কিছুতে ডিসকাউন্ট পাওয়া যায়।

০৩ ১১
হোটেল বা এক্সটিক লোকেশনে বিয়ের অনুষ্ঠান করলে অনেক খরচ হবে। সময় থাকতে থাকতে ঘুরে দেখে ব্যাঙ্কয়েট হল বুক করে নিন। আগে সময় থাকতে বুক করলে বাজেট অনুযায়ী সুন্দর ব্যাঙ্কয়েট হল পেয়ে যাবেন। বিয়ে যত এগিয়ে আসবে তাড়াহুড়োয় বুক করলে ভাড়াও বেড়ে যাবে।

হোটেল বা এক্সটিক লোকেশনে বিয়ের অনুষ্ঠান করলে অনেক খরচ হবে। সময় থাকতে থাকতে ঘুরে দেখে ব্যাঙ্কয়েট হল বুক করে নিন। আগে সময় থাকতে বুক করলে বাজেট অনুযায়ী সুন্দর ব্যাঙ্কয়েট হল পেয়ে যাবেন। বিয়ে যত এগিয়ে আসবে তাড়াহুড়োয় বুক করলে ভাড়াও বেড়ে যাবে।

০৪ ১১
বিয়ের কার্ড: ইনভিটেশন কার্ডের ব্যবহার শুধুই অতিথিদের নিমন্ত্রণ জানানোর জন্য। তারপর অধিকাংশ বাড়িতেই সেই কার্ড পুরনো কাগজপত্রের জঞ্জালে ঠাঁই পায়। তাই কার্ডের পিছনে অযথা খরচ করার কোনও মানে হয় না। সিম্পল অথচ রুচিসম্মত বিয়ের কার্ড করুন। বড় দোকান বা ডিজাইনার কার্ড শপে গেলে দাম বেশি পড়বে। নিজে ডিজাইন করে কাস্টমাইজড কার্ডও বানাতে পারেন। সুন্দর হবে অথচ দাম থাকবে আয়ত্তে।

বিয়ের কার্ড: ইনভিটেশন কার্ডের ব্যবহার শুধুই অতিথিদের নিমন্ত্রণ জানানোর জন্য। তারপর অধিকাংশ বাড়িতেই সেই কার্ড পুরনো কাগজপত্রের জঞ্জালে ঠাঁই পায়। তাই কার্ডের পিছনে অযথা খরচ করার কোনও মানে হয় না। সিম্পল অথচ রুচিসম্মত বিয়ের কার্ড করুন। বড় দোকান বা ডিজাইনার কার্ড শপে গেলে দাম বেশি পড়বে। নিজে ডিজাইন করে কাস্টমাইজড কার্ডও বানাতে পারেন। সুন্দর হবে অথচ দাম থাকবে আয়ত্তে।

০৫ ১১
বিয়ে জীবনের খুবই গুরুত্বপূর্ণ ধাপ। এই বিশেষ দিনে পরিবার, আত্মীয়-বন্ধুদের পাশে থাকা খুবই জরুরি। অনেকের সঙ্গেই হয়তো সে ভাবে যোগাযোগ না থাকলেও চক্ষু লজ্জার খাতিরে বিয়েতে নিমন্ত্রণ করতে হয়। গেস্ট লিস্টের তালিকা সংক্ষিপ্ত করে খরচ অনেকটাই আয়ত্তে রাখতে পারেন।

বিয়ে জীবনের খুবই গুরুত্বপূর্ণ ধাপ। এই বিশেষ দিনে পরিবার, আত্মীয়-বন্ধুদের পাশে থাকা খুবই জরুরি। অনেকের সঙ্গেই হয়তো সে ভাবে যোগাযোগ না থাকলেও চক্ষু লজ্জার খাতিরে বিয়েতে নিমন্ত্রণ করতে হয়। গেস্ট লিস্টের তালিকা সংক্ষিপ্ত করে খরচ অনেকটাই আয়ত্তে রাখতে পারেন।

০৬ ১১
বিয়ে বাড়িতে অতিথিদের খুশি করার প্রধান উপায় ভাল খাবার পরিবেশন। একমাত্র ভাল খাবারই মনে থেকে যায়। এখন ট্রেন্ড মেনে অনেকেই নানা রকম প্ল্যাটার, কন্টিনেন্টাল রাখতে চান মেনুতে। কোনও মানুষই কি এত খাবার খেতে পারেন? তাই অল্প আইটেমের মধ্যেই সুস্বাদু খাবার পরিবেশনের চেষ্টা করুন। এতে অতিথিরা তৃপ্তি করে খেতেও পারবেন, খরচও নিয়ন্ত্রণে থাকবে।

বিয়ে বাড়িতে অতিথিদের খুশি করার প্রধান উপায় ভাল খাবার পরিবেশন। একমাত্র ভাল খাবারই মনে থেকে যায়। এখন ট্রেন্ড মেনে অনেকেই নানা রকম প্ল্যাটার, কন্টিনেন্টাল রাখতে চান মেনুতে। কোনও মানুষই কি এত খাবার খেতে পারেন? তাই অল্প আইটেমের মধ্যেই সুস্বাদু খাবার পরিবেশনের চেষ্টা করুন। এতে অতিথিরা তৃপ্তি করে খেতেও পারবেন, খরচও নিয়ন্ত্রণে থাকবে।

০৭ ১১
বিগ ফ্যাট ওয়েডিং-এর লুক দিতে অনেকেই ডেকরেশনে জোর দেন। অযথা অতিকিক্ত সজ্জা বা আলোর কি সত্যিই প্রয়োজন রয়েছে? অতিথি আপ্যায়ন ও সুন্দর ছবি ওঠার জন্য যতটা প্রয়োজন সিম্পল অ্যান্ড এলিগ্যান্ট ভাবেই ডেকরেশন করুন। এতে অতিরিক্ত খরচ এড়াতে পারবেন।

বিগ ফ্যাট ওয়েডিং-এর লুক দিতে অনেকেই ডেকরেশনে জোর দেন। অযথা অতিকিক্ত সজ্জা বা আলোর কি সত্যিই প্রয়োজন রয়েছে? অতিথি আপ্যায়ন ও সুন্দর ছবি ওঠার জন্য যতটা প্রয়োজন সিম্পল অ্যান্ড এলিগ্যান্ট ভাবেই ডেকরেশন করুন। এতে অতিরিক্ত খরচ এড়াতে পারবেন।

০৮ ১১
ওয়েডিং ফোটোগ্রাফি এখন বিয়ের খুবই গুরুত্বপূর্ণ অংশ। নামকরা সংস্থা বা ফোটোগ্রাফারকে দিয়ে ফোটোগ্রাফি করালে স্বাভাবিক ভাবেই বেশি খরচ হবে। ফ্রেশারদের দিয়ে ফোটোগ্রাফি করালে অনেক কম খরচে করাতে পারবেন। এরা কাজও করবেন যত্ন সহকারে, নতুন আইডিয়াও পেয়ে যাবেন প্রচুর।

ওয়েডিং ফোটোগ্রাফি এখন বিয়ের খুবই গুরুত্বপূর্ণ অংশ। নামকরা সংস্থা বা ফোটোগ্রাফারকে দিয়ে ফোটোগ্রাফি করালে স্বাভাবিক ভাবেই বেশি খরচ হবে। ফ্রেশারদের দিয়ে ফোটোগ্রাফি করালে অনেক কম খরচে করাতে পারবেন। এরা কাজও করবেন যত্ন সহকারে, নতুন আইডিয়াও পেয়ে যাবেন প্রচুর।

০৯ ১১
পোষাক ও গয়না: নিজের বিয়েতে সুন্দর করে সাজতে সকলেই চান। অনেকেই ডিজাইনারদের থেকে বিশেষ পছন্দের পোষাক, শাড়ি কিনতে গিয়ে বেশি খরচ করে ফেলেন। ডিজাইনার পোষাক না কিনে ব্র্যান্ডেড দোকান থেকে কিনলে অনেকটাই কম দামে ভাল মানের পোষাক পাবেন। গয়নার ক্ষেত্রে যদিও ব্যাপারটা উল্টো। ব্র্যান্ডেড দোকানে গয়নার দাম বেশি।

পোষাক ও গয়না: নিজের বিয়েতে সুন্দর করে সাজতে সকলেই চান। অনেকেই ডিজাইনারদের থেকে বিশেষ পছন্দের পোষাক, শাড়ি কিনতে গিয়ে বেশি খরচ করে ফেলেন। ডিজাইনার পোষাক না কিনে ব্র্যান্ডেড দোকান থেকে কিনলে অনেকটাই কম দামে ভাল মানের পোষাক পাবেন। গয়নার ক্ষেত্রে যদিও ব্যাপারটা উল্টো। ব্র্যান্ডেড দোকানে গয়নার দাম বেশি।

১০ ১১
ভারতীয় বিয়েতে আত্মীয়দের শাড়ি বা উপহার দেওয়ার রেওয়াজ রয়েছে। চেষ্টা করুন তালিকা বানিয়ে নিয়ে এক সঙ্গে সব উপহার বা শাড়ি কিনে নিতে। এক সঙ্গে কিনলে খরচ বাঁচাতে পারবেন। কোথায় পাইকারি দরে ভাল জিনিস পাওয়া যায় খোঁজ নিয়ে কিনে রাখুন সময় থাকতে থাকতে।

ভারতীয় বিয়েতে আত্মীয়দের শাড়ি বা উপহার দেওয়ার রেওয়াজ রয়েছে। চেষ্টা করুন তালিকা বানিয়ে নিয়ে এক সঙ্গে সব উপহার বা শাড়ি কিনে নিতে। এক সঙ্গে কিনলে খরচ বাঁচাতে পারবেন। কোথায় পাইকারি দরে ভাল জিনিস পাওয়া যায় খোঁজ নিয়ে কিনে রাখুন সময় থাকতে থাকতে।

১১ ১১
বাঙালি বিয়ে বা ভারতের যে কোনও প্রদেশের বিয়েতে অনেক রকম আচার অনুষ্ঠান হয়। সব অনুষ্ঠান ঘটা করে করতে গেলে খরচ অনেকটা বেড়ে যায়। আলাদা করে আশীর্বাদ বা মেহন্দি, সঙ্গীতের অনুষ্ঠান না করে বিয়ের দিনেই আশীর্বাদ, অথবা এক সঙ্গে মেহন্দি-সঙ্গীতের অনুষ্ঠান করলে খরচ অনেকটাই কমাতে পারবেন। একই দিনে বিয়ে ও রিসেপশনও সেরে ফেলতে পারেন।

বাঙালি বিয়ে বা ভারতের যে কোনও প্রদেশের বিয়েতে অনেক রকম আচার অনুষ্ঠান হয়। সব অনুষ্ঠান ঘটা করে করতে গেলে খরচ অনেকটা বেড়ে যায়। আলাদা করে আশীর্বাদ বা মেহন্দি, সঙ্গীতের অনুষ্ঠান না করে বিয়ের দিনেই আশীর্বাদ, অথবা এক সঙ্গে মেহন্দি-সঙ্গীতের অনুষ্ঠান করলে খরচ অনেকটাই কমাতে পারবেন। একই দিনে বিয়ে ও রিসেপশনও সেরে ফেলতে পারেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE