Advertisement
২৫ এপ্রিল ২০২৪
lifestyle News

আইটি বাদে আমেরিকায় আর কোন কোন চাকরি সবচেয়ে সম্ভাবনাময়

এই কয়েক মাসের মধ্যে মার্কিন মুলুকে অনেক কিছু পাল্টে গেছে। হোয়াইট হাউস এখন ডোলান্ড ট্রাম্পের হাতে। ভোট পূর্ববর্তী সময়েও দু’দলের প্রচার জুড়েই ছিল আমেরিকায় কর্মসংস্থানের প্রসঙ্গ।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০১৭ ১৯:৪০
Share: Save:
০১ ২০
হসপিটালিস্ট: তালিকার এক্কেবারে শীর্ষে রয়েছে ‘হসপিটালিস্ট’ পেশা। বেতন থেকে শুরু করে কাজের সুযোগ,<br> কেরিয়ারে উন্নতি সব কিছুর নিরিখেই সব পেশা থেকে এগিয়ে এটি। <br>এই পেশার মানুষজন বছর শেষ গড় বেতন পেতে পারেন প্রায় ২ লক্ষ ২২ হাজার মার্কিন ডলার।<br> হেলথকেয়ার ম্যানেজমেন্ট, ইলেকট্রনিক মেডিক্যাল রেকর্ড জানা পেশাদারদের এই পেশায় কদর রয়েছে। <br>কেরিয়ারে উন্নতির ক্ষেত্রে ১০-এর মধ্যে ৬ দিচ্ছে লিঙ্কডইন।

হসপিটালিস্ট: তালিকার এক্কেবারে শীর্ষে রয়েছে ‘হসপিটালিস্ট’ পেশা। বেতন থেকে শুরু করে কাজের সুযোগ,<br> কেরিয়ারে উন্নতি সব কিছুর নিরিখেই সব পেশা থেকে এগিয়ে এটি। <br>এই পেশার মানুষজন বছর শেষ গড় বেতন পেতে পারেন প্রায় ২ লক্ষ ২২ হাজার মার্কিন ডলার।<br> হেলথকেয়ার ম্যানেজমেন্ট, ইলেকট্রনিক মেডিক্যাল রেকর্ড জানা পেশাদারদের এই পেশায় কদর রয়েছে। <br>কেরিয়ারে উন্নতির ক্ষেত্রে ১০-এর মধ্যে ৬ দিচ্ছে লিঙ্কডইন।

০২ ২০
ফার্মাসিস্ট: এই পেশার চাহিদাও তুঙ্গে। এ কাজের জন্য বছরে গড়ে ১ লক্ষ ২৩ হাজার মার্কিন ডলার পর্যন্ত বেতন পেতে পারেন পেশাদারেরা।<br> এই পেশার ক্ষেত্রে ‘পেশেন্ট কাউন্সেলিং’,<br> মেডিকেশন থেরাপি ম্যানেজেমেন্ট, কমিউনিটি ফার্মেসি জানা মানুষজনেরই কদর রয়েছে।<br> কেরিয়ারে উন্নতির নিরিখে এই পেশার কপালে জুটেছে ৫ পয়েন্ট(দশের মধ্যে)।

ফার্মাসিস্ট: এই পেশার চাহিদাও তুঙ্গে। এ কাজের জন্য বছরে গড়ে ১ লক্ষ ২৩ হাজার মার্কিন ডলার পর্যন্ত বেতন পেতে পারেন পেশাদারেরা।<br> এই পেশার ক্ষেত্রে ‘পেশেন্ট কাউন্সেলিং’,<br> মেডিকেশন থেরাপি ম্যানেজেমেন্ট, কমিউনিটি ফার্মেসি জানা মানুষজনেরই কদর রয়েছে।<br> কেরিয়ারে উন্নতির নিরিখে এই পেশার কপালে জুটেছে ৫ পয়েন্ট(দশের মধ্যে)।

০৩ ২০
সেলস ইঞ্জিনিয়ার: এই পেশার মানুষদের বছরে গড় বেতন ৮০ হাজার মার্কিন ডলার। কর্মসংস্থানও প্রচুর। <br>একই সঙ্গে এই পেশাতে উন্নতিও বেশ ঊর্ধ্বমুখী। সলিউশন সেলিং, সেলস ম্যানেজমেন্ট,<br> প্রোজেক্ট ইঞ্জিনিয়ার, অটোমেশন জানা কর্মপ্রার্থীরই এই পেশায় চাহিদা রয়েছে।

সেলস ইঞ্জিনিয়ার: এই পেশার মানুষদের বছরে গড় বেতন ৮০ হাজার মার্কিন ডলার। কর্মসংস্থানও প্রচুর। <br>একই সঙ্গে এই পেশাতে উন্নতিও বেশ ঊর্ধ্বমুখী। সলিউশন সেলিং, সেলস ম্যানেজমেন্ট,<br> প্রোজেক্ট ইঞ্জিনিয়ার, অটোমেশন জানা কর্মপ্রার্থীরই এই পেশায় চাহিদা রয়েছে।

০৪ ২০
সাইট রিলায়েবিলিটি ইঞ্জিনিয়ার: ‘লিঙ্কডইন’-এর তালিকায় এই পেশার স্থান চার নম্বরে।<br> বেতন পাওয়া যায় বছরে ১ লক্ষ ৪০ হাজার মার্কিন ডলার।<br> লিনাক্স, পাইথন, অ্যাপাচে, শেল স্ক্রিপ্টিংয়ে দক্ষতাকে <br>এই পেশায় অগ্রাধিকার দেওয়া হয়।

সাইট রিলায়েবিলিটি ইঞ্জিনিয়ার: ‘লিঙ্কডইন’-এর তালিকায় এই পেশার স্থান চার নম্বরে।<br> বেতন পাওয়া যায় বছরে ১ লক্ষ ৪০ হাজার মার্কিন ডলার।<br> লিনাক্স, পাইথন, অ্যাপাচে, শেল স্ক্রিপ্টিংয়ে দক্ষতাকে <br>এই পেশায় অগ্রাধিকার দেওয়া হয়।

০৫ ২০
প্রোডাক্ট ম্যানেজার: তালিকায় এই পেশার স্থান পঞ্চমে। বেতন মিলতে পারে বছরে ৯৭ হাজার মার্কিন ডলার। <br>কাজের সুযোগও ভাল। প্রোডাক্ট ডেভেলপমেন্ট, কম্পিটিটিভ অ্যানালিসিস,<br> প্রোডাক্ট লঞ্চ, টিম-লিডারশিপ, মার্কেটিং স্ট্যাটেজিতে দক্ষতাই এই পেশার ক্ষেত্রে অত্যন্ত জরুরি।

প্রোডাক্ট ম্যানেজার: তালিকায় এই পেশার স্থান পঞ্চমে। বেতন মিলতে পারে বছরে ৯৭ হাজার মার্কিন ডলার। <br>কাজের সুযোগও ভাল। প্রোডাক্ট ডেভেলপমেন্ট, কম্পিটিটিভ অ্যানালিসিস,<br> প্রোডাক্ট লঞ্চ, টিম-লিডারশিপ, মার্কেটিং স্ট্যাটেজিতে দক্ষতাই এই পেশার ক্ষেত্রে অত্যন্ত জরুরি।

০৬ ২০
ফিনান্সিয়াল অ্যানালিস্ট: এই পেশাটিও মার্কিন মুলুকে যথেষ্ট সম্ভাবনাময়। আর সে কারণেই এই<br> পেশার স্থান ‘লিঙ্কডইন’-এর তালিকায় ষষ্ঠ স্থানে। এই পেশায় বছরে গড়ে ৬৪ হাজার মার্কিন ডলার পর্যন্ত বেতন পাওয়া যেতে পার।<br> অ্যাকাউন্টিং, মাইক্রোসফট এক্সেল,<br> ফিনান্সিয়াল মডেলিং, ফোরাস্টিং-এ দক্ষ হলে সুবিধে বেশি।

ফিনান্সিয়াল অ্যানালিস্ট: এই পেশাটিও মার্কিন মুলুকে যথেষ্ট সম্ভাবনাময়। আর সে কারণেই এই<br> পেশার স্থান ‘লিঙ্কডইন’-এর তালিকায় ষষ্ঠ স্থানে। এই পেশায় বছরে গড়ে ৬৪ হাজার মার্কিন ডলার পর্যন্ত বেতন পাওয়া যেতে পার।<br> অ্যাকাউন্টিং, মাইক্রোসফট এক্সেল,<br> ফিনান্সিয়াল মডেলিং, ফোরাস্টিং-এ দক্ষ হলে সুবিধে বেশি।

০৭ ২০
টেকনিক্যাল প্রোগ্রাম ম্যানেজার: বছরে মিলতে পারে গড়ে ১ লক্ষ ২৯ হাজার <br>মার্কিন ডলার বেতন। কাজের সুযোগও রয়েছে প্রচুর। <br>তবে হ্যাঁ, জানতে হবে এজাইল মেথডোলজিস, সফটওয়্যার প্রোজেক্ট ম্যানেজমেন্ট এবং স্কার্ম।

টেকনিক্যাল প্রোগ্রাম ম্যানেজার: বছরে মিলতে পারে গড়ে ১ লক্ষ ২৯ হাজার <br>মার্কিন ডলার বেতন। কাজের সুযোগও রয়েছে প্রচুর। <br>তবে হ্যাঁ, জানতে হবে এজাইল মেথডোলজিস, সফটওয়্যার প্রোজেক্ট ম্যানেজমেন্ট এবং স্কার্ম।

০৮ ২০
প্রোগ্রাম ম্যানেজার: সম্ভাবনার নিরিখে এই তালিকায় এই পেশার স্থান অষ্টম। বছরে গড় বেতন হতে <br>পারে ৯৭ হাজার ৪০০ মার্কিন ডলার। কাজের উন্নতির নিরিখে এই পেশাকে দশের মধ্যে ৭ নম্বর দিয়েছে লিঙ্কডইন।<br> এই পেশায় কাজ পেতে হলে জানতে হবে প্রোজেক্ট ম্যানেজমেন্ট, প্রোজেক্ট পোর্টফোলিও ম্যানেজমেন্ট।

প্রোগ্রাম ম্যানেজার: সম্ভাবনার নিরিখে এই তালিকায় এই পেশার স্থান অষ্টম। বছরে গড় বেতন হতে <br>পারে ৯৭ হাজার ৪০০ মার্কিন ডলার। কাজের উন্নতির নিরিখে এই পেশাকে দশের মধ্যে ৭ নম্বর দিয়েছে লিঙ্কডইন।<br> এই পেশায় কাজ পেতে হলে জানতে হবে প্রোজেক্ট ম্যানেজমেন্ট, প্রোজেক্ট পোর্টফোলিও ম্যানেজমেন্ট।

০৯ ২০
ডেটা ইঞ্জিনিয়ার: বছরে মিলতে পারে গড়ে ১ লক্ষ ৫ হাজার মার্কিন ডলার বেতন। কাজের<br> সুযোগও রয়েছ মার্কিন মুকুলে। এই পেশায় কাজ পেতে জানতে হবে পাইথন, বিগ ডেটা।

ডেটা ইঞ্জিনিয়ার: বছরে মিলতে পারে গড়ে ১ লক্ষ ৫ হাজার মার্কিন ডলার বেতন। কাজের<br> সুযোগও রয়েছ মার্কিন মুকুলে। এই পেশায় কাজ পেতে জানতে হবে পাইথন, বিগ ডেটা।

১০ ২০
স্ক্রামে মাস্টার: এই পেশাকে তালিকার দশম স্থানে রাখা হয়েছে। কেরিয়ার উন্নতির নিরিখে দশে<br> ৮ পেয়েছে এই পেশা। বেতন পাওয়া যায় গড়ে ১ লক্ষ মার্কিন ডলার। জানত হবে অ্যাজাইল মেথডোলজিস, সফটওয়্যার<br> প্রোজেক্ট ম্যানেজমেন্ট, স্ক্রাম।

স্ক্রামে মাস্টার: এই পেশাকে তালিকার দশম স্থানে রাখা হয়েছে। কেরিয়ার উন্নতির নিরিখে দশে<br> ৮ পেয়েছে এই পেশা। বেতন পাওয়া যায় গড়ে ১ লক্ষ মার্কিন ডলার। জানত হবে অ্যাজাইল মেথডোলজিস, সফটওয়্যার<br> প্রোজেক্ট ম্যানেজমেন্ট, স্ক্রাম।

১১ ২০
লিঙ্কডইন তালিকায় সফ্‌টওয়্যার ইঞ্জিনিয়ারের চাহিদা রয়েছে ১১ নম্বরে। জাভা, সি, এসকিউএল,<br>
লিনাক্স এবং এক্সএমএল জানা পেশাদারদের এই পেশায় কদর রয়েছে। গড় বেতনের নিরিখে<br>
এঁরা ঘরে নিয়ে যেতে পারেন বছরে ৯৪ হাজার ডলার। এই ক্ষেত্রে ১০ হাজার পেশাদারদের<br>
কাজের সুযোগ রয়েছে। কেরিয়ারে উন্নতির ক্ষেত্রে ১০ নম্বরের মধ্যে একে ৬ দিচ্ছে লিঙ্কডইন।

লিঙ্কডইন তালিকায় সফ্‌টওয়্যার ইঞ্জিনিয়ারের চাহিদা রয়েছে ১১ নম্বরে। জাভা, সি, এসকিউএল,<br> লিনাক্স এবং এক্সএমএল জানা পেশাদারদের এই পেশায় কদর রয়েছে। গড় বেতনের নিরিখে<br> এঁরা ঘরে নিয়ে যেতে পারেন বছরে ৯৪ হাজার ডলার। এই ক্ষেত্রে ১০ হাজার পেশাদারদের<br> কাজের সুযোগ রয়েছে। কেরিয়ারে উন্নতির ক্ষেত্রে ১০ নম্বরের মধ্যে একে ৬ দিচ্ছে লিঙ্কডইন।

১২ ২০
চলতি বছরে ৩,৩০০ নার্সদের কাজের সুযোগ রয়েছে। এই পেশাদারদের গড় বেতন হতে পারে বছরে<br>
৭৫,৭০০ মার্কিন ডলার। কেরিয়ারে উন্নতির ক্ষেত্রেও একে ১০-এ ৬ নম্বর দিয়েছে লিঙ্কডইন। হাসপাতাল-সহ<br>
রোগীদের সুরক্ষার দিকে খেয়াল রাখতে হবে এই পেশার মানুষজনকে।

চলতি বছরে ৩,৩০০ নার্সদের কাজের সুযোগ রয়েছে। এই পেশাদারদের গড় বেতন হতে পারে বছরে<br> ৭৫,৭০০ মার্কিন ডলার। কেরিয়ারে উন্নতির ক্ষেত্রেও একে ১০-এ ৬ নম্বর দিয়েছে লিঙ্কডইন। হাসপাতাল-সহ<br> রোগীদের সুরক্ষার দিকে খেয়াল রাখতে হবে এই পেশার মানুষজনকে।

১৩ ২০
চিকিৎসকের সহকারীদের জন্য চলতি বছরে কাজের সুযোগ রয়েছে ২৮০০টি পদে। গড় বার্ষিক বেতন<br>
হতে পারে ১০৪,০০০ ডলার। এই পেশাদারদের কেরিয়ারে উন্নতির মাপকাঠিতে ১০-এ ৪ নম্বর দিয়েছে<br>
লিঙ্কডইন। বেসিক ও অ্যাডভান্সড কার্ডিয়াক লাইফ সাপোর্ট ছাড়াও ইলেকট্রনিক মেডিক্যাল<br>
রেকর্ড রাখা বা জরুরি পরিস্থিতিতে ওষুধ দেওয়ায় দক্ষ হতে হবে।

চিকিৎসকের সহকারীদের জন্য চলতি বছরে কাজের সুযোগ রয়েছে ২৮০০টি পদে। গড় বার্ষিক বেতন<br> হতে পারে ১০৪,০০০ ডলার। এই পেশাদারদের কেরিয়ারে উন্নতির মাপকাঠিতে ১০-এ ৪ নম্বর দিয়েছে<br> লিঙ্কডইন। বেসিক ও অ্যাডভান্সড কার্ডিয়াক লাইফ সাপোর্ট ছাড়াও ইলেকট্রনিক মেডিক্যাল<br> রেকর্ড রাখা বা জরুরি পরিস্থিতিতে ওষুধ দেওয়ায় দক্ষ হতে হবে।

১৪ ২০
বিজনেস অ্যানালিস্ট। এই পেশার মানুষজনকে লাইফসাইকল-এর উপর সফ্‌টওয়্যার ডেভেলপমেন্ট-সহ<br>
বিজনেস রিকোয়ারমেন্টে দক্ষ হতে হবে। চলতি বছরে ৩,০০০ পেশাদারদের কাজের সুযোগ রয়েছে।<br>
কেরিয়ারে উন্নতিতেও ১০-এ ৮ পাবেন এই পেশার মানুষজন। বছরে এঁদের গড় আয় হতে পারে ৭০,০০০ ডলার।

বিজনেস অ্যানালিস্ট। এই পেশার মানুষজনকে লাইফসাইকল-এর উপর সফ্‌টওয়্যার ডেভেলপমেন্ট-সহ<br> বিজনেস রিকোয়ারমেন্টে দক্ষ হতে হবে। চলতি বছরে ৩,০০০ পেশাদারদের কাজের সুযোগ রয়েছে।<br> কেরিয়ারে উন্নতিতেও ১০-এ ৮ পাবেন এই পেশার মানুষজন। বছরে এঁদের গড় আয় হতে পারে ৭০,০০০ ডলার।

১৫ ২০
ট্যাক্স ম্যানেজার। ইনকাম ট্যাক্স, কর্পোরেট ট্যাক্স, ট্যাক্স অ্যাকাউন্টিং-সহ কর সম্পর্কিত বিষয়ে পরামর্শদানে<br>
দক্ষ হতে হবে। ট্যাক্স ম্যানেজারদের বার্ষিক গড় আয় হতে পারে ১০৩,০০০ ডলার। লিঙ্কডইনের মতে,<br>
কেরিয়ারে উন্নতির ক্ষেত্রে ১০-এ ৬ পাবেন এই পেশার মানুষজন। চলতি বছরে ১০০০ পেশাদারের কাজ হতে পারে।

ট্যাক্স ম্যানেজার। ইনকাম ট্যাক্স, কর্পোরেট ট্যাক্স, ট্যাক্স অ্যাকাউন্টিং-সহ কর সম্পর্কিত বিষয়ে পরামর্শদানে<br> দক্ষ হতে হবে। ট্যাক্স ম্যানেজারদের বার্ষিক গড় আয় হতে পারে ১০৩,০০০ ডলার। লিঙ্কডইনের মতে,<br> কেরিয়ারে উন্নতির ক্ষেত্রে ১০-এ ৬ পাবেন এই পেশার মানুষজন। চলতি বছরে ১০০০ পেশাদারের কাজ হতে পারে।

১৬ ২০
ডেটা আর্কিটেক্ট। ডেটা ওয়্যারহাউজিং, ডেটা মডেলিং-সহ বিজনেস ইন্টেলিজেন্সে দক্ষ মানুষজন<br>
এই পেশায় আসতে পারেন। প্রায় ৫০০টি পদ শূন্য রয়েছে। বার্ষিক গড় আয় হতে পারে<br>
১২২,০০০ ডলার। কেরিয়ারে উন্নতির ক্ষেত্রেও ১০-এ ৬ পাবেন এঁরা।

ডেটা আর্কিটেক্ট। ডেটা ওয়্যারহাউজিং, ডেটা মডেলিং-সহ বিজনেস ইন্টেলিজেন্সে দক্ষ মানুষজন<br> এই পেশায় আসতে পারেন। প্রায় ৫০০টি পদ শূন্য রয়েছে। বার্ষিক গড় আয় হতে পারে<br> ১২২,০০০ ডলার। কেরিয়ারে উন্নতির ক্ষেত্রেও ১০-এ ৬ পাবেন এঁরা।

১৭ ২০
অ্যানেস্থেটিস্ট। এই পেশার মানুষজনকে অ্যানাস্থেশিয়া ও অ্যাডভান্সড কার্ডিয়াক লাইফ সাপোর্ট-সহ<br>
ইন্টেন্সিভ কেয়ারে দক্ষ হতে হবে। বার্ষিক গড় আয় হতে পারে ১৫৬,০০০ ডলার।<br>
প্রায় ৪০০ পদে চাকরির সংস্থান হতে পারে। কেরিয়ারে উন্নতির ক্ষেত্রে একে ১০-এ ৪ নম্বর দিয়েছে লিঙ্কডইন।

অ্যানেস্থেটিস্ট। এই পেশার মানুষজনকে অ্যানাস্থেশিয়া ও অ্যাডভান্সড কার্ডিয়াক লাইফ সাপোর্ট-সহ<br> ইন্টেন্সিভ কেয়ারে দক্ষ হতে হবে। বার্ষিক গড় আয় হতে পারে ১৫৬,০০০ ডলার।<br> প্রায় ৪০০ পদে চাকরির সংস্থান হতে পারে। কেরিয়ারে উন্নতির ক্ষেত্রে একে ১০-এ ৪ নম্বর দিয়েছে লিঙ্কডইন।

১৮ ২০
অ্যানালিটিক্স ম্যানেজার। এই পেশার মানুষজনকে ডেটা অ্যানালিসিস, বিজনেস ইনটেলিজেন্স,<br>
ডেটা মাইনিং, প্রেডিকটিভ অ্যানালিটিক্স-এ দক্ষ হতে হবে। এঁদের বার্ষিক গড় আয় হতে পারে<br>
১০৯,০০০ ডলার। প্রায় ৪০০ পদ শূন্য রয়েছে। কেরিয়ারে উন্নতির ক্ষেত্রে একে ১০-এ ৮ নম্বর দিয়েছে লিঙ্কডইন।

অ্যানালিটিক্স ম্যানেজার। এই পেশার মানুষজনকে ডেটা অ্যানালিসিস, বিজনেস ইনটেলিজেন্স,<br> ডেটা মাইনিং, প্রেডিকটিভ অ্যানালিটিক্স-এ দক্ষ হতে হবে। এঁদের বার্ষিক গড় আয় হতে পারে<br> ১০৯,০০০ ডলার। প্রায় ৪০০ পদ শূন্য রয়েছে। কেরিয়ারে উন্নতির ক্ষেত্রে একে ১০-এ ৮ নম্বর দিয়েছে লিঙ্কডইন।

১৯ ২০
কাস্টমার সাকসেস ম্যানেজার। অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট, সিআরএম-সহ এন্টারপ্রাইজ সফ্‌টওয়্যারে<br>
দক্ষ হতে হবে। বছরে গড় আয় হতে পারে ৭২,০০০ ডলার। প্রায় ৩৫০ আসন খালি রয়েছে।<br>
কেরিয়ারের উন্নতিতে একে ১০-এ ১০ নম্বর দিয়েছে লিঙ্কডইন।

কাস্টমার সাকসেস ম্যানেজার। অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট, সিআরএম-সহ এন্টারপ্রাইজ সফ্‌টওয়্যারে<br> দক্ষ হতে হবে। বছরে গড় আয় হতে পারে ৭২,০০০ ডলার। প্রায় ৩৫০ আসন খালি রয়েছে।<br> কেরিয়ারের উন্নতিতে একে ১০-এ ১০ নম্বর দিয়েছে লিঙ্কডইন।

২০ ২০
মেডিক্যাল ডিরেক্টর। মেডিসিন, ক্লিনিকাল রিসার্চ, হেলথকেয়ার ম্যানেজমেন্ট-সহ ইলেক্ট্রনিক<br>
মেডিক্যাল রেকর্ড বিষয়ে দক্ষ হতে হবে। চলতি বছরে ২৩০,০০০টি পদ শূন্য রয়েছে।<br>
কেরিয়ারের উন্নতিতে একে ১০-এ ৬ নম্বর দিয়েছে লিঙ্কডইন।

মেডিক্যাল ডিরেক্টর। মেডিসিন, ক্লিনিকাল রিসার্চ, হেলথকেয়ার ম্যানেজমেন্ট-সহ ইলেক্ট্রনিক<br> মেডিক্যাল রেকর্ড বিষয়ে দক্ষ হতে হবে। চলতি বছরে ২৩০,০০০টি পদ শূন্য রয়েছে।<br> কেরিয়ারের উন্নতিতে একে ১০-এ ৬ নম্বর দিয়েছে লিঙ্কডইন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE