Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Valentine's Day

সঙ্গী খেতে ভালবাসেন? ভ্যালেন্টাইন’স ডে-তে দিতে পারেন এই সব উপহার

প্রেম দিবসে সঙ্গীকে কি উপহার দেবেন ভেবে পাচ্ছেন না? রোম্যান্টিক উপহার দিতে চাইছেন অথচ বাজেট বেশি নেই? চিন্তা করবেন না।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০১৮ ১২:২৩
Share: Save:
০১ ০৫
প্রেম দিবসে সঙ্গীকে কি উপহার দেবেন ভেবে পাচ্ছেন না? রোম্যান্টিক উপহার দিতে চাইছেন অথচ বাজেট বেশি নেই? চিন্তা করবেন না। সঙ্গী কি খেতে ভালবাসেন? তা হলে দিতে পারেন এই সব উপহার।

প্রেম দিবসে সঙ্গীকে কি উপহার দেবেন ভেবে পাচ্ছেন না? রোম্যান্টিক উপহার দিতে চাইছেন অথচ বাজেট বেশি নেই? চিন্তা করবেন না। সঙ্গী কি খেতে ভালবাসেন? তা হলে দিতে পারেন এই সব উপহার।

০২ ০৫
চকোলেট হ্যাম্পার: যারা চকোলেট ভালবাসে তাদের কাছে চকোলেট কখনই পুরনো হয় না। এই দিন সঙ্গীকে উপহার দেওয়ার জন্য চকোলেটের থেকে ভাল আর কিছু হতে পারে না।

চকোলেট হ্যাম্পার: যারা চকোলেট ভালবাসে তাদের কাছে চকোলেট কখনই পুরনো হয় না। এই দিন সঙ্গীকে উপহার দেওয়ার জন্য চকোলেটের থেকে ভাল আর কিছু হতে পারে না।

০৩ ০৫
ম্যাকারুন: বাইরে থেকে ক্রিস্পি, ভিতরে চিউই। রোম্যান্টিক গিফট হিসেবে ম্যাকারুন বক্সের থেকে আর ভাল কি হতে পারে? রংবেরঙের এই উপহার প্রেমেও রং নিয়ে আসবে। প্রেম দিবসের সন্ধেটা একে অন্যের সঙ্গে ম্যাকারুন খেয়ে কাটাতে পারেন।

ম্যাকারুন: বাইরে থেকে ক্রিস্পি, ভিতরে চিউই। রোম্যান্টিক গিফট হিসেবে ম্যাকারুন বক্সের থেকে আর ভাল কি হতে পারে? রংবেরঙের এই উপহার প্রেমেও রং নিয়ে আসবে। প্রেম দিবসের সন্ধেটা একে অন্যের সঙ্গে ম্যাকারুন খেয়ে কাটাতে পারেন।

০৪ ০৫
টি বক্স: আপনার সঙ্গী কি চা খেতে ভালবাসেন? আপনারা দুজন কি টি টাইম উপভোগ করেন একসঙ্গে? তা হলে সঙ্গীকে দিতে পারেন নানা রকম ফ্লেভারের টি ব্যাগ বক্স।

টি বক্স: আপনার সঙ্গী কি চা খেতে ভালবাসেন? আপনারা দুজন কি টি টাইম উপভোগ করেন একসঙ্গে? তা হলে সঙ্গীকে দিতে পারেন নানা রকম ফ্লেভারের টি ব্যাগ বক্স।

০৫ ০৫
এনার্জি বার: আপনার সঙ্গী কি স্বাস্থ্য সচেতন? এখন একটু পুষ্টিকর খাবারই খাচ্ছেন উনি? তা হলে প্রেম দিবসে সঙ্গীকে উপহার দিতে পারেন এনার্জি বার হ্যাম্পার। যে কোনও স্বাস্থ্য সচেতন মানুষই খুশি হবেন।

এনার্জি বার: আপনার সঙ্গী কি স্বাস্থ্য সচেতন? এখন একটু পুষ্টিকর খাবারই খাচ্ছেন উনি? তা হলে প্রেম দিবসে সঙ্গীকে উপহার দিতে পারেন এনার্জি বার হ্যাম্পার। যে কোনও স্বাস্থ্য সচেতন মানুষই খুশি হবেন।

Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE